নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে আমার লেখা যারা নিউজ ফিডে পান না, পেতে চান, তাদের জন্য লেখাটি

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ইদানিং আমার অনেক বন্ধু শুভাকাঙ্খী, বড় ভাই অনুযোগের সুরে বলছেন, আমার লেখা নাকি তারা পান না ফেসবুকে। ইদানিং হর-হামেশাই "আমি লিখিনা কেন" -ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। জবাবটা হচ্ছে, নানা ব্যস্ততা থাকা স্বত্বেও আমি তো লিখি। কম হোক, বেশি হোক লিখি। কিন্তু আপনার নিউজ ফিডে আসেনা, তার কারণ একটাই- আপনি নিয়মিত আমার লেখাগুলো পড়েন না, পড়লেও লাইক/কমেন্ট দেন না, এমনকি মেসেজেও আমাদের মাঝে তেমন যোগাযোগ হয় না।

আসলে ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, একটি প্রযুক্তি। এখানে তাদের লেখা বা ছবিই আপনি দেখতে পাবেন বেশি, যাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ হয়, যাদের লেখা আপনি পড়েন। শুধু পড়লেই হবে না, লাইক বা কমেন্ট দিয়ে ফেসবুককে আপনার বুঝানো চাই যে, আপনি এই লোকের লেখা বা কার্যক্রম পছন্দ করেন, ঘনঘন দেখতে চান। যাদের স্ট্যাটাসে লাইক বা কমেন্ট দেবেন, তাদের লেখা বা ছবিই বারবার বেশি বেশি দেখাবে আপনাকে। এটাই প্রযুক্তি। আপনাকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। আবার বন্ধুসংখ্যার ওপরেও এই ব্যাপারটা নির্ভর করে। যেমন, আপনার বন্ধু কম হলে প্রায় সবার লেখাই আপনি একসাথে পাবেন। অন্যদিকে বেশি হলে যাদের সাথে আপনার interaction বেশি, তাদের লেখাই শুধু আসবে, বাকিদেরটা কালেভদ্রে আসবে বা আসবেও অনেকের ভিড়ে নিচে পড়ে যাবে। তাই, কারো লেখা বা ছবি বা যেকোন কিছু ভালো লাগলে তার লেখা বা ছবিতে লাইক বা কমেন্ট করুন, মেসেজে যোগাযোগ বাড়ান।

আরেকটা কাজ করতে পারেন- পছন্দের মানুষটিকে আপনার বন্ধুতালিকার "close friend" লিস্টে টুকে রাখতে পারেন। তাহলে তার সব আপডেট আপনি আপনার notification এ পাবেন।

আশা করি, আর কেউ এমন অভিযোগ বা অনুযোগ করবেন না। কিছু জানার থাকলে নির্দ্বিধায় মেসেজ দিন। যোগাযোগ রাখুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.