নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

স্বার্থই সকল সম্পর্কের মূল

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৮

স্বার্থ ছাড়া কিছুই নাই দুনিয়ায়। বিশেষ করে আজকের দুনিয়ায়। সবাই কমবেশি নিজের স্বার্থ বোঝে। শুধু বুঝলাম না আমি!

অনেকদিন যোগাযোগ নাই আপনার কোন বন্ধুর সাথে, হয়তো নেই কোন আত্মীয়ের সাথেও। হঠাৎ সে একদিন ফোন দিল আপনাকে। শুরুতেই সে হেসে কুটিকুটি, প্রশংসায় ভাসাল আপনাকে। তারপর কুশল বিনিময় শেষে "আচ্ছা, যে কারণে তোকে ফোন দিয়েছি" -বলেই আসল কথায় ফিরে এলো। এবার আপনি বুঝতে পারলেন, এমনি এমনি মনে পড়েনি আপনাকে। দরকার আছে তার। এবার আপনার দরকার মেটানোর পালা।

এসব সুসময়ের বন্ধু বা আত্মীয় আমাদের সবারই কম বেশি আছে। আমার এখন খুব একটা যে সুসময় চলছে, তা নয়। তবুও হঠাৎ কোন পুরাতন বন্ধু বা কোন আত্মীয় যোগাযোগ করলেই আমি বুঝতে পারি, কাজ ছাড়া ফোন করেনি সে। ইদানিং আমি খুব ভয়ে ভয়ে থাকি। জানি নিজের বিপদে তাদের কাউকেই পাব না পাশে (পাইনা), হয়তো ক্ষতিও হবে তার দ্বারা আমার, তবুও কেন জানি "না" করতে পারি না। ইদানিং, এমন খাতিরের লোকজনের হঠাৎ যোগাযোগ আমাকে ভীতই করে তোলে একরকম। এই ধরণের স্বার্থ-সম্পর্ককে আমার ঘৃণা হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৪৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: :( :(

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: এক অর্থে ঠিক আছে । আবার পুরোপুরি ঠিক নেই । আপনার পরিবার আপনার বন্ধু-শুভাকাঙ্খী- সবাই কিন্তু স্বার্থপর নয় ।

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

...নিপুণ কথন... বলেছেন: হয়তো আপনি ঠিক, কিন্তু আমার ক্ষেত্রে আমি যা লিখেছি সেটাই ঠিক। একমাত্র বাবা-মা বাদে আর কারো নি:স্বার্থ ভালোবাসা পেলাম না।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

 বলেছেন: :( :(

৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

তুষার কাব্য বলেছেন: স্বার্থই সকল সম্পর্কের মূল। অনেক ক্ষেত্রেই কথাটি নির্মম সত্য #:-S 8-|

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

...নিপুণ কথন... বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.