| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুরএমডিচৌধূরী
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ
আঘাতগুলু কষ্ট হয়ে জমে
হৃদয়ের মন্দিরে,
কষ্টগুলু অশ্রু কনায় কনায়
চোঁখের পাতায় ঝরে।
ব্যথাগুলু সব লোনা জলে
ফোঁটায় ফোঁটায় পড়ে,
তপ্ত ফোঁটায় দুঃখগুলি
থাকেনা অন্তরে।
প্রেম জ্বালায় দেহ পোঁরে
অন্তরটাকে ক্যুরে ক্যুরে
করে তোলে ছ্যাঃই,
ভালবাসবো—
ভাবতেই আজ
বড় ভয় পাই।
নারী সর্প
নারী ডাইনী
নারী-
বহুরুপী ভাই,
হৃদয় দিয়ে
নারী কে আর
ভালবাসতে নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: সত্যি তাইতো...?
এমন করে তো কখনও ভাবিনি...?
ভালবাসিনা যে তা না
তবে মন থেকে সব টুকু দিয়ে আর বাসিনা
এমন মন্তব্যের জন্যে শুভ কামনা রইল
২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা ভালু লেগেসে ভ্রাতা
ভালো থাকবেন , সাবধানে থাকবেন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১
নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল ভাই
নারীকে সত্যিই এখনও ভয় পাই
আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ছোট মন বলেছেন: ভাল লাগলো......
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৩
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম
আমার ব্লগ এ আসার জন্যে
লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল থাকা হোক
আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
রোদেলা বলেছেন: নারীকে ভালোবাসবেন নাতো কারে বাসবেন।।?