![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
শূন্যেই আমার শুরু আমি সেই শূন্যতায় বিলীন রই
যখন কাচা রোদের তুলিতে তোমাদের ঘুমজাগে
আমি তখনো আমার শূন্যতায় ঘুমিয়ে রই
,কারন আমি তো শূন্যর মাঝে বিলীন,
আমারকখনই নই !!!
আমি অপলক চেয়ে থাকি তোমাদের দিকে,
কিন্তু সামনে এসেও আমি তোমাদের চোখের আড়াল...
আমি বৃষ্টি হয়ে ঝরি তোমার বারান্দায়,
যেন তোমার চুলে আমার ছোয়া পায়.তোমার ছোঁয়ায় প্রতিমুহূর্তে হই মূর্ত,
তবু তুমি অনুভূতিহীন.তুমি আমার রক্তের ভেলায় তরী বেয়ে যাও,
কিন্তু আমার ঘাটে তোমার তরী ভেরাও নাই !!
©somewhere in net ltd.