![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মনে হচ্ছে ট্রাম্প আসার আগেই ৩য় বিশ্বযুদ্ধ বেধে যাবে, জো বাইডেন সেই পথেই হাঁটছেন। তা যদি হয়েই যায়, তবে পরমাণু অস্ত্র ব্যবহার হবে আর বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার শংকা তৈরি হবে।
জানুয়ারিতেই মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক সপ্তাহ আগে কিয়েভের উপর থেকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র হামলার নিষেধাজ্ঞা তুলে নিলো আমেরিকা। ফলে, আজই রাশিয়ার দূরপাল্লার অনেকগুলো ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।
বিষয়টাকে ভালোভাবে নেবে না রাশিয়া, এটাই স্বাভাবিক। জি-২০ সম্মেলনে ব্রাজিলে যাননি প্রেসিডেন্ট পুতিন। তিনি "কিছুটা ব্যস্ত আছেন" বলে জানিয়েছেন। কী নিয়ে তিনি ব্যস্ত? অবশ্যই যুদ্ধ নিয়ে।
প্রেসিডেন্ট পুতিন একটি রেজ্যুলিউশনে সাক্ষর করেছেন, যার ফলে পারমাণবিক বোমা ব্যবহার করতে তিনি তাঁর দেশের সেনাকে অনুমতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, যদি কোনো পারমাণবিক বোমা শক্তিহীন দেশ (ইউক্রেন) কোনো পারমাণবিক বোমা শক্তিশালী দেশ (আমেরিকা)-র ছত্রছায়ায় রাশিয়ার উপর হামলা চালায়, তবে এই হামলাকে রাশিয়া উক্ত দুই দেশের যৌথ হামলা বলে বিবেচনা করবে এবং তাদের উপর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে!
বুঝতেই পারছেন আগামী দুই মাসে বিশ্বে আরও কী কী হতে চলেছে!
ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া ট্রাম্প কি সেই সুযোগ পাবেন? তার আগেই না বিশ্বটাই ধ্বংস হয়ে যায়! দেব দুলাল গুহ।
২| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:১১
সরকার পায়েল বলেছেন: ট্রাম্প সেই ধারা অব্যাহত রাখবে l শুভ হোক তৃতীয় বিশ্বযুদ্ধ ‼️ পুঁজিবাদ ধ্বংসের একমাত্র পথ এটাই l
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৮
JessicaLucas বলেছেন: The escalating tensions suggest a looming global conflict, akin to playing the Slope where one misstep could lead to disaster. With Trump’s return and Biden's precarious moves, the threat of nuclear warfare hangs over us. As Russia prepares for possible retaliation against perceived threats, the future seems grim.
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮
অরণি বলেছেন: মনে হয়না বিশ্বযুদ্ধ বাধবে।
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ৩য় বিশ্বযুদ্ধ পৃথিবীতে কোনোদিন হবে না।
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭
প্রামানিক বলেছেন: ৩য় বিশ্বযুদ্ধ হলেও অটোমেটিক হবে
৭| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৮
Otis বলেছেন: https://leveldevil-notatrollgame.org/ teaches one thing: Never trust a flat surface. The moment I reached the door... and the ceiling crushed me. Classic.
৮| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৭
Ademar বলেছেন: Free action, unbelievable fun – Dude Theft Auto is an open world game that is taking young people by storm on mobile and PC!
৯| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৭
Ademar বলেছেন: Free action, unbelievable fun – [url=https://1games.io/dude-theft-auto]Dude Theft Auto[/url] is an open world game that is taking young people by storm on mobile and PC!
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৮
কামাল১৮ বলেছেন: এমনটা হবে না।ইউক্রেনে আমেরিকার বড় কোন স্বার্থ নাই।যেটা আছে তাইওয়ানে।