![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
কাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার
ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ১৮-দলীয় জোট। দুই দিন যে শেষ পর্যন্ত কয়দিনে শেষ হয় কি জানি!
৯৬ সালের অবরোধের কথা ঠিক মনে নেই।
শুধু মনে আছে ২৪ দিন অবরোধ ছিল।
সমস্যা সেইটা না, ঘটনা হল... অবরোধে কি বাইক চালানো যাবে?
ভাইঙ্গা দিবেন নাতো?
৯৬ সালের দিনগুলির কথা কার কার মনে আছে?
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
নীল সুমন বলেছেন: ক্লিয়ার না।
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মশিকুর বলেছেন:
সিওর না! তবে মনেহয় "অবাধে চলাচল রোধ করাকে অবরোধ বলা হয়।" এই মুহূর্তে এরচেয়ে ভালো সংজ্ঞা কোন রাজনীতিবিদও দিতে পারব না, আমি নিশ্চিত। তাই আপাতত এই সংজ্ঞা নিয়াই সন্তুষ্ট থাকা ভালো।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
নীল সুমন বলেছেন: আজ রাতের টকশোতে ভালো সংজ্ঞা হয়তো পেয়ে যাবো। যাই হোক ধন্যবাদ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫
বেকার সব ০০৭ বলেছেন: বাইক চালাতে পারবেন তবে নিজ দায়ীত্বে চালাবেন
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
নীল সুমন বলেছেন: নিজ দায়িত্বে চালাবো তা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু পুড়ে যাওয়ার দায়িত্ব কে নেবে? চোখের সামনে.....উ........
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
গৃহ বন্দিনী বলেছেন: অবরোধে বাইক চালনো যায় কিনা জানি না তবে প্লেন চালান সম্পুর্ণ নিরাপদ এটা জানি ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
নীল সুমন বলেছেন: নাগো আফা..... আমার বাইকের পাখা নেই। তয় পরামর্শের জন্য থ্যাকু।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
মশিকুর বলেছেন:
টক সংগীত গুলা ভালই। শূরের মূর্ছনায় মাতাল হইয়া যাই। বুদ্ধিজীবী গনেদের কাছে এক ঘণ্টায় সংজ্ঞা সহ সামনের ২৪ ঘণ্টার নীল নকশা পাইয়া যাবেন ইনশাআল্লাহ্।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @Birds Lover বলেছেন: হরতাল আর অবরোধের মাঝে পার্থক্য কি কি ?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
Birds Lover বলেছেন: হরতাল আর অবরোধের মাঝে পার্থক্য কি কি ?