![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্টের প্রতিপাদ্য - ব্লগার কত প্রকার ও কি কি ?
উদাহরণসহ বিশ্লেষন অগ্রাধিকার দেওয়া হইবে।
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
নীলসায়র বলেছেন: আপনি তাইলে সেই বলগার যিনি মাছ ধরেন কিন্তু পানি ছোন না, এক পা আগায় আরেক পা বাড়ান না। মানে সুবিধাবাদী বলগার। অন্যের ঘারে বন্দুক রাইখা গুল্লী।
ভাললো ভালো ইহাই উত্তম পন্থা।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
সাহসী সন্তান বলেছেন: ভাই উদাহরণ টানতে গেলে অনেক কিছু চলে আসবে! কাঁদা ছোড়া-ছুড়ি হবে! কি দরকার এসব করে? তার থেকে যে যেভাবে থাকতে চায়, তাকে সেভাবেই থাকতে দিন না!
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
নীলসায়র বলেছেন: দেখেন এইডা একখান নিরীহ সাদাসিদা পুস্ট। সাদাদিলের মাইনষে সাদা দিলে জবাব দিবেন। আপনার দিলে কাঁদা তাই অন্যভাভে দেখটাছেন কইলাম।
ভালো মাইনষের মণ জবাব দেন । অভিজ্ঞতার আলোকে কন আপনার চুক্ষে বলগার কয় প্রকার ও কি কি ?
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪
সাহসী সন্তান বলেছেন: আমি নিজেই তো বলোগার হইতে পারলাম না, ক্যামনে কমু হেতেরা কত প্রকার এবং কি কি.....
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২
নীলসায়র বলেছেন: কেন চাঁন্দভায়ের এত গীত গাইয়াও বল্গার হইতে পারলেন না!
হেইডা কেমুন কতা! উনি তো একমাত্র আপনেরেই ব্লগার উপাধি দিসেন।এরপরও মিসা কথা! কন কন কন ব্লগার কারে কয়? কত্ত পরকার ও কি কি ?
৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
মার্ক জুকারবার্গ বলেছেন: ব্লগার হতে সামুতে এলাম ।
কত প্রকার ও কি কি ?
আমি কেমনে কমু?
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
নীলসায়র বলেছেন: কন কন কি ভাইবা আসছিলেন আর কেমুন ফিল করতেসেন কন ভাই। আপনার অনুভূতি ব্যাক্ত করেন।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগার দুই প্রকার।
১। সাস টাইপ
২। সস টাইপ
এই ফর্মুলার জন্য আম্রে নুপেল দেন। পিলিগ!
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
নীলসায়র বলেছেন: আপনে কুনডা? সাস উনি হইলে আপনে সস। আবার সস উনি হইলে আপনে সাস। কিন্তু কুনোমতেই অন্য যেই ফর্মূলা সাসের বলগে আবিষ্কার করবার ধান্ধায় আপনে মস্তিস্ক খাটাইতাসেন সেই ফরমূলার জিরো বুদ্ধিমত্তা সম্পন্ন নির্বুদ্ধিতার পরিপ্রেক্তিতে আপনারে নুপেল মাইনে নো বেইল দেওয়া হইলো।
নো বেইল পাইয়া মন খারাপ করনের কাম নাই। মন খারাপ করবেন বাইচ্চালোগেরা আপনে নিশ্চয় বাইচ্চা না। শুভ ব্লগিং। হ্যাপী বার্থ ডে।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগার দুই প্রকার।
১। সাস টাইপ
২। সস টাইপ
এই ফর্মুলার জন্য আম্রে নুপেল দেন। পিলিগ!
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২০
নীলসায়র বলেছেন: কি ভাই নোবেইল পায়া কি চাইনিজ খাইতে গেলেন নি?
৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: ব্লগার দুই প্রকার।
১। ভালো ব্লগার। যেমন:- মার্ক জুকারবার্গ
২। খারাপ ব্লগার। যেমন:- জনমদাসী
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২
নীলসায়র বলেছেন: আপনে কোন গোত্রীয় ভাইজান। আপনে গিয়ানী বলগার মনে হইতেসে। সালাম নেন রাখালভাই। আমার মত দীনহীন বলগারের আলুচনার অংশ নেবার জন্য আন্তরিক মমতা গ্রহন করেন। জনমদাসী খারাপ ব্লগার উদাহরন ঠিকই আছে। উনার সম্পর্কে আমার বিশেষ লেখা পড়া আছে তয় মার্ক জুকারবার্গ ভালো বলগার নিয়ে পড়ালেখা প্রয়োজন। ধন্যবাদ তথ্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
গেম চেঞ্জার বলেছেন: ব্লগার কয়েক প্রকার(অনির্দিষ্ট)
১। জেনুইন ব্লগার
(যারা ইউনিক লেখা লিখেন, পড়েন ও মন্তব্য করে নিজের ও ব্লগের উন্নয়নে সাহায্য করেন।)
২। কইপ্যা ব্লগার
(যারা লেখার আইডিয়া চুরি করে হুবহু/আংশিক রেখে প্রকাশ করেন। এরপর সেটা নিয়ে নিজের মাহাত্ম প্রকাশ করেন।)
৩। ছাগলা ব্লগার
(যারা প্রতিনিয়ত একটা না একটা ছাগলামি করতেই আছেন।)
৪। পাগলা ব্লগার
(যারা পাগলামি করে বেড়ায়। কলুর বলদের মত খামাকা প্যাচাল পাড়তে থাকে।)
৫। গর্দভ ব্লগার
(যারা ব্লগে একাউন্ট খুলে সেলিব্রেটি হইবার আশায়।)
৬। গধাদর ব্লগার
(যারা নিজের লেখা প্রকাশ করেই চম্পট দেন। উত্তর/অন্যের ব্লগে ঢুঁ মারার সময় থাকে না।)
আরো বিবিধ ব্লগার আছেন যা নিজে নিজেই বুঝে নিতে পারবেন।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০০
নীলসায়র বলেছেন: ওয়াও ভাই ওয়াও। আপনে আসলেও সত্যকারের একজন উপকারী ব্লগার। কি সোন্দর সব বুঝাইয়া কইলেন। তয় বিশেষ যে কারণে আমার আজকের এই পুস্টের অবতারণা তা হইলো একজন সত্যবাদী ভাই এক পোস্টে কইলেন এইখানে কিছু নাকি নাটুকে ব্লগার আছে তারা নাকি পেইড ব্লগারও । তারা ছাগলা পাগলা ব্লগ লিখে নাকি পয়সা কামায় আর তিনচারজন অভিনেতা অভিনেত্রী নাকি তাতে রাতদিন অভিনয় করে। ভাই ব্যাপারটা খোলাসা করলে কৃতজ্ঞ থাকতাম।
দুই বছর ধইরা বেকার সমস্যা হইয়া বাপের হোটেলের এক কোনায় পইড়া আছি। ছাতা মাথা লিখাও যদি টু পাইস কামানো যাইতো তো মন্দ হইতো না কি বলেন। পিলিজ ভাই প্লিজ লাগে আমারে ব্যাাপরটা একটু বুঝাইয়া কইবেন? আর একজন ভালো ব্লগার, খাঁটি ব্লগার, উপকারী ব্লগার হিসাবে যদি আমারে সেই পেইড ব্লগার চাকুরীর পথটা দেখায় দিতে পারেন তো সারাজীবন আপনার নাম মাথায় কইরা রাখুম ভাই। এই উবকারডা করেন প্লিজ।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যকের মন্তব্যে লাইক।
২ প্রকার।
১। আমি ব্লগার।
২। বাকী ব্লগার।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০২
নীলসায়র বলেছেন: আপনারেও কৃতজ্ঞতা ভাই । আলুছনায় অংশ গ্রহনের জন্য। আমি ব্লগার বাকী ব্লগার তয় পেইড ব্লগার সম্পর্কে যদি জানেন আর চাকরীটা যদি পাওয়াইয়া দিতেন তো চির কৃতজ্ঞ থাকিতাম।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
মার্ক জুকারবার্গ বলেছেন:
@আরণ্যক রাখাল কৃতজ্ঞতা।
এক নাম্বারে রাখার জন্য।
জনমদাসী প্রথা তো বিলুপ্ত হয়ে গেছে। শুধু ইতিহাস হয়ে আছে ।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৪
নীলসায়র বলেছেন: ভাই আপনার সম্পর্কে কিছু ইতিহাস কন। কেমনে ভালো ব্লগার হমু তারপর ব্লগ লিখা টু পাইস কামামু।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬
মার্ক জুকারবার্গ বলেছেন:
ব্লগ লেইখা ট্যহা কামানের ধন্দা নি ক্যান?
