|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
রমিজা রাজা কী ভাবে নিজেকে? কী ভাবে আমাদেরকে? আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? ও কি জানেনা, সবদিক দিয়ে এই মুহুর্তে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে? তাহলে কোন সাহসে সে তামিমকে উর্দুতে কথা বলার ইঙ্গিত দেয়? এমনকি 'বাংলা' শব্দটা উচ্চারণ না করে সে বললো "your language"! 
ফাজলামোর একটা সীমা থাকা উচিৎ। কিছুটা হলেও এদের আক্কেল থাকা উচিৎ। বাংলাদেশ এখন এক ক্রিকেট পরাশক্তিরও নাম। ছেলেরা ভালো খেলছে, একের পর এক পরাশক্তিকে হোয়াইটওয়াশ করেছে। অনুর্ধ্ব ১৯ দল বিশ্বসেরা হবার দ্বারপ্রান্তে। এমন অবস্থায়, বাংলাদেশকে ছোট করার অপচেষ্টা মেনে নেয়া উচিৎ হবে না। আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। যে উর্দুকে স্বীকার না করায় এত রক্ত বইলো, শহীদ মিনার হলো, সেই উর্দুতেই আমরা কথা বলি, এত বছর পরে? এটাই ওরা চায়? 
আমাদের মাতৃভাষা বাংলা। দ্বিতীয় কোন ভাষা হিসেবে বাইরে কথা বলতে হলে ইংরেজিই সই। তামিম সেটাই করেছেন। তবে পাকিস্তানের লিগে পাকিস্তানের একটি দলের হয়ে খেলাটা অনেকের চোখেই ভালো ঠেকেনি। যখন ওদের নিজেদের মাটিতে বাংলাদেশীদের যোগ্যতা (এক্ষেত্রে ইংরেজি বলার) নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সে প্রশ্ন আরও জোরালো হয়। তবে কী ওখানে খেলতে যাওয়া ভুল ছিল? যেখানে সাকিব একাই করাচিকে জেতালো, তামিমের অপরাজিত ৫৫ রানই জেতালো পেশোয়ার জালমিকে, সেখানে এ কেমন ব্যবহার? 
ওরা আমাদের গর্বের ইতিহাসকে, ওদের থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বাঁচার এবং এগিয়ে যাওয়াকে সহ্য করতে পারছে না বলেই বারবার কটাক্ষ করার চেষ্টা করছে। এটা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে রমিজ রাজার কাছে কৈফিয়ত দাবি করছি। আর তামিম ইকবালকে ধন্যবাদ, এমন সুন্দর করে অনর্গল ইংরেজিতে কথা বলে রমিজের মুখে কালি লেপনের জন্য।
 ৯ টি
    	৯ টি    	 +৬/-০
    	+৬/-০২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৭
আরণ্যক রাখাল বলেছেন: প্রথম কথা হল, ওখানে খেলতে যাওয়াই ঠিক হয়নি ওদের। আর পাকিস্তানের লিগ দেখার তো প্রশ্নেই আসে না। তারচেয়ে থার্ডক্লাস কোন সিনেমা দেখা ভাল। 
রমিজের মনে হয় কৃমি আছে।  ওটা থাকলে যা হয় আরকি। ওর কথায় গুরুত্বদেয়ারও কিছু নেই।
৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩০
রানার ব্লগ বলেছেন: রমিজ রাজা আসলে একটা ‘আসল ছাগল’, ‘বিরল প্রজাতির ছাগল’, ‘খবিশ রাজা’, ‘ছেঁচড়া’, ‘কানকাটা’, ‘বেতমিজ’, ‘বড় রাজাকার’, ‘অশিক্ষিত’, ‘গাধার বাচ্চা’ ।
৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নির্লজ্জভাবে মাথা নিচু করে ১৯৭১ সালে যারা আত্মসমর্পণ করেছিল, তারা বিজয়ী জাতির স্টার ক্রিকেটারদের সাথে এমন ব্যবহার করবে, এ আর আশ্চর্য কী? রমিজ ছাগল রাজাকে বাংলাদেশে ব্যান করা উচিৎ।
৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৫
তাপস কুমার দে বলেছেন: বাটপার
৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৩৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৩৪
গেম চেঞ্জার বলেছেন: ঐ ছাগলাটার কথাই শুনার ইচ্ছে ছিল না। বাট আপনার পোস্ট পড়ে বুঝলাম কেন ওরে নিয়া মাতামাতি হচ্ছে।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৩
...নিপুণ কথন... বলেছেন: হুম!
৭|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্যান্ডেলের নিচে মনুষ্য বর্জ্য লাগিয়ে লোকটার দুই গালে ঠাস্ ঠাস্ করে মারা উচিৎ।
৮|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাকিস্তানীরা বেআদব। এদের দুই গালে জুতা মারা দরকার।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৫
মোঃ জাহেদুল ইসলাম বলেছেন: উচিত একটা জবাব দেয়ার জন্য তামিম কে অনেক ধন্যবাদ।