নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ধনীরা ধনীই থেকে যায়। কিন্তু কিং তো সহসা হারে না! তাই তো বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসিটা কিং কোহলিই হাসলো। ব্যাঙ্গালোর চেন্নাইকে হারিয়ে শেষ চারে উঠে গেলো, তথা প্লে অফ রাউন্ডে উঠে গেলো।
আজকের খেলার টার্নিং পয়েন্ট মনে করছি চেন্নাইয়ের ৪ নং উইকেট তথা রান আউটটাকে আর ডু প্লেসিসের দুর্দান্ত ক্যাচটাকে। হেরে যাওয়া ম্যাচকে টেনে তুলতে দুই পুরাতন গোল্ডেন জুটি ধনি-জাদেজা যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু ঠাকুরের কাছে ধনির পরাজয় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমাদের ফিজ থাকলে চেন্নাইকে এত রান তাড়া করতে হতো না।
ব্যাড লাক 'দ্য ফিনিশার' 'দ্য পারফেকশনিষ্ট' 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধনি। ভারতের হয়ে আপনার মতো ভালো ক্যাপ্টেন্সি আর কে করেছে? আইপিএলেও আপনি অনেক পেয়েছেন, পাবেন আরও। অবসরে যাওয়া যাবে না আপাতত। গ্যালারির ঐ সুন্দরীর ব্যানারের সুর ধরেই বলতে চাই, 'Petition: Ban Dhoni from retirement'.
©somewhere in net ltd.