নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
"হারলে কেন?" এমন প্রশ্নের জবাবে গাজা খেয়ে রমিজ গাজা হাউমাউ করে কেঁদে ওঠেন। বলেন, "আর বইলেন না ভাইসাব। আগে এইদ্যাশে খেলতে আইলে আমাগো পতাকা গায়ে নিয়া এদেশেরই কিছু *র* গ্যালারিতে লাফালাফি করতো, আমাগো উৎসাহ দিতো, গালে চান-তারা আইক্কা আপুরা দিতো উদ্দীপনা। আর এহন? মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদ্যাশে বেড়াইতে আইসা কারু কুনু সাপুর্টই পাইলাম না! আপসুস, জিতুম ক্যামনে?"
আমি বললাম, "ভাই থামেন! নাচতে না জানলে..." গাজা ভাইজান আমাকে উল্টা ধমক দিয়া বললেন, "আরে ভাই আপনে থামেন। এমনে হারতে থাকলে বাড়ি ফিরতে পারবো মনে হয়? এক্ষনি এক্সট্রা ক্ষতিপূরণ বাহির করেন, নগদে নগদে"। আমি বললাম, "আশ্চর্য তো! আবার কিসের ক্ষতিপূরণ? কেন?" অতিশয় চেতিয়া গিয়া মহাশয় বলিলেন, "আরে, বাড়ি ফিরতে এক্সট্রা প্রোটেকশন, সিকিউরিটি, তারপর বাই চান্স পাবলিকের ডলা খাইলে হাসপাতালের বিল, ঔষধ খরচ? কে দিবে এইসব? আর যদি আত্মঘাতী হামলায় পড়ি...ইয়ে মানে..."
আমি বললাম, "ভাইসাব, আল দ্যা বেস্ট!"
©somewhere in net ltd.