![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাত ১২টা থেকে আমার এলাকায় হটাৎ করেই এই লায়ন ঘুমায়ে গেছিল। আমি ভাবছি আমার ল্যাপটপের সমস্যা। কত কিছু করলাম। রিমুভ করে ইনস্টল, এন্টি ভাইরাস রিমুভ.... কুন কাজ হয়নি।
বেলা আড়াইটাই দিলাম লায়নের জঙ্গলে ফোন।
সুন্দর কন্ঠের 'কেয়ার আফা' ফোন ধরলেন, তিনি জানালেন, লাইনে কাম চলিচ্ছে, আজ সন্ধার আগে ঠিক হবে না।
আমি কইলাম..
'তাইলে আপনাদের একটা এস.এম.এস দিয়ে জানানো উচিৎ ছিলো...'
কাল সারাদিনে আমার কাছে ৬০০ টাকা ভরলে ১২০০ টাকা পাওয়া যাবে এই টাইপের মেসেজ দিছেন তিনটা। কামের মেসেজ দ্যান না ক্যান। আফা এখন থ্রি জি আসছে, আপনাদের সার্ভিস এরকম হলে, ৪জি ব্ন্ধ হয়ে যাবে। আর আমি যা যা কইলাম সব রেকর্ড করে আপনার উর্দ্ধতন কর্ত্তৃপক্ষকে জানান। আমি যদি ভুল কিছু বলে থাকি বলেন?'
সালাম দিয়ে, বল্লাম আফা ভালো থাকেন।
ও মোর খোদা.....
পরের ১৫ মিনিটের মধ্যে আমার লায়ন জাইগা উঠছে।
কিসে কাজ হইলো কন তো.... ঝড়ে বক মরলো নাকি..... সত্যি সত্যি কেরামতি?
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
নীল সুমন বলেছেন: কেউ করূক না করূক আমি ব্ন্ধ করব।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
শাহ আলম বাদশাহ বলেছেন: সহমত----ওদের মেনেজমেন্টে যারা আছে তাড়া বেকুব ধরনের জীব?? আমিও কত বলেছি লাইন বন্ধ রাখলে মেসেজ দেন না কেনো? পরে দেয়--এতে মনে হয় যারা কাস্টমারে কাজ করে তারাই দায়িত্বজ্ঞানহীন।
এদের কেনো বিদায় ঙ্করা হয়না তাও বুঝিনা।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
নীল সুমন বলেছেন: সন্ধায় আবারো নেটওয়ার্ক ছিল না। ফোন করছি কাজ হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩
আনোয়ার ভাই বলেছেন: প্রায়ই বাংলা লায়ন এমন কান্ড করে। অফারের ম্যাসেজ পাঠাতে পারলে লাইন বন্ধ রাখার ম্যাসেজ পাঠাতে কষ্ট কেন ? থ্রীজি এলে এমন অসেবা অব্যহত রাখলে বাংলা লায়ন অনেকেই বাদ দিবে।