ভালো লেইখা লাভ নাই
শুধু কয়ডা লাইক আর কমেন্ট
কিছু দিন আগে সামুতে বাঁশ নিয়ে গবেষণার মূলক একটা পোষ্ট আছে গিয়ে পড়েন।
কামে দিবে ।
ভালো থাকুন।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
নীলসায়র বলেছেন: এতকিছু থাকতে এইটা কি টপিক কইলেন ভাই? বাঁশ! আপনার কি এখনও আমারে বাঁশ দেওয়ার আশ যাইতেচে না? আপনে না ভালো বলগার? এইটা কেমুন কথা?
১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
মার্ক জুকারবার্গ বলেছেন:
যত খুশি ব্যাথা দাও ভুল বুঝে চলে যাও সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো।
গবেষণা মুলক তো ভুল বুঝেন কেরে ?
ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার পাওয়া যায়।
তুবও যদি ভুল হয়, তাহলে আন্তরিক সরি !
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
নীলসায়র বলেছেন: হে হে ভালোই তো গান গান দেখতেসি। না না ভুল কিয়ের? স্যরি বলনের দরকার নাই। আপনার বাড়ি ঘুইরা আইলাম। শুভ জন্মদিন। সদ্য জন্মের অভিনন্দন গ্রহন করুন।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
মার্ক জুকারবার্গ বলেছেন: আচ্ছা আমরা ভাই ভাই মিলেমিশে ব্লগিং করি কোন সমস্যা নাই।
আর উপরের ফাউলকে রিপোট ও ডিলিট করেন।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬
নীলসায়র বলেছেন: ওকে ওকে মিলেমিশে থাকিবো মোরা ভাই ভাই। তয় উপরের সেক্সোপার্ভার্ট ভুত ভাইরে আমি একখান রিকু দিসিলাম। পরম বিনয়ের সাথে উনাকে দুরে যাইয়া মরতে কইসি। উনি নিশ্চয় আমার রিকু শুনবেন। নিজের গলায় ফাস লাগায়া নর্দমায় ঝাপায়া পড়বেন। দেখেন এত সোন্দর রিকুর পর কেউ তা না রাইখা পারে?
