|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
সেদিন ফিজিক্স ডিপার্টমেন্টে একজন সিনিয়র শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে বিনা কারণে খুবই খারাপ ব্যবহার পেয়ে ফিরে আসার পর মনের কষ্ট থেকে একটি লেখা লিখে ফেসবুকে দেই। লেখাটি ডিপার্টমেন্টের ছাত্র-শিক্ষকদের কমন প্ল্যাটফর্ম 'ফিজিক্স ডিইউ' গ্রুপেও দেই। কাল থেকে সেই পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিলে অ্যাডমিনদেরই একজন জানালেন, বিভাগের বড় ভাই বর্তমানে ব্যাংকার ও জনপ্রিয় লেখক রাসায়াত রহমান জিকো ভাই নাকি পোস্টটা ডিলিট দিয়েছেন। গ্রুপের অ্যাডমিন প্যানেলের থেকে এই কথার প্রমাণটাও পাওয়া গেছে। অথচ জিকো ভাইকে খুঁজে বের করে জানতে চাইলে তিনি অস্বীকার করলেন এবং বিশেষ সেই শিক্ষকের সম্পর্কেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি প্রথমে এই ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। এমনকি ফেসবুকের গ্রুপ সেটিংস নিয়ে ঘাঁটাঘাঁটি করারও সময় নেই বা খুব একটা জানেন না বলে জানান। পরে এক পর্যায়ে তিনিই আবার গ্রুপে গিয়ে পোস্টটির ডিলিট হিস্টোরিতে গিয়ে 'আনডু' করে পোস্টটি গ্রুপে ফিরিয়ে আনেন। তাঁকে ধন্যবাদ।
যেহেতু সবাই প্রমাণ চায়, তাই বাধ্য হয়ে ইনবক্সের স্ক্রিণশট দিতে হলো। এজন্য আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী। বিস্তারিত নিচের লিংকে দেওয়া গেলোঃ  এখানে ক্লিক করুন
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৪:৪৮
২৮ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৪:৪৮
...নিপুণ কথন... বলেছেন: কষ্ট করে পরিচয়ের জায়গাটা দেখেন। পড়ালেখার ঝক্কি-ঝামেলা থেকে অনেক আগেই মুক্তি নিয়েছি আর বিষয়টা আপনার সামান্য বলে মনে হয়েছে? খুব ভালো কথা, আপনি কোথায় পড়েছেন বলেন, একইরকম ঘটনা আপনার সাথে ঘটানোর ব্যবস্থা করি, তখন বুঝবেন কেমন লাগে।
২|  ২৮ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৩০
২৮ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৩০
হাসান ইমরান বলেছেন: ফেসবুক পোষ্ট দেখি ব্লগে দিয়ে দিছেন...
ভুল করে নিশ্চয়  ...?
৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৫
২৮ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৫
শূন্য-পথিক বলেছেন: @লেখক: বালগাজি সবকিছু একটু বেশি বুঝে। কিছু মনে করবেন না।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৭  রাত ৩:৪১
২৮ শে জানুয়ারি, ২০১৭  রাত ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
শিক্ষকের কাছে আজীবন পড়ছেন, ১ দিনের সামান্য মন খারাপের জন্য উহা ফেসবুক মেসবুকে দিচ্ছেন? আপনাকে ফিজিক্স থেকে বের করে দিয়ে বিবিএ'তে পাঠায়ে দেয়া দরকার। অথা পুরোপুরি বের কারে দেয়ার দরকার।