![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
তুই বৃষ্টির মতই ঝুম
করে এসেছিলি ,
ভিজিয়ে দিয়ে চলেগেছিস
মেঘ হয়ে ।
ভিজে যাওয়া পৃথিবীটা হাতে নিয়ে ,
একা আমি বসে আছি , শেষ দিনের রুদ্ধশ্বাস
প্রতীক্ষায় ।
ভালো থাকিস তুই ,
আমি হয়তো ভালো থাকবো না ।
তুই কষ্ট পাস
না তাতে,ভেবে নিস , কেও কেও জন্মগ্রহন করে ,
ভালো না থাকার জন্য।
কারো কারো জন্মই হয়
অপেক্ষায় থাকার জন্য
©somewhere in net ltd.