এই সেই মরণ হাতী রিকুয়েস্ট
ভাই ভুত আমারে ধরছেন কেন? পিলিজ লাগে আপনি অন্যদিকে যান। আমি অনেকদিন পর এইখানে পয়সাপাতি রোজগারের ধান্ধাবাজির আভাাস পাইসি। আপনি এর মাঝে ঝামেলা লাগাইয়েন না পিলিজ। আপনি মইরা যান । দূরে গিয়া মরেন। সাথে আপনার সকল সেক্সোপার্ভারগো লইয়া মরেন পিলিজ। আমার কথা রাখেন।
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
ব্লগার ৩ প্রকার:
১) সাধারন ব্লগার; উদাহরণ: আমি ও অনেকে
২) ক্যাচাল ব্লগার; উদাহরণ: অমি পিয়াল, আসিফ মহীউদ্দিন
৩) ছাগু ব্লগার: উদাহরণ: বিডি আইডল ও অনেকে
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩
নীলসায়র বলেছেন: বাহ খাসা উত্তর। একেবারে উদাহরণসহই দিসেন। তয় ১ম উত্তর আশিংক ভুল। আপনে সাধারণ না অসাধারণ ব্লগার। দেখেন না আপনেরে নিয়া এত কেচাল। সাধারনরে নিয়া এসব হয়নি?
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
স্যাম উইনচেষ্টার বলেছেন:
চাঁদগাজী নামের ব্লগের সবচেয়ে বড় ক্যাচালবাজ আমার উপরে এসে লিখে গেল যে সে নাকি সাধারণ ব্লগার। হাউ ফানি। তিন বছর ধরে এই ব্লগের সবচেয়ে বড় সন্ত্রাসী এই সিজোফ্রেণিক মানসিক রোগীটা। আজকেও ব্যান খেয়েছে মানসিক রোগীটা মানুষকে অহেতুক গালিগালাজ দিয়ে। একে জনসম্মুখে জুতাপেটা করে বিদায় করা উচিত বাংলা ব্লগোস্ফিয়ার থেকে।
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
নীলসায়র বলেছেন: চাঁদগাজী ক্যাচালবাজ, সন্ত্রাসী, সিজোফ্রেনিক, মানষিক রোগী? কন কি ? আজকেও ব্যান খাইসে! ভাই স্যাম আপনে এত খবর জানলেন কেমতে? যতই মনের ইচ্ছা পোষন করেন আপনার এই জুতাপেটা মনোবাসনা মনে হয় না পূরণ হবার। কাজেই হুদাহুদি মনের মাঝে ক্ষোভ রাইখেন না।
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
সিফটিপিন বলেছেন: এখানে এতো ধাক্কা ধাক্কি কিসের?
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
নীলসায়র বলেছেন: দেন ফুটাইয়া। কন কারে আগে ফুটাইবেন?
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
নেবুলাস বলেছেন: কি বলবো বুঝতেছিনা।
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
নীলসায়র বলেছেন: বলেন বলেন যা খুশি বইলা ফালান। ক্লোজ এন্ডেড কুয়েশচেন হইলেও উত্তর ইজ ওপেন এন্ডেড ফর ইউ অল।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
শরতের ছবি বলেছেন: ব্লগার ২ প্রকার
যথা ঃ
১ ) চাঁদের মত
২) সূর্যের মত ।
এটা পড়ে হয়ত বলবেন ,আপনি কোন প্রকাশ । আমার উত্তর ঃ আর যাই হই চাঁদের মত না ।
২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নীলসায়র বলেছেন: চাঁদগাজীর মত বলেন নাই তাই ধইন্যবাদ।
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩
শরতের ছবি বলেছেন: উপরে একটু ভুল হয়েছে -' প্রকাশ' শব্দটি 'প্রকার ' হবে।
২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নীলসায়র বলেছেন: ওক্কে নু প্রবলেম।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার।
২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
নীলসায়র বলেছেন: কত পুরান?
উত্তর দিয়া যান। আমি বড় জিজ্ঞাসু প্রাণ । খালি কুয়েশ্চান আসে মাথায়।
২১| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দিশেহারা রাজপুত্র সঠিক উত্তর প্রদান করেছে। তাকে পুরস্কার প্রদান করা হউক।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
প্রামানিক বলেছেন: এ বিষয়ে আমি যাহা বলতে চেয়েছিলাম তাহা আগের বক্তা বলে গেছেন আর যাহা বলতে চাই তাহা পরের বক্তা বলবেন।