নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
প্রথমে মেইলে যে সফটওয়ার পাঠিয়েছি ওটা কম্পিউটারে ইনস্টল করুন । ( বাকিরা এই লিঙ্ক থেকে utorrent নামিয়ে নিনঃ http://en.softonic.com/s/download-torrent )
তারপর এখানে ক্লিক করুনঃ টরেন্ট নামানোর একটা সাইট
আপনি নিচের সাইটে চলে গেছেনঃ
এখানে দেখুন একসাথে হাজার হাজার ছবির লিঙ্ক আছে । যে ছবিটি ডাঊনলোড দেবেন, সেটির ওপর ক্লিক করুন । যেমন আমি করেছি "THE AMAZING SPIDERMAN" । ক্লিক করে এই পেইজে গেলামঃ
এখন আমি ওপরের "download torrent" এ ক্লিক করব । তাহলে ওপরের ছবিতে কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে আমার যেমন তিনটি ফাইল ডাউনলোড হয়েছে দেখাচ্ছে, আপনার তেমন একটা হবে (একটার জন্য) । ডাঊনলোড হয়ে গেলে, যেটা নামলো, এখন সেটার ওপর ডাবল ক্লিক করুন । তাহলে এই পেইজে যাবেঃ
এখন, 'OK" ক্লিক করে জানিয়ে দিন আপনি এগুলো ডাউনলোড দিতে চাইছেন । যেগুলো করবেন, সেগুলোর বামের টিক চিহ্ন যেন থাকে । দেখুন কোথায় ডাউনলোড হবে সেটাও দেয়া আছে । চাইলে এটা পরিবর্তন করতে পারেন । তবে সাধারণত কম্পিউটারের ডেস্কটপে সেভ হয় ।
এখন ডাউনলোড হতে শুরু করবে । এবার কম্পিউটারের "START" এ গিয়ে প্রোগ্রামসের থেকে "utorrent" software, যেটা প্রথমে ইন্সটল করেছিলেন, সেটায় ডাবল ক্লিক করলে কতটুকু নামলো, স্পিড কত, আর কতক্ষণ লাগবে এগুলো দেখতে পাবেন এভাবেঃ
আপনি চাইলে অন্য সাইট থেকেও টরেন্ট নামাতে পারবেন । সেক্ষেত্রে একটা সাজেশন হলঃ
1) http://www.torrentz.eu
এছাড়া "free download torrent movies" লিখে গুগল করেও আরও সাইটের ঠিকানা পাবেন ।
কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন । ধন্যবাদ ।
২| ২৭ শে মে, ২০১৪ রাত ২:০৩
নিয়েল হিমু বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ২:১০
সাইলেন্স বলেছেন: বিট টরেন্ট দিয়ে ডাউনলোড করি, খারাপ না।
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ২:৫০
কানা দাজ্জাল বলেছেন: Vuze ইউজ করে দেখেন। অন্য যেকোনো torrent client এর চেয়ে ব্যাপক বিনোদন পাবেন।
৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৭
নিয়েল হিমু বলেছেন: আচ্ছা একটা প্রশ্ন ছিল ।
আমি iLivid ব্যবহার করি । এটা দিয়ে কারেন্ট চলে গেলেও আমার ডাউনলোডের কোন ক্ষতি হয় না । অথবা পুশ করে এক্সিট দিতে পারি । µTorrent এ এটা সম্ভব কি ?
৬| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭
আহসানের ব্লগ বলেছেন: ++++++
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:০২
ইসপাত কঠিন বলেছেন: আমি iLivid ডাউনলোডার ইউজ করি। সবচেয়ে ফাস্ট ডাউনলোডার কোনটি?