নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের \'প্রোফাইল লক\' মানে কী?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৪

-ভাইজান, প্রোফাইল লক মানে কি? কী এই বস্তু?
-আরে বোকা, প্রোফাইল লক মানে অনেকটা হইলো পর্দা করা। মানে হইলো, সারা শরীরে বোরকা হিজাব, হাতে-পায়ে মোজা, এমনকি চোখেও কালা চশমা। (টাইমলাইনের শুধু ছবি ছাড়া কিছুই দেখা যায় না। ছবিটাও এতোই ছোট, যে টিপ দিলে বড়ও হয় না, দেখাও যায় না।)
.
-তার মানে?
-মানে হইলো, তুই সবাইরে খুটাইয়া খুটাইয়া দেখতে পারবি, মাগার তোরে কেউ দেখপার পারবে না।
.
-বাহ! বেশ মজার তো!
-হয়।
.
-তাইলে এগো দ্বারা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর মানে কি?
-তাদেরও সমাজের আর দশজনের সাথে পরিচিত হইতে মন চায়। কিন্তু নিজের পরিচয় দেওয়া যে বারণ! তাই নিজেকে লুকিয়ে প্রস্তাব পাঠায়। প্রস্তাব গ্রহণ করলি মানে একটা মেয়েকে না দেখে না জেনেই বিয়া করলি, এই আর কি।
.
-ব্যাপারটা ক্যামন না? তাও আবার এই আধুনিক যুগে?
-চেপে যা, পাগলা, চেপে যা।

লেখাঃ দেব দুলাল গুহ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: B:-)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: পাগলা চুলকে নে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.