নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পিনাকী ভাট্টাচার্যই র এজেন্ট

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

পিনাকী ভাট্টাচার্যই ভারতের আসল দালাল-- দেব দুলাল গুহ।
.
'হ্যামিলনের বাঁশিওয়ালা' যেমন বাঁশি বাজিয়ে শহরের সব ইঁদুরকে ঘরবাড়ি থেকে বের করে পানিতে ফেলেছিলো, তিনিও তেমন সামাজিকমাধ্যমে উস্কানি দিয়ে দেশের উগ্র 'র‍্যাডিকাল' গোষ্ঠীকে দিয়ে দেশজুড়ে নানা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। ফলে, তাদের স্বরূপ জনসমক্ষে বেরিয়ে আসছে, তারা কারা তা জানছে বিশ্ব।
.
কিছুদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আমেরিকা সফর। তার আগে 'বুলডোজার ভাংচুর কার্যক্রম' পিনাকীর আরেকটি মাস্টারস্ট্রোক। তার ডাকে বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনার স্বামীর বাড়িসহ দেশজুড়ে যে ধ্বংসযজ্ঞ আবার নতুন করে হলো, তা আদতে আওয়ামী লীগকেই বিশ্বব্যাপী সিমপ্যাথি দিলো। গত ১৫ বছরের অপকর্মের ইতিহাস ভুলে দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ ও শিক্ষিত মানুষ এখন আরও বলতে শুরু করেছে "আগেই ভালো ছিলাম"।
.
৫ অগাস্টের পর নতুন করে এই ধ্বংসযজ্ঞে উস্কানি দিয়ে নরেন্দ্র মোদিজির হাতে জ্যাকপট তুলে দিয়েছেন পিনাকী। এখন তিনি বাংলাদেশে এই ব্যাপক ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, "আপনি কি চীনকে চাপেও রাখতে চান আবার জ*ঙ্গীমুক্ত দক্ষিণ এশিয়া চান? তাহলে আমাকে দায়িত্ব দিন"। সাথে তিনি 'নারায়ে তাকবির' ধ্বনির সাথে ধ্বংসযজ্ঞ ঘটানোর সময় তাদের ওড়ানো কালো পতাকাটি দেখিয়ে মার্কিনিদের ইসলামফোবিয়াটা আরেকটু বাড়িয়ে দিবেন ও কাজে লাগাবেন। তখন ট্রাম্প মোদিজির উপরেই ভরসা রাখবেন; বলবেন, " আপনার প্রতিবেশী তো, দেখেন যা ভালো মনে করেন!"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: র' এর এজেন্ট কিনা জানিনা তবে এগুলা আজাইররা ফালতু কাম। এসবের দরকার ছিলোনা।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: মওলানা সাহেব ডাবল এজেন্ট। আমার গল্পটি পড়ে দেখবেন দয়া করে। সেরের উপর সোয়া সের!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

এ পথের পথিক বলেছেন:


এসব দেখে আসার পরও যারা ইট বালুর জন্য মায়াকান্না, সিম্প্যাথি দেখাবে তারা তো মানুষ না আম্লিক । আর না ভাই আপনার ভুল ধারনা খুনি হাসুর দোষর ছাড়া এখন পর্যন্ত কেউ বলেনি আগেই তো ভাল ছিলাম ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প এখন গ্রীনল্যান্ড নিয়ে ব্যস্ত। বাংলাদেশ নিয়ে ভাবার সময় তার নাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২

কু-ক-রা বলেছেন: উহারাই আফসোসবাদি উহারাই লীগ

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: ট্রাম্পের অনুমতির অপেক্ষায় বসে আছে মোদি।এবার অনুমতি পাওয়া সহজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.