|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
রাত তখন আনুমানিক ৩ টা । মায়ের ঝারি খেয়ে বিরক্ত হয়ে সবেমাত্র ঘুমে দু'চোখ এক করেছি । এরই মাঝে অচেনা এক নাম্বার থেকে ফোন এলো । 
হ্যালো, কে বলছেন?
ওপাশ থেকে হুজুর টাইপের গলায় কেউ একজন সালাম দিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে (তার ভাষ্যমতে) অবশেষে বললেন, "ভাইজান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? ... "
জীনের ভয় দেখিয়ে টাকা-পয়সা চাইবে, এর আগেই "ভাই, ঘুমাতে দেন ।" -বলে ফোন কেটে দিলাম ।
এতদিন এসব গল্প অনেক শুনেছি । গতকাল রাতে অভিজ্ঞতা হল । আসলেই, এত রাতে ঘুমের মাঝে কেউ যদি ফোন করে গলার স্বর এমন বিকৃত করে কথা বলে নিজেকে জীন বা পীর দাবি করে টাকা পয়সা চায়, আর না দিলে এটা ওটা হবে বলে ভয় দেখায়,তাহলে অনেকেরই রাতের ঘুম হারাম হওয়ার কথা বৈকি! আমি নাহয় কেটেই দিলাম ফোনটা, কিন্তু একবার ঘুম ভেঙ্গে যাওয়ার পর আবার ঘুমাতে কষ্ট হয়েছে খুব! 
ভণ্ড পীরের ভক্তদের সুবিধার্থে নাম্বারটা দেয়া গেলোঃ ০১৭৭৯২৫৪০৮২ 
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০২|  ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৬
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৬
মোমের মানুষ বলেছেন: বেশ কয়েকদিন আগে আমারেও এক আবাল জ্বিন ফোন দিয়ে কয় আমার ঘরের নিচে নাকি কলস আছে, এইডা পাওয়ার লাইগা ৫ লাখ টাকা দিতে হইব। 
আমি সম্মানের সাথে বললাম, স্যার আমি ছাত্র মানুষ এত টাকা নেই, আপনি আব্বুর সাথে যোগাযোগ করেন। পরে আর খবরই নাই
  ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৭
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৭
...নিপুণ কথন... বলেছেন: হেঁহেঁ!
৩|  ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৯
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৯
নাসরীন খান বলেছেন: যে এইরকম ভন্ড্ও প্রতারক সে কি করে পীর হয়?বিশেষনটা ভূল । ঐ রকম ফোন আমার মোবাইলেও এসেছিল ।ধরার সাথে সাথেই ফোনটা কেটে দিয়েছি বলে এখন আর আসে না।এটা এক ধরনের দুষ্ট চক্রকারীদের ফাঁাদ।কোরআনের ভাষায় তারা মুসলীম নয়। ইসলামের লেবাসধারী।
  ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:৩৬
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:৩৬
...নিপুণ কথন... বলেছেন: ঠিক । তাইতো ভণ্ড পীর লিখেছি ।
৪|  ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:৪৬
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ঠিক । তাইতো ভণ্ড পীর লিখেছি ।  কিন্তু ভাই শুধূ শূধূ পীর টার্মটা ব্যবহার কতটুকু যৌক্তিক হয়েছে?
সেকি পীর দাবী করেছিল? আপনার লেখায় কিন্তু তার প্রমাণ এখন পর্যন্ত নেই। তাই শিরোনামে ভন্ড পীর আপনার লেখার সাথে যায় না।
যদিও ভন্ড ব্যবহার করেছেন তবুও পীর শব্দটার অপব্যবহার না করেও তথ্যটা জানানো যেত; যেতনা কি?
সাধারনত এই চক্রটা জ্বীনের বাদশা বা এই লেভেলের পরিচয় ব্যবহার করে। 
কিন্তু আপনিই সম্ভবত প্রথম পীর টার্মটা ব্যবহার করলেন।  !!!!
দু,চারজন মন্দলোকের কাজে যেমন মানুষ পরিচয় নষ্ট হয়না তেমনি দু'চারজনের আচরনে পীর শব্দটারও কিসু হবে না। তবে নিজের ভাবনার, অজ্ঞানতার দৈনতাটাই প্রকট হয় শুধু।
  ০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪১
০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪১
...নিপুণ কথন... বলেছেন:  হেঁহেঁ! অজ্ঞানেরা এমনি বলে । তাদেরকে আলাদা করে পরিচয় দিতে হয় । তার আগেই তাঁরা আমার মতো ফোন কেটে দেয়ার সাহস দেখাতে ব্যর্থ হয় কিনা!  
 
৫|  ০২ রা জুন, ২০১৩  সকাল ১১:২৩
০২ রা জুন, ২০১৩  সকাল ১১:২৩
আহমদ জসিম বলেছেন:   এবিষয় আমার অভিজ্ঞতা দেখুন।
Click This Link
  ০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪৪
০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪৪
...নিপুণ কথন... বলেছেন: লিংকটা কাজ করছে না ভাই!
৬|  ০২ রা জুন, ২০১৩  সকাল ১১:৪২
০২ রা জুন, ২০১৩  সকাল ১১:৪২
সাদা মনের মানুষ বলেছেন: পীরের সাথে কথা বলার অভিজ্ঞতআ না থাকলেও বাটপারের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে ।
  ০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪২
০২ রা জুন, ২০১৩  বিকাল ৪:৪২
...নিপুণ কথন... বলেছেন: এতো বাটপারই!
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৫
০২ রা জুন, ২০১৩  সকাল ১০:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: 
  