![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরাসরি মূল বক্তব্যে চলে যায়।
বিরোধীদল হরতাল দিলে শুক্র-শনিবার সকল ফিনানসিয়াল ইনষ্টিটট খোলা থাকবে---- অর্থমন্ত্রী
অন্যদিকে বি.এন.পি. সহ তাদের শরিকরা আগামী এক বছরের জন্য একটা হরতালের রুটিন তৈরি করে রেখেছে।
তার মানে যারা কোন ফিনানসিয়াল প্রতিষ্ঠানে কাজ করে তাদের সপ্তাহে সাত দিন অফিস করতে হবে।
আমার মনে হয় অর্থমন্ত্রীর এই ধরনের কর্মকান্ড জাস্ট রাবিস-ভোগাস।
সামনে এইচ.এস.সি. পরীক্ষা---
মনে হয় না বিরোধীদলের এইটা নিয়ে কোন ভাবনা আছে। যে কোন উপায়ে হরতাল সফল করবেই।
হরতালের বিকল্প আসলেই কেউ কিছু খুজে পায় না। সবাই শুধু খুজে!!
হরতাল যদি দিতেই হয় তবে পরীক্ষার রুটিন টা হাতে নিয়ে যেদিন যেদিন গ্যাপ্ আছে সেদিন সেদিন হরতালের চিন্তা করতে পারে।
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০
বোকা_ছেলে বলেছেন: হরতাল চইলবে গুলিও চইলবে। জয় বাংলা
জয় ভারত মাতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
ব্লগ ৪১৬ বলেছেন: ডরে আছি, আমাগো অফিস এ কানাঘুষা চলিতেছে, শনিবার খোলা রাখতে পারে। আমরা কোন ব্যাংক না, মাগার শুক্র-শনি বন্ধ থাকে।
হরতাল কবে যে দেশ থেকে উঠে যাবে?