![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এক মনে বসে তুমি,
আমাকে খুজো
এক মনে ভাবো তুমি,
আমাকে পাবে
আমি অনাদরের সন্তান,
আমি সংখিপ্ত অভিযান
এই মন্দিরে কত দেবতার ভিরে
আমাকে খোঁজে পাবেনা তুমি,
আমার রাজ্য তো অন্যথায়,
এত দিনের ঘটনা কি করে কাটবে তোমার হৃদয় কান্না,
আসল রক্ত কোথায় বরফ পানি ঢালা আমার শিরায়,
এজন্যে যাচ্ছি আমি,
বিদায় নিতে আসছি এখনি।
©somewhere in net ltd.