নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কি এই সুযোগে টুপ করে ঢুকে পড়বেন?

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

আপনারা জিরো পয়েন্ট দখল নেন, ব্যস্ত থাকুন আর এদিকে তিনি টুপ করে ঢুকে পড়ুক এই সুযোগে ঐদিক দিয়ে! তারপর? তারপর কী হবে? রাজু থেকে গুলিস্তান কাছে, কিন্তু সীমান্ত অনেক দূর।

ছাত্রদল লীগের গুলিস্তানের অফিসের সামনে গিয়ে শ্লোগান দিচ্ছে। নির্ঘুম রাত কাটাবে মনে হচ্ছে তারা! আছে ছাত্র-জনতাও? ছাত্রদল কি দেখতে পাচ্ছে, দেশে এখনও তাদের নেতার ফিরে আসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা? কাল ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আজ ইস্কন নিষিদ্ধের দাবি তুলেছে, কাল যে ছাত্রদলসহ ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ইত্যাদি নিষিদ্ধের দাবি উঠবে না, তার কি কোনো নিশ্চয়তা তারা পেয়েছে? মাইনাস-টু এর মতো মাইনাস অল বাস্তবায়নের চেষ্টা কি কেউ করছে কিনা তা কি তারা ভেবে দেখেছে?

বিগত আন্দোলনে মোবাইল ক্যামেরার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছিলো ছাত্র-জনতা। টিভি-চ্যানেল প্রচার করুক বা না করুক, আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিওটা আন্দোলনের মোড় পালটে দিয়েছিলো। স্যাটেলাইট ও ড্রোন ক্যামেরা দিয়ে নাকি ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছিলো উপর থেকে, যার ফলে নাকি স্যাংশানের ভয়ে সেনাবাহিনীও কোনো অ্যাকশানে যেতে পারেনি! টিভি চ্যানেলগুলোও প্রতিটা মুহূর্ত ধারণ করেছে ক্যামেরায়।

লীগাররাও আগামীকাল সেই চেষ্টা করতে পারে। ইন্টারনেট বন্ধ করেও নাকি তাদেরকে দমিয়ে রাখা যাবে না! তারা নাকি বাটন ফোনে যোগাযোগ করে অবস্থান করবে গুলিস্তানে! তারা নাকি ট্রাম্পের ছবি নিয়ে বের হবে। হামলা হলে নাকি সেই ভিডিও ট্রাম্পকে পাঠাবে! তারাও নাকি ছাত্র-জনতার আন্দোলনের মতো উপরে ড্রোন ক্যামেরা বা স্যাটেলাইট দিয়ে এই ভিডিও ধারণ করবে! তাদের হাতে নাকি লাঠি-বৈঠাও থাকবে! টিআরপির জন্য টিভি ক্যামেরাগুলোও কি ক্যামেরা তাক করে থাকবে না?

আমরা আর প্রাণহানি চাই না। আমরা একটা স্থিতিশীলতা চাই। একটা সুন্দর নতুন প্রজন্মের বসবাসের উপযোগী রাষ্ট্র চাই। কিন্তু এভাবে দুদিন পরপর আন্দোলন, হামলা, মুখোমুখি অবস্থান ইত্যাদি কি দেশের জন্য কল্যাণকর?

দেখেন, আপনারা যা ভালো মনে করেন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শেখ হাসিনার আসার সময় এখনো হয়নি।
আরো ধৈর্য ধরতে হবে।

২| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত তিন মাসে মানুষ যেটি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, এমন নয়। স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায় আছে।

আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেন। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এসে নেতা–কর্মী ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িসংলগ্ন রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.