![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা হামলা নাটক নাতো?
১. যে সিসি ফুটেজ পাওয়া যাচ্ছে, তা অস্পষ্ট এবং পাশের অন্য ভবনের। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ও একজন দেশব্যাপী পরিচিত ভাবুক/চিন্তক তথা ৫ অগাস্টের মাস্টারমাইন্ডের প্রতিষ্ঠানে কোনো সিসি ক্যামেরা নাই? এটাও কি বিশ্বাসযোগ্য? এই আধুনিক যুগে ফকফকে আলোর মাঝে সামনের ভবনের সিসি ফুটেজ এতটা ঘোলাটে ও সাদাকালো কেন? ভবনের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য জানা যাবে।
২. যে বোমা উদ্ধার হয়েছে, এমন মান্ধাতার আমলের বোমা আজকাল কেউ বানায় বলে আমার বিশ্বাস হয় না। এর চেয়ে অনেক আধুনিক বোমা বানানোর কৌশল ইউটিউবেই পাওয়া যায়। এটা সত্তর-আশির দশকের টাইপ, পাটের রশি দিয়ে পেঁচানো, যা মজহার সাহেব নিজেও বানাতেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
৩. বোমা হামলাকারীদের কারোরই মুখমণ্ডল স্পষ্ট নয়। দেখেই মনে হচ্ছে তারা সিসি ