নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানু------------------

নুরএমডিচৌধূরী

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ

নুরএমডিচৌধূরী › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম বদর খালী

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

চকোরিয়া থেকে কক্সবাজারের দিকে হাফ কিলো এগোলেই পশ্চিম দিকে একটা পথ। একটু সামনে এগোলেই মাতা মহোরী নদী । যা কিনা অত্র বদর খালি,ইলিশিয়া,চকরিয়া বাসীর জন্য বড় আশীর্বাদ । চকরিয়া থেকে ২২ কিলো পথ বদর খালীর । পথের দুই পাশ জোড়েই মাছ চাষঃ । আশ্চাযের বিষয় হল এক পাশে লোনা পানি আরেক পাশে মিঠা পানি । বদর খালি যেতে হাতের বাম পাঁশ জোড়ে লবন আর চিংড়ির চাষ হাতের ডান পাঁশ জোড়ে মিঠা পানির মাছের চাষ । মাঝে মধ্যে সবুজে ঘেরা ধান ক্ষেত । সব মিলে এক অ সাধারণ । মানূষ গুলিও যেন মানবতার এক চরম উদাহরণ ।



দিগন্ত জোড়ে লবনের চাষ যেন চোখ ফেরানো যায় না



ডান পাশ জোড়ে মিঠা পানির পুকুর



বিলাত ফেরত জামান সাহেব দেখলেন নদীর ধারে ঘুমিয়ে থাকা মানুষ ।
উপভোগ করলেন বিচিত্র বাংলা মায়ের সুখ কে ।




জামান সাহেব নোকায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করলেন ।



পুকুর পাড়ে খড়ের পাল্লা । চড়ই গুলি মনের আনন্দে খাবার খাচ্ছে । কাছ থেকে দেখলে সে এক মন মুগ্ধকর পরিবেশ ।



জামান সাহেব আরো কিছু জানার আগ্রহ বোধ করলেন এই অঞ্চলের মানুষ গুলোর সুখ দুঃখের ইতি কথা ।



দেখলেন হত দরিদ্র মানুষ গুলোর বসবাস




প্রাণ ভরে হাসলেন জামান সাহেব ।



ছায়া সু নিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রাম গুলি ।



ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মত ।
যেন সৌন্দর্যের লীলা ভূমি ।




অটো রিক্সা চালকের হাসি দেখে জামান সাহেব চমকে উঠলেন । বললেন
আহ!! কি নিরমল মুগ্ধময় হাসি । মনে হয় তার সারাটি জীবন জোড়ে শুধু সুখ আর সুখ ।




মাছে ঘেরা গাছে ঘেরা সাজানো গোছানো বদর খালী কলেজের একাংশ ।



মহিষের বাথান ........




সৌন্দর্যে ভরপুর বদর খালী ১৪ নং ইউনিয়ন পরিষদ



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

কল্লোল পথিক বলেছেন: অসাধারন ছবি ও বর্ননা ।
দারুন হয়েছে চৌধুরী সাহেব।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, বানানের দিকে একটু খেয়াল রাখেন, এত সুন্দর একটা পোস্ট এ যদি এত বানান ভুল বা টাইপো থাকে, তাহলে কেমনে কি ? সুন্দর পোস্টে বানান ভুল মানে হচ্ছে, কেউ চমৎকার সাদা সার্ট পড়ে ঘুরতে গেলো, পরে ছবিতে দেখা গেলো শার্টের এখানে সেখানে কাদার ছিটে লেগে আছে। :/

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

মুসাফির নামা বলেছেন: A journy to bodokhaly.like

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

মিজানুর রহমান মিরান বলেছেন: ছবি ও বর্ননা প্রশংসা যোগ্য।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি......
ধন্যবাদ ভাই

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি ও বর্ণনা। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৪৫

নুরএমডিচৌধূরী বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত
হলেম সু প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.