![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ
সুহাসিনী মেয়ে
আজ ফিরে আসতে বলছ
কলিজার পাজর ভেঙ্গে রক্তাক্ত হয়ে যায়
ইচ্ছে হলেই সব সময় ফেরা যায় না
এমন একটা দিন ছিল যখন তুমি বললেই
রাত কে দিন করতাম দিন কে করতাম রাত
অনেক বছর প্রতিক্ষার পালা শেষ করার প্রহরে
তুমি অকস্মাৎ বললে আমি যেন ফিরে আসি
সব ফেরা সব সময় হয় না প্রিয়া ।
নীরব আঁধারে ফেসবুকে যখন তোমাকে দেখি
আমার ঔরসজাত কাতর চোঁখে তাকায়
মা হারা মেয়ের কান্না আমি যেন শুনতে পাই
ভুল তো দুজনেই করেছিলাম,কেউ বুঝে কেউ না বুঝে
কষ্টের সীমানা পাড়ি দিয়ে দূজনেই দাঁড়িয়েছি মোহনায়
তোমার আকাশ আর আমার মাটি
কাটাওনা কটা দিন মেঘের সাথে মিতালি করে
আমিও কাঁটাই ঔরসের মুখে হাসি দেখে দেখে বাকি কটা দিন
জেনে রেখো
ভোগের মাঝে সুখ নেই
ত্যাগের মাঝেই সুখ ।
, ,
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
নুরএমডিচৌধূরী বলেছেন: ভুলে ছবিটা এসে গেছে
ধরিয়ে দিলেন বড় কৃতার্থ হলাম
শুভ কামনা সব সময়
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিটা কার?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
নুরএমডিচৌধূরী বলেছেন: জানিনা
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
নুরএমডিচৌধূরী বলেছেন: ব্লগ ইমেজ থেকেই সংগ্রহীত ছিল
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
নেক্সাস বলেছেন: লেখোয়াড়. বলেছেন:
ছবির মেয়েটি কি আপনার পরিচিত?
নাহলে কি তার অনুমতি নিয়েছেন??
যদি তা নয় হয়ে তো ছবিটি সরিয়ে দিলে ভাল হয়।
একমত ভাইয়া।
কবিতায় ভাললাগা একরাশ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
নুরএমডিচৌধূরী বলেছেন: ভুলে ছবিটা এসে গেছে
ধরিয়ে দিলেন বড় কৃতার্থ হলাম
শুভ কামনা সব সময়
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভোগে নয় ত্যাগেই সার্থকতা তবে ছবিটি সরান
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভ কামনা
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
লেখোয়াড়. বলেছেন:
আমার অনুরোধটি রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে এটা পাবলিক প্লেস তো সেজন্য বলেছিলাম।
আশাকরি মাইন্ড করেননি।
ভাল থাকুন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা
আসলে ভুলক্রমে পোষ্টটা হয়েছে
ভাল কিছু করলে আর
আমি মাইন্ড করবো
তবে যে নিজেকে
আহাম্মক মনে হবে
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: ছবিটা কি " ফেস বোক" থেকে নেয়া?
কবিতা ভালো লাগে নাই
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: আমিও জানি আপনার ভাল লাগবে না
ভাল না লাগাতে পেরে নিজেকে নিরাশ করছি না
আজ না হোক কাল ভাল লাগাতেও পারি
প্রত্যাশায়
শুভ কামনা
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
অপর্ণা মম্ময় বলেছেন: অকস্মাৎ, দুজনেই, পাড়ি, ফেসবুক --- এই বানান গুলো ঠিক করে নেন।
পোস্টে যে মেয়েটির ছবি ছিল সেটা দেখে এমন রিঅ্যাক্ট করেছি। ছবি সরাবার জন্য ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
নুরএমডিচৌধূরী বলেছেন: থ্যাংকস
ঠিক করে নিচ্ছি
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা বেশ হয়েছ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার বললেন
মনে প্রাণে অনুপ্রানিত হলাম
কবিতার পাতায় আমি নিতান্ত শিশু
এ ভাবে সাহস দিলেই তো আমরা লিখতে অনুপ্রানিত হব
ভাল লেগেছে ভ্রাতা
অনেক শুভ কামনা আমাকে
সাহস দেওয়ার জন্য
ভাল থাকা হোক
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
লেখোয়াড়. বলেছেন:
অপর্ণা মন্ময়ের কথায় কষ্ট পেয়েছেন বোধহয়। উনার ওখানে কথা বলেছেন দেখলাম।
উনি কিন্তু অনেক ভাল লেখক এবং বাংলা বানানে দারুন ভাল।
তবে আপনি উনাকে যেভাবে রিসিভ করেছেন সেটা আমাকে মুগ্ধ করেছে। সেজন্য আমার আবার এখানে কথা বলা।
এভাবেই তো এক অপরের সাথে সুসম্পর্ক হয়। আশাকরি সেটা অপর্ণা মন্ময়ও বুঝে থাকবেন। নতুন ব্লগার বা লেখকদের উৎসাহ দেয়া উচিৎ সবসময়।
লিখতে থাকুন যা মনে আসে, কেউ ভাল বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু একদিন দেখবেন খারাপ বলার লোক অনেক কমে আসবে।
সেই শুভকামনা আপনার জন্য।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
নুরএমডিচৌধূরী বলেছেন: আসলে
আপুর মন্তব্যে আমার কোন কষ্ট নেই
কারন উনাদের মত লেখকের মন্তব্য
আমাদের চলার পাথেয়
সত্যি বলছি খেলোয়াড় ভাই সত্যি
আমি উনাকে শ্রদ্ধা ভরে দেখব
আপুর জন্য শুভ কামনা
আপনার জন্য অনেক অনেক দোয়া রইল
আমাকে এ ভাবে গাইড লাইন দেওয়ার জন্য
আপনাকে সব সময় মনে রাখব
ভাল থাকা হোক ভ্রাতা
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: আমি ঘুরিয়ে প্যাচিয়েও বলতে পারতাম কবিতা ভালো না লাগার ব্যাপারটা। সবার সব লেখা তো সবাইকে টাচ করে না। এনিওয়ে লেখোয়াড় আর এই পোস্টের লেখক দুজনকেই ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
নুরএমডিচৌধূরী বলেছেন: আপু
কিছু মনে করবেন না
আমার মন্তব্যে
মনে কষ্ট পেলে ছোট ভাই মনে করে
ক্ষমা করবেন
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
লেখোয়াড়. বলেছেন:
"সত্যি বলছি খেলোয়াড় ভাই সত্যি
আমি উনাকে শ্রদ্ধা ভরে দেখব"
................. ইয়ে আমি তো খেলোয়াড় নই, আমি যে "লেখোয়াড়"।
হা হা হা হা ...................
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: SO SORRY "লেখোয়াড়" ভাই
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
নুরএমডিচৌধূরী বলেছেন: আপু
কিছু মনে করবেন না
আমার মন্তব্যে
মনে কষ্ট পেলে ছোট ভাই মনে করে
ক্ষমা করবেন
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
পার্থিব লালসা বলেছেন: ভোগের মাঝে সুখ নেই
ত্যাগের মাঝেই সুখ
কবিতায়
অনেক ভাল লাগা
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: ব্লগে সু স্বাগতম
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
সুলতানা রহমান বলেছেন: এখানে একটা গল্প আছে। গল্পটি অনেক স্পর্শকাতর।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আমার অনুভূতি পুরুটাই আপনি অনুধাবন করতে পেরেছেন
আপনার জন্য রইল এক রাশ রজনী গন্ধার শুভেচ্ছা অ শুভ কামনা
আপনার কমেন্টস প্রত্যাশায়
নুরএমডিচৌধুরী
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৩
রুদ্র জাহেদ বলেছেন:
কবিতা ভালো লেগেছে।লিখতে থাকুন
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: এক রাশ রজনী গন্ধার শুভেচ্ছা ও শুভ কামনা
আপনার কমেন্টস প্রত্যাশায়
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এযুগেরকবি বলেছেন: শু
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
নুরএমডিচৌধূরী বলেছেন: W
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এযুগেরকবি বলেছেন: ভ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
নুরএমডিচৌধূরী বলেছেন: E
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এযুগেরকবি বলেছেন: কা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
নুরএমডিচৌধূরী বলেছেন: L
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এযুগেরকবি বলেছেন: ম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
নুরএমডিচৌধূরী বলেছেন: C
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এযুগেরকবি বলেছেন: না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
নুরএমডিচৌধূরী বলেছেন: O
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
নুরএমডিচৌধূরী বলেছেন: ME
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
লেখোয়াড়. বলেছেন:
ছবির মেয়েটি কি আপনার পরিচিত?
নাহলে কি তার অনুমতি নিয়েছেন??
যদি তা নয় হয়ে তো ছবিটি সরিয়ে দিলে ভাল হয়।
কবিতাটি ভাল হয়েছে।
শুভকামনা।