নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
কেউ যখন বারবার একই ভুল করে, ভুল থেকে শিক্ষা না নেয়, আবার সেই ভুলকে ঠিক প্রমাণ করার জন্য উঠেপরে লাগে, তখন তাকে আমরা বেহায়া বলতেই পারি । আত্মবিশ্বাস ভালো, তবে তার একটা সীমা আছে । "আমার সব কাজ ভালো, আমি যা করি তাই সবচেয়ে ভালো" -এমন কথা বলে বোকারা, বলে জোর করে স্বীকৃতি আদায়ের জন্য । নিজের প্রশংসা নিজে করে এরা যে কি মজা পায় এরাই জানে! এদের জন্য আফসোস হয় । ভাবি, এদের কি কোনদিনই সুমতি হবে না?
আপনি কোন ভালো কাজ করলে অর্থাৎ সবার ভালো লাগার মতো কাজ করলে তার স্বীকৃতি আপনি এমনিতেই পাবেন । আপনার যারা শত্রু, তারা হয়তো সামনাসামনি স্বীকার করবে না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই মেনে নেবে । তবে নিন্দুকের সব কথা এড়িয়ে না চলাই ভালো । চিন্তা করে দেখুন ওদের কথা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার কাজে আসলেই কোন গলদ আছে কিনা । থাকলে শুধরে নেয়াটাই বুদ্ধিমানের কাজ । কোন কথা গায়ে লাগালাম না -এমন ড্যাম কেয়ার ভাব থাকাটা আবার ভালো না । সবসময় নিজেকে যাচাই করা উচিৎ । নিজেকে শুধরে নেয়ার মানেই হেরে যাওয়া নয় ।
বিঃ দ্রঃ কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথাগুলো বললাম সেটা বলে দেয়ার দরকার বোধ করি না । সাধারণভাবে সবারই এই কথাগুলো মাথায় রাখা উচিৎ ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
...নিপুণ কথন... বলেছেন: ভালো আছি ভাই । আপনি?
আপনি কি আমার ফেসবুক বন্ধু?
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল আছি।
ফেবুতে এড আছিকিনা জানিনা।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ঠিক কথা বলেছেন।
এ ধরণের লোকের সংখ্যা বাড়ছে দিনকে দিন।
কেমন আছেন???