|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ঢাকা ভার্সিটিতে পড়ি বলে আমি যদি ফকিন্নির পুত হই, তাহলে আমি তাই । আমি আমার এই "ফকিন্নির পুত" পরিচয়ে গর্ব বোধ করি । আমি গর্ব বোধ করি এই ভেবে যে, এই ফকিন্নির পুতরাই একদিন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছিল । এই ফকিন্নির পুতরা শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার সাক্ষর রেখেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে এবং যেহেতু তোরা সেই সুযোগ পাসনি, তাই "আঙ্গুর ফল টক" বলে জ্বলে পুরে তোরা মরতেই পারিস । এর জন্য ফকিন্নির পুতেরা দায়ী নয় । 
তোদের ভাষায় এইসব "ফকিন্নির পুতেরা" গরিবের টাকায় যেমন খেয়ে-না খেয়ে পড়ে, ঠিক তেমনি পড়ালেখা শেষ করে দেশের সেবাতেই কাজ করে । এরা টিউশনি করে খুব কষ্টে পড়ালেখা করে । তোদের মতো লাখ লাখ টাকা খরচ করে বড়লোকের কিন্ডার গার্টেনে পড়ে আবার চাকুরীতে গিয়ে সেই টাকা উসুলের ধান্দা করেনা । 
আমি বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে গর্ব বোধ করি । এর জন্য কেউ আমাকে ফকিন্নির পুত বললেও আমার আপত্তি নেই । বড়লোকের বখাটে ছেলে হবার চেয়ে "ফকিন্নির পুত" হওয়া অনেক বেশী গর্বের । 
[বিঃ দ্রঃ সম্প্রতি গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত একটি ব্লগার নেটওয়ার্ক এর পেইজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে "ফকিন্নির পুত" বলে সম্বোধন করে এই ভার্সিটির ছেলেদের সম্মানহানির চেষ্টা করা হয় । বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং উল্লিখিত পেইজের প্রতি এতদিনের ভালোলাগা নিমিষেই মুছে ফেলছি । যে পেইজ পোস্টের ব্যাপারে সতর্ক নয়, সেই পেইজ ও নেটওয়ার্ক এর কোন খবরই রাখা দরকার মনে করিনা । আরেকটি কথা, আমার কথাগুলো সাম্প্রতিক সময়ের কোটাবিরোধি আন্দোলনের সাথে কোনভাবেই সম্পর্কিত নয় এবং এই বিষয়ে আমার আপাতত কোন মন্তব্যও নেই ।]
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৩
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৩
...নিপুণ কথন... বলেছেন: আগেই বলেছি, কোটার সাথে এই পোস্টের কোন সম্পর্ক নেই । আপনার সান্ত্বনার অপেক্ষায় কেউ বসে নাই । ধন্যবাদ ।
২|  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৪
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৪
শুঁটকি মাছ বলেছেন: কুকুরের কাজ কুকুর করছে!!!
৩|  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৮
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৮
রাজীব হোসাইন সরকার বলেছেন: আমি কিছুক্ষন আগেই ফেসবুকে আপনার লেখাটা পড়লাম। কমেন্ট করি নাই, লাইকেই কাজ সেরেছি মাত্র। 
মুক্তিযুদ্ধের চেতনাধারীদের মাঝে কিছু চেতনা ব্যবসায়ী থাকে। তাদের শিকার আপনি 
তবে পেজটার অধিকাংশ এডমিনই ভালো। 
মুক্তিযুদ্ধের চেতনাবাহীদের মুখে ভালোবাসার আগুন ঝরবে, খিস্তি না।  
 
আমি সত্যিকারের চেতনাধারীদের সম্মান করি 
আপনাদের জন্য খারাপ লাগছে। শুভকামনা থাকল ভাই 
৪|  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৯
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৯
শুঁটকি মাছ বলেছেন: একিউমেন০৮ বলেছেন: সান্তনা দিতে পারলাম না বলে দুঃখিত। তবে কোটা বাতিল করতেই হবে  
  
  
  
  ।
 । 
না পড়ে কমেন্ট দেন কেনো ভাই?
৫|  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:২৮
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:২৮
মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: তীব্র নিন্দা জানাই। মন খারাপ করবেন না ভাই
৬|  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১:০০
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১:০০
তানজিমস্ বলেছেন:  আমি আমার এই "ফকিন্নির পুত" পরিচয়ে গর্ব বোধ করি কারণ এই ফকিন্নির পুতেরাই দেশ আর দশের কল্যাণে সদা নিয়োজিত।
বউয়ের পেটে সন্তানের বীজ দিতে ছাড়ে না কিন্তু শোয়ার বেলায় শুইতে চায় শালীর সাথে  
এই বেজন্মার গুলারে এবার একহাত দেখে নেয়ার সময় এসেছে...  
 
৭|  ১৩ ই জুলাই, ২০১৩  ভোর ৫:০৪
১৩ ই জুলাই, ২০১৩  ভোর ৫:০৪
আশিকুর রহমান ১ বলেছেন: চাদর বাবা ইয়াবা সরকার কোন জমিদারের পুলা জানতে মুঞ্চায়
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:০৯
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১২:০৯
একিউমেন০৮ বলেছেন: সান্তনা দিতে পারলাম না বলে দুঃখিত। তবে কোটা বাতিল করতেই হবে 
   
   
   
   ।
 ।