|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
১) আপনারা যখন মেলবোর্নে খেলতে পারাকেই অনেক কিছু মনে করবেন, যখন সহজ সুযোগগুলো হাতছাড়া করবেন, আর যখন খেলা শেষ হবার আগেই হেরে বসে থাকবেন, তখনই আমরা বুঝতে পারব আপনাদের দিয়ে কিছু হবে না। এমন একটা গ্রাউন্ডে খেলতে পারাকে অনেক বড় কিছু না ভেবে, এমন গ্রাউন্ডে ভালো কিছু করার চেষ্টা করুন, যাতে স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকে ম্যাচটা। যেন কাপুরুষের মতো এই ম্যাচটি ভুলে থাকার চেষ্টা করতে না হয়। 
আজ টাইগারদের সেই 'বডি ল্যাঙ্গুয়েজ' কোথায় গেলো? আফগানদের হারিয়ে যেটা অর্জন করেছিল? অস্ট্রেলিয়ার সাথে না খেলেই 'ফ্রিতে' পয়েন্ট ভাগাভাগি না করে খেলে জেতার মানসিকতা কোথায় গেলো? ওরা কি বাঘ, না ভাল্লুক? ওদের কেন ডরাতে হবে? এতটা নার্ভাস হতে হবে কেন? আমরা তো তোদের দিকে তাকিয়ে আছিরে ভাই! কিছু একটা কর, একটু আনন্দের উপলক্ষ্য এনে দে আমাদেরকে!
হ্যাঁ, বাংলাদেশের বোলিং- ফিল্ডিং দেখে আমি যারপরনাই হতাশ। আগেই খেলার হাল ছেড়ে বসে আছে যেন! কথাগুলো এভাবে লিখতে চাইনি আমি, বিশ্বাস করুন! কিন্তু, না লিখেও পারলাম না।
২) আনামুলকে ফিল্ডিং আর ইউরোপিয়ান-পশ্চিমা ধারাভাষ্যকারদেরকে সঠিকভাবে "বাংলাদেশ" উচ্চারণ করা শেখানো জরুরি।
৩)  Magnet Action এর চুম্বকীয় আকর্ষণ তামিমকে টানতে থাকে ইনিংসের শুরুর বলটি থেকেই। সেই টানেই তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যান তিনি। সারাদিন খেলার মাঠে থাকলে চলবে কেন? বাইরে গিয়ে এতকিছু "পটাবে" কে?
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৪১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৪১
...নিপুণ কথন... বলেছেন: ব্যাপার নাহ। হতাশা আমাদের জন্য নতুন কিছু নয়।
৩|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৪
নিষ্কর্মা বলেছেন: বাঙলাদেশ হারবে, এইটা শিউর। রান করবে ১২০ থেকে ১৭৪-এর ভেতরে!
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:২৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:২৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: ক্যাপ্টেন্সি আর ফিল্ডিং এর কোন তাল ঠিকানা পেলামনা.......পাপন মিয়া অষ্ট্রেলিয়া গিয়া সুজনরে নিয়া পুরা টিমই চেঞ্জ কইরা দিছে........। সবাই যেখানে মার খাচ্ছিলো....মাহামুদুল্লাহ ছিলো ব্যাতিক্রম......আর তাকে বাদ দিয়ে শেষ ওভারগুলো রুবেল আর তাসকিনকে আনার যুক্তিটা কি.......ওদের মাথায় কি চলছে আল্লাহই জানে......ব্যাটিংএও আরেক দফা হতাশ হওয়ার জন্য অপেক্ষায় আছি......বিলো ২০০ স্কোর দেখার চান্স আছে আজ.....