| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুরএমডিচৌধূরী
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ

আজোবধি তোরে যাই নি ভুলে
-নুর এমডি চৌধুরী
একদিন বি-বস্রে দাঁড়ানো দেখলাম
পথের ধারে সেই মেয়েটিকে
যে আমার প্রথম প্রেমের প্রথম প্রনয় ।
চুল তাঁর নেই আর কুচকুচে আগের মতন
মুখ তার যেন আর নেই কোন রুপ
চোঁখ দু’টি যেন এক বিষাক্ত ক্ষুধা
হাজার বছর তার নেই তো যতন ।
বিস্ময়ে দেখি আমি তাঁরে
তবে কি সে লিখে নাই চিঠি
যে চিঠিতে লিখা ছিল বারবার
আর ভালবাসি না তোমারে ।
কাছে গিয়ে মমতায় বলি
আমার পরানের প্রিয়া ওগো
ভালবাসি আজোবধি তরে
যাই নি ভুলি ।
ভালবাসা ভালবাস হাঃ হাঃ হাঃ
ভালবাসা ওরে
এই নি ভালবাসা থুঃ
ভালবাসি তরে ।
ঈষৎ দেখিল মোরে
চুল থেকে পা
পশ্চাৎ ফিরে ফিরে চায়
ডাকি পিছু্ স্বর্ণালী ওরে
আয় ফিরে আয় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা অনিঃশেষ
শুভ কামনা জানবেন
মন্তব্যে ধন্যবাদ
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা আমি বলেছেন: ভালো।
ওরে
আয় ফিরে আয় ।
বিবস্রে শব্দটা আর বানানটা কেমন কেমন যেন লাগছে। ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১
নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা অনিঃশেষ
শুভ কামনা জানবেন
মন্তব্যে ধন্যবাদ
ভুল গোলো ঠিক করে নিচ্ছি
শুভ রাত্রি
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
নুরএমডিচৌধূরী বলেছেন: সকলের সু প্রিয় প্রামানিক ভাই
আপনার আগমন আমি
সকল সময় যেন পাই
মন্তব্যে অনেক খুশি জানবেন
শুভ রাত্রি
ভালথাকবেন সকল সময়
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
পার্থিব লালসা বলেছেন: ভালবাসা ভালবাস হাঃ হাঃ হাঃ
ভালবাসা ওরে
এই নি ভালবাসা থুঃ
ভালবাসি তরে ।
ঈষৎ দেখিল মোরে
চুল থেকে পা
পশ্চাৎ ফিরে ফিরে চায়
ডাকি পিছু্ স্বর্ণালী ওরে
আয় ফিরে আয় ।
ভালবাসা এমনি হয়
+++++++++
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
শুভ কামনা জানবেন
শুভেচ্ছা অনিঃশেষ
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লেগেছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
নুরএমডিচৌধূরী বলেছেন: দিশেহারা রাজপুত্র আপনার মত লেখকের কাছে
মোটামোটি লাগাটাই আমার মত দরিদ্র লেখকের
অনেক কিছু পাওয়া
মন্তব্যে অনুপ্রানিত হলাম
শুভ কামনা জানবেন
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন সুপ্রিয় কবি চৌধুরী সাহেব।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
নুরএমডিচৌধূরী বলেছেন: আপনার জন্যও রইল আমার
আন্তরিক শুভেচ্ছা
সব সময় আনুপ্রানিত করায়
আমি সত্যি কৃতজ্ঞ
ভাল থাকবেন কবি
শুভ কামনা
৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
ইনফেকটেড মাশরুম বলেছেন: টোটাল বুল্লশিট। অখাদ্য...
একটা প্রশ্ন। লালসা ভাইজান কেবল আপনার এইখানের কমেন্টায় কেন? মামা ভাইগ্না লাগেন নাকি নিজেরই শাখা?
৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
শুভ মালাকার বলেছেন: "যে চিঠিতে লিখা ছিল বারবার
আর ভালবাসি না তোমারে ।"
*** যিনি চিঠি লিখেন, তিনি কখনো ভুলতে পারেন না।
ভাল লাগা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
এযুগেরকবি বলেছেন: চুল তাঁর নেই আর কুচকুচে আগের মতন
মুখ তার যেন আর নেই কোন রুপ
চোঁখ দু’টি যেন এক বিষাক্ত ক্ষুধা
হাজার বছর তার নেই তো যতন ।
ভাল লাগল
++++++