নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আজকালকার মেয়েরা বেশ লিবারেল মাইন্ডের অধিকারী হয়েছে । গত রাতে দুজন মেয়ের সাথে কথা বলে জানতে পারলাম, তাঁরা বিয়ের পর জামাইয়ের অতীত ইতিহাস জানতে চাইবেন না । বেশ কথা । যার মানে বিয়ের আগে কার কতগুলা প্রেমের সম্পর্ক ছিল তা তাঁরা খুঁজে দেখবেন না । বিবাহিত জীবনে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে না এটা । হয়তো এটা বলে মেয়েরা নিজের অতীতকেও আড়াল করতে চাইল কিনা জানিনা ।
যাহোক, একটি মেয়ে জানাল, বিয়ের আগে ছেলে খারাপ থাকলেও, অর্থাৎ নেশা করলে কিংবা বহুগামী হলে অথবা প্রেমিকার সাথে উল্টা-পাল্টা করলেও তাঁর আপত্তি নাই । "ব্রান্ড নিউ জামাই" ওয়ারেন্টিসহ পেলেই হল! নিজের মতো করে গড়ে নেবেন ।
এর থেকে কি বোঝা যায় ? হয় মেয়েটারও এমন অতীত আছে, অথবা দুনিয়ায় ভালো ছেলের কদর নাই । বাহ! কী আধুনিক ছেলেমেয়ে, আর কী আধুনিক তাদের চিন্তাভাবনা!
দুনিয়া বড়ই আজব জায়গা । যত দেখছি, ততই আজব হয়ে যাচ্ছি!
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
...নিপুণ কথন... বলেছেন: তা ঠিক, কিন্তু মেয়েরা যদি ভালো ছেলের মূল্য না বোঝে, তাহলে সমস্যা না?
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল থাকলে বিবেকের কাছে শান্তি পাওয়া যায়!