নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

একটি বিশেষ ঘোষণা

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

অনেক তো আনন্দ-ফূর্তি করলেন, এবার একটু সিরিয়াস হোন। পাঁঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাপোর্টার হলেও, সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ব-কর্তব্য আছে। যেমন ধরুন, রাস্তাঘাটে আপনি অনেক বিমর্ষ হতাশ আর্জেন্টিনার ভক্তকে দেখতে পাবেন। এরাই কিছুদিন আগেও আপনাকে অনেক পঁচাতো, নেইমারকে নিয়ে বাজে কথা বলতো। তারপর 'সেভেন আপ' খাওয়াতে চাইতো। হয়তো আপনার গা জ্বলে যেতো তা শুনে। কিন্তু ভাই, এখন সেসব ভুলে যান। ওদের দুর্দিনে ওদের পাশে থাকুন।
.
ওরা হয়তো আপনাকে দেখে এখন না দেখি না দেখি করে অন্য সাইড দিয়ে চলে যেতে চাইবে। আপনি তাকে খপ করে ধরে ফেলুন। তারপর পাশের দোকান থেকে একটা ক্রোয়েশিয়ান থ্রি-পিস কিনে পরিয়ে দিন। চাইলে একটা সেভেন আপও কিনে দিতে পারেন।
.
খেয়াল রাখবেন তারা যেন একাকী বাড়ির ছাদে রাস্তার মাঝখানে কিংবা পুকুরে নেমে না যায়। সদা সর্বদা তার দিকে খেয়াল রাখুন। ছুরি কাচি দড়ি ইত্যাদি দূরে সরিয়ে রাখুন। এমন দুর্দিনে কেবল আপনার একটু সহযোগিতাই পারে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
.
মনে রাখবেন, নিটল টাটার চেয়ারম্যান বলেছেন, 'একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না'। নিজে বাঁচুন, প্রতিপক্ষকেও বাঁচান। বন্ধু সতীর্থদের শেয়ার করে জানিয়ে দিন।
.
দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

মেটাফেজ বলেছেন: গুহ দা যা বলেচেন না মাঈরি

২| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬

মীর সাজ্জাদ বলেছেন: যেভাবে বললেন ভাই কিছু মানুষতো আপনাকে মারার জন্য খুজবে নিশ্চিত।

৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

খনাই বলেছেন: আপনাকে নিশিচতবভাবেই বিশ্ব "আর যে নটী না বন্ধু" উপাধিতে ভূষিত করা হলো !!!

৪| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: মেসির কিছুই করার ছিল না। তাকে বল যোগান দেওয়ার মতো খেলোয়াড় আর্জেন্টিনা দলে নেই।

আইসল্যান্ড কোন খেলায় জিততে পারবে না। অন্যদিকে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারিয়ে দিবে।
আমি মোটেও হতাশ হইনি। ২য় রাউন্ডে আমরা যাবোই। যদিও সমীকরনটা বেশ কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.