![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বলেছিলাম না ট্রাম্প এসেই যুদ্ধ থামিয়ে দিবেন? দেখুন জেলেনস্কিকে ডেকে এনে কীভাবে ধমকের সুরে কথা বলছেন তিনি!
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বললেন, মিস্টার প্রেসিডেন্ট, সম্মানের সাথে বলছি, আপনি ভুল কূটনীতির শিকার। আপনি আমাদের প্রতি থ্যাংকফুল নন। আপনার উচিত আমাদের প্রেসিডেন্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা। ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণায় গিয়েও আপনি ধন্যবাদ দিয়ে এসেছেন!
ট্রাম্প বললেন, তুমি কি জানো যে তুমি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সিরিয়াস বিষয় নিয়ে জুয়া খেলছো? তোমাকে ৩৫০ বিলিয়ন ডলার সহায়তা দিলাম আমরা আর তুমি থ্যাংকফুল নও! তুমি নিজের অবস্থান বুঝতে পারছো না। তুমি এখন বার্গেইন করার অবস্থানে নাই। তোমাকে আমেরিকা অস্ত্র, অর্থ, গোলাবারুদ সাপ্লাই না দিলে এই যুদ্ধ এতোদিন হতো না। তুমি এই যুদ্ধ জিততে পারবা না। আমরা (বাইডেন প্রশাসন) সহায়তা না দিলে ২ সপ্তাহে এই যুদ্ধ থেমে যেত। তুমি আমাদের উপর প্রভাব বিস্তার করার মতো কোনো অবস্থানেই নেই।
আপনারা যারা ট্রাম্পকে পাগল বলতেন, তারা দেখেন তো এই লোকটা কতটা ভালো! যুদ্ধবাজ নন তিনি, যুদ্ধ থামাতে চাইছেন। যুদ্ধ থামলে বিশ্বব্যাপী সবকিছুর দাম কমে যাবে। বিশেষত খাদ্যশস্যের দাম কমবে, জ্বালানি তেলের দাম কমবে। কারণ ঐ ইউক্রেন-রাশিয়া অঞ্চলই এসবের জন্মস্থান বলা যায়। এখন আপনি বলতে পারেন যুদ্ধটা তো পুতিন শুরু করেছেন, জেলেনস্কি নির্দোষ! না, তিনি তা নন। তাঁর বোঝা উচিত ছিলো সোভিয়েত ইউনিয়ন না থাকলেও রাশিয়া এতটা দুর্বল নয় যে তার ঘাড়ের কাছে স্নায়ুযুদ্ধের শত্রুদের জোট ন্যাটোকে নি:শ্বাস নিতে দেবে। জেলেনস্কির জেদ আর একগুয়েমিই আজ ইউক্রেনের এই পরিণতির জন্য দায়ী। এখন বিশাল ভূমি, অনেক সৈন্যর জীবন, অনেক সম্পদ।হারিয়েও ন্যাটোর সদস্য হওয়ার ভূত তাঁর মাথা থেকে নামেনি!
যুদ্ধ দ্রুতই থেমে যাবে। রাশিয়া ইউক্রেনের যে অঞ্চল দখলে নিয়েছে তা আর ফিরে পাবে না ইউক্রেন। জেলেনস্কি গদি হারাবেন ও রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো হবে তাঁকে। বলে দিলাম, মিলিয়ে নিয়েন। দেব দুলাল গুহ।
২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৫২
ধুলোপরা চিঠি বলেছেন:
ভিডিওটা আপনি নিজে ১০ বার দেখেন; তারপর, বুঝে থাকলে, পোষ্টটা বদলায়ে দিয়ে।
৩| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৫৮
ধুলোপরা চিঠি বলেছেন:
কি কাগজে সাইন করানোর জন্য এনেছিলো, সেটা জিলেনস্কি জানে! সমস্যা সেখানে। আপনার ভিডিওতে সেটা নেই; ভিডিওতে যা আছে, সেটাও আপনার এন্টেনায় ধরা পড়েনি।
৪| ০১ লা মার্চ, ২০২৫ ভোর ৬:২০
কু-ক-রা বলেছেন: উহা (ধুলোপরা চিঠি) পাঁদগাজী, উহা পুনরায় পাঁদড়ামি করিতেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৫ রাত ২:১৯
...নিপুণ কথন... বলেছেন: ভিডিওটা দেখুন এখানে: https://www.facebook.com/share/v/16AVRafQbr/