|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
♥ আমার ব্লগের ১ লাখ পাঠক ♥
খুব শখ করে আজ থেকে ৫ বছর ৪ মাস আগে নিজের একটি ব্লগ খুলেছিলাম। নিজের কম্পিউটার ছিল না তখন, অন্যেরটা দিয়ে লিখতাম। অনিয়মিতভাবে এখানে লিখেছি গল্প, প্রবন্ধ, নিবন্ধ, কবিতাসহ নানা বিষয়ে, নিজের ভালোলাগা থেকেই। বেশ কিছু লেখা নির্বাচিতর তালিকায় ঠাঁই পেয়েছে। এখনও মাঝে মাঝেই লিখি। আজ দেখি এই ব্লগটি এই পর্যন্ত মোট ১ লাখ বার দেখা হয়েছে। পোস্ট করেছি প্রায় ৪৫০ এর মতো। মন্তব্য যা করেছি, পেয়েছি তার দুইগুণেরও বেশি। ৬৩ জন ফলোয়ার পেয়েছি, যা ব্লগের হিসেবে অনেক।
তবে বিশেষ কোনো স্বীকৃতি সামু কর্তৃপক্ষের থেকে পাইনি। ব্যাপার না, সে নিয়ে আজ মন খারাপ করলে চলবে না। নিয়মিতভাবে প্রথম আলো এবং ইত্তেফাকে লিখলেও, ব্লগ লিখে অন্যরকম মজা পাই। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ। 
১ লাখের মাইল ফলক ছোঁয়ার এই দিনে, ধন্যবাদ জানাই আমার লেখার সকল পাঠক ও শুভাকাঙ্খীদেরকে। ভালো থাকবেন সবাই। 
সাথেই থাকুন।
-দেব দুলাল গুহ (দেবু ফরিদী) 
(কেউ কি বলতে পারেন, সামুতে সবচেয়ে পঠিত ব্লগ কোনটি?)
 ২৩ টি
    	২৩ টি    	 +০/-০
    	+০/-০  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩২
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩২
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন।
২|  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:২০
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: কোটির অপেক্ষাতে শুভেচ্ছা
  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩১
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩১
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ। পত্রিকা আর ফেসবুকে তো কয়জন পড়লো জানা যায়  না। ধারণা বলে গত ৬ বছরে প্রথম আলো আর ইত্তেফাক মিলিয়েই আমার লেখার কোটি কোটি পাঠক পেয়েছি। প্রথম আলো প্রতিদিন ৫৫ লাখের বেশি পাঠক পড়ে। সেখানে আমার অনেক লেখার সর্বোচ্চ পঠিত হয়েছে। 
সাথে থাকবেন।
৩|  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:২৭
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
অভিনন্দন! 
আরো লিখুন।
  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩৩
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩৩
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ। লিখছি।
৪|  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:৪১
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:৪১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অভিন্দন। ১ লাখবার মানুষের চোখে পড়ার জন্য  
 
বিশেষ স্বীকৃতি কাউকে আদৌ দেয় সামু? মনে তো হয় না।
  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:১৩
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:১৩
...নিপুণ কথন... বলেছেন: দেয় তো। আমার ধারণা ব্যাক্তিগতভাবে পরিচিতদেরকেই দেয়।
৫|  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩৮
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: অভিনন্দন !
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪১
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪১
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।
৬|  ২২ শে নভেম্বর, ২০১৬  রাত ১:৫৬
২২ শে নভেম্বর, ২০১৬  রাত ১:৫৬
প্রামানিক বলেছেন: যেই পরিমাণ আপনার পাঠক সেই তুলনায় আপনার মন্তব্য নাই। অনুসরণ তো শূণ্য। 
আশা করি সামনে আরো সচেতন হবেন এবং আরো পাঠকের সমাগম বাড়াবেন।
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৩
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৩
...নিপুণ কথন... বলেছেন: আমি আসলে ব্লগে পড়ি কম, পোস্ট লিখি বেশি। সময় করে উঠতে পারি না। ধন্যবাদ।
৭|  ২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৯:০৫
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৩
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৩
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।
৮|  ২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৭
২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: সামুতে সবচেয়ে বেশি পঠিত ব্লগটি ইমন জুবায়ের যিনি আমাদের মাঝ থেকে অনেক আগেই চলে গেছেন ৷
অভিনন্দন আপনাকে
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৪
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৪
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ। ইমন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।
৯|  ২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৭
২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: সামুতে সবচেয়ে বেশি পঠিত ব্লগটি ইমন জুবায়ের যিনি আমাদের মাঝ থেকে অনেক আগেই চলে গেছেন ৷
অভিনন্দন আপনাকে
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৫
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৫
...নিপুণ কথন... বলেছেন: ইমন ভাইয়ের ব্লগটি দেখা যাচ্ছে না কেন? আমরা মরে গেলেও কি এভাবে আমাদের ব্লগ মরে যাবে নাকি??
১০|  ২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪২
২২ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য যা করেছি, পেয়েছি তার দুইগুণেরও বেশি। 
মোটেই কাজের কথা নয়। যাই হোক অভিনন্দন। 
  ২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৬
২২ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৬
...নিপুণ কথন... বলেছেন: এহ! আপনি নিজেও কতো মন্তব্য করেন! এই প্রথম আমার কোনো পোস্টে মন্তব্য করলেন ভাইসাহেব!
১১|  ২২ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:১২
২২ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:১২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: লিংক কাজ করেনি সরি ভাই এখন http://www.somewhereinblog.net/blog/benqt60 এ দেখুন ৷ লিংকটা কাজ করার কথা ছিলো কিন্তু কেন যে করলো না!! 
 [ http://www.somewhereinblog.net/blog/benqt60 ]
  ২৩ শে নভেম্বর, ২০১৬  ভোর ৪:০৬
২৩ শে নভেম্বর, ২০১৬  ভোর ৪:০৬
...নিপুণ কথন... বলেছেন: ব্যাপার না ভাই। এবার পেয়েছি। ধন্যবাদ।
১২|  ৩০ শে জুলাই, ২০২৫  রাত ৩:৫৪
৩০ শে জুলাই, ২০২৫  রাত ৩:৫৪
অভিমন্যু রায় অভি বলেছেন: শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:০৩
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:০৩
জুন বলেছেন: অভিনন্দন নিপুন কথন । আরো লাখো পাঠক আপনার লেখা পড়ুক সেই কামনা করি।