নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
খবরঃ নতুন বাজেট অনুযায়ী বিড়ি-সিগারেটের দাম বাড়ছে ।
আমার প্রতিক্রিয়াঃ আমি নিজে অধূমপায়ী এবং অন্যকেও ধূমপানে অনুৎসাহিত করি । এমনকি কেউ আমার থেকে সিগারেট খেতে চাইলেও আমি খাওয়াইনা । এই জিনিস বাদে সাধ্যের মাঝে যেকোনো কিছু খাওয়াই । আতেল বলুন আর যাই বলুন, আমি এমনই । আমি চাইনা আমার কোন বন্ধু আমার টাকায় একদিন কম বাঁচুক । এতদিন বন্ধুদেরকে অনেক বুঝিয়েও লাভ হয়নি । এখন তাই মূল্য বৃদ্ধিতে আমি যার-পর-নাই খুশি ।
অনেক লোক দেখেছি যারা প্রচণ্ড অর্থকষ্টে ভোগে, ঠিকমত খেতে পারেনা । অথচ ধূমপানের সময় ধার করে হলেও পিছপা হয়না! এরা এখন কি করে সেটাই দেখার বিষয় ।
বন্ধুরা, ধূমপান থেকে দূরে থাকুন । নিজে বাঁচুন, আশপাশের মানুষকে বাঁচতে দিন । ধূমপান না করলেই যে বেশিদিন বাঁচবেন, তা বলছি না । কিন্তু, এতে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে কিছুটা হলেও । কাজেই, আসুন নিজের জন্য নাহোক, অন্তত আপনজনের মুখের দিকে চেয়ে হলেও ধূমপান থেকে দূরে থাকি ।
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪১
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ । ভালো আছেন? অনেকদিন পর!
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম...
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪২
...নিপুণ কথন... বলেছেন: হুম।।
৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
দি সুফি বলেছেন: একমত।
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪০
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
খাটাস বলেছেন: দাম বাড়িয়ে সিগারেট খাওয়া কিছুটা কমানো যেতে পারে, কিন্তু ছাড়ানো সম্ভব নয়। আর যে ধূমপান করে, সেই বোঝে ধুমাপান এর নেশা। টাকা না থাকলে ও ধার করে সিগারেট খেতেই হবে। আমি আট বছর ধরে সিগারেট খেতাম। হত ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস এ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কষ্ট হচ্ছে , তবু ও সফলতার পথেই যাচ্ছি। আপনি বলেছেন, আসুন নিজের জন্য নাহোক, অন্তত আপনজনের মুখের দিকে চেয়েও ধূমপান থেকে দূরে থাকি । খুব সুন্দর কথা। সহমত। ভাল থাকবেন।
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৮
...নিপুণ কথন... বলেছেন: আপনাকে অভিনন্দন । জয়ী আপনি হবেনই । শুভকামনা রইল । আমরা কি ফেবুতে বন্ধু হতে পারি? তাহলে অ্যাড পাঠান ।
৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩
পাহাড়ের কান্না বলেছেন: খাটাসে ভালো কথা বলছে।
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪০
...নিপুণ কথন... বলেছেন: হম ।
৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০০
একাকী বালক বলেছেন: একমত।
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৯
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।
৭| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০
তাসজিদ বলেছেন: বাজেটে বিড়ির দাম বাড়ার জন্য সকল বিড়ি-খুর দের জন্য রইল সমবেদনা।?????????????????????????????
কিন্তু কয় টাকা বাড়ল বিড়ির দাম? ৮ টাকার বেনসনে ১ টাকা দাম বাড়লেই কি আর না বাড়লেই কি?
আমারা যেন ভুলে না যাই যে বিড়ি হইল গুরু ওইটা থেকেই শুরু। কি শুরু?
প্রথমে বিড়ির ভেতরের তামাক পাতা কিঞ্চিত ফেলে দিয়ে তাকে গঞ্জিকা ভরে।
পরবর্তীতে ঠাণ্ডা সর্দি কাশীর ওষুধের সাথে ঘুমের বড়ি মিশায়।
পরবর্তীতে ইনজেকশন পুশ করে।
পরবর্তীতে বাবা, চম্পার খোজ করে।
from my febu status
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭
...নিপুণ কথন... বলেছেন: মশাই বেশ মজা করে বলেছেন! এখনি ফেবুতে অ্যাড পাঠান । মেসেজ দিয়েন!
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২১
~মাইনাচ~ বলেছেন: sohomot