![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
টুন টুন টুন টুইট টুইট টুইট-
গুডমর্নিং টোনাসোনা,জলদি ওঠো কুইক।
ধাৎতেরি ছাই ভাল্লাগেনা-
আজ না হলিডে ?
ভুলেই গেছ আজ মোদের পিঠা খাবার ডে !
এই ধরো নাও বাজারের ব্যাগ-
এইযে সাথে লিস্টি,
বাকী আছে অনেক কাজ -
জলদি কর লক্ষ্নী।
মাথ্থা খারাপ যেতে হবে বাজারেতে-
ভুলেই গেছ সবাই ঘরে,বোমা আতঙ্কে !
পারবনা যেতে বাজারে,পারবনা হতে টোস্ট,
ভাববে মানুষ ভীষণ মজার টোনাটুনির রোস্ট !
টুন টুন টুন টুইট টুইট টুইট-
ভুলেই গেছ বনের রাজার ট্রিট।
বাদ দাও ওসব, চল যাই দূর বনেতে,
থাকুক রাজা একলা বনে
মনের সুখে তে !
কৃতগ্ঞতা : টোনাটুনির গল্প
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ আপুনি.....
৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
খায়রুল আহসান বলেছেন: বাহ, খুব সুন্দর হয়েছে টোনাটুনির গল্পের স্মরণে আজকের পরিস্থিতিতে আপনার এই কবিতাটি।
আশাকরি ভাল আছেন, ভাল থাকুন!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
শায়মা বলেছেন: টোনাটুনি শুনলেই মনে পড়ে ছোটবেলার কথা।
যাইহোক আপুনি তোমার জন্য এই গান
https://www.youtube.com/watch?v=iZmP79SOGYw