| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুরএমডিচৌধূরী
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ

কান্ডারি--(১)
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি।
এখনও যে তোমার আকাশ ভরা মেঘে
নক্ষত্ররাজি এখনও উঠেনি জেগে
যুগে যুগে কত জাতির অপেক্ষ পথ
পথের প্রান্ত হেরি
খুঁজিইয়া ফিরিছে অজানা পথের দিশা
গভির অরন্য ফিরি
আর কত দূর কান্ডারি
আর কত দেরি।
কান্ডারি তব চাহিয়া নব দিক দিগন্ত ছায়
হাসি মাখা মুখ কত মুসাফির সোনালী নৌকায়
নুরের ঝলকে ঝলছে তারা
আলোয় আলোয় আলোর ফোয়ারা
গভির সমুদ্র হেরি
পুল সেরাত দেয় পাড়ি
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি
পাপী তাপি দেখে তায় করে শুধু হায় হায়
প্রার্থনায় রত তাঁহার তরে
একবার দাওনা ফিরে পূণঃ জগতটারে
পুনঃ দেহ মন পূর্ণতায় ভরি।
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি
পথের সুরু যার শেষ সেথায় নাহি তার
সে জনম কেই পরজনম বলে
সেথায় আছে নানা ফুল ফুলে ফলে মশগুল
পুণ্য আত্মা সেথায় দুদূল্য দোলে
ফলের বৃহ্মরাজি সাজানো সারি সারি যুগ যুগ ধরি
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
নুরএমডিচৌধূরী বলেছেন: পথের দিশারি বন্ধু
সব সময় পাশে চাই
আপনার কমেন্ট আমায়
অনেক অনুপ্রেরণা দিয়ে থাকে
ভাল থাকা সব সময় চাই
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!
অনেক ভালো লাগা!!!!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
নুরএমডিচৌধূরী বলেছেন: আমি কিন্তু দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি শায়মা আপু
আপনার মুল্যবান কমেন্টস পেয়ে
আপনার কমেন্টস প্রত্যশা রইল
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
জনম দাসী বলেছেন: কান্ডারি পথের দিশা আর কত দূর, আর কত দেরি। ভাল লাগা রেখে গেলাম।ভাল থাকুন সব সময়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আমি হয়ত এক ধাপ এগিয়ে
ভাল ভাল লেখক লেখিকার
কমেন্টস পাচ্ছি
সত্যি অনুপ্রাণিত
শুভেচ্ছা অনিমেষ
ভাল থাকা হোক
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে ভাইয়ু!!!!!!!![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা
চিরন্তন
ভাল থাকা হোক
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! চমৎকার। ++++
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
নুরএমডিচৌধূরী বলেছেন: আজ আমি সত্যি লিখিবার জন্য নিজেকে মনস্থির করিলাম
কারন আমি হয়ত চেষ্টা করলে পারবো
এমন বড় মাপের ব্লগার আপ্নারা যারা
লিখায় উদ্বুদ্ধ করছেন ,এখন থেকে মনযোগ দিয়েই লিখব
অনেক শুভেচ্ছা রইল ভ্রাতা
শুভ কামনা চিরন্তন
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
পার্থিব লালসা বলেছেন: চমৎকার কথা মালা
মনে করিয়ে দেয়
কোথাইয় ছিলাম কোথায় রয়েছি আবার
কোথায়
যাব পরিশেষে কে কি পাবো
অনেক ভাললাগে জানবেন ভ্রাতা
লিখাউ++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা
চিরন্তন
ভাল থাকা হোক
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
নুরএমডিচৌধূরী বলেছেন: পার্থিব লালসা লিখা কই ভাই???
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
পার্থিব লালসা বলেছেন: প্রিয়তে নিলাম
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
নুরএমডিচৌধূরী বলেছেন: প্রিয়তে আমিও নিলাম
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১০|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
নুরএমডিচৌধূরী বলেছেন: অনিঃশেষ শুভ কামনা আপনার জন্যও রইল।
ভাল থাকা হোক
১১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাত পোহাবার কত দেরী, পাঞ্জেরী?
১২|
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
নুরএমডিচৌধূরী বলেছেন: রাত পোহাবার কত দেরী, পাঞ্জেরী?
ঠিকি বলেছেন
১৩|
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
কিরমানী লিটন বলেছেন: চমৎকার দ্রোহের প্রকাশ- সুন্দর...
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
নুরএমডিচৌধূরী বলেছেন: : শুভেচ্ছা ও শুভকামনা
চিরন্তন
ভাল থাকা হোক
১৪|
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা রইল কবি।
১৫|
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: : শুভেচ্ছা ও শুভকামনা
চিরন্তন
ভাল থাকা হোক
১৬|
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯
ডট কম ০০৯ বলেছেন: দারুন লেখনী নূর ভাই। অনেক ভাল লাগা।
১৭|
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা
চিরন্তন
ভাল থাকা হোক
১৮|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
রুদ্র জাহেদ বলেছেন:
দারুণ ভালো লাগা রইল
১৯|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা ও
২০|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা
চিরন্তন
ভাল থাকা হোক
রুদ্র জাহেদ
আনেক
শুভকামনা
২১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
পার্থিব লালসা বলেছেন: কবিতায়
ভাললাগা
++++
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
নুরএমডিচৌধূরী বলেছেন: থেঙ্কস ভ্রাতা
পুনরায় কমেন্টস এর জন্য
ভাল থাকা হোক
২২|
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
এযুগেরকবি বলেছেন: কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি।
++++
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
নুরএমডিচৌধূরী বলেছেন: থেঙ্কস ভ্রাতা কমেন্টস এর জন্য
ভাল থাকা হোক
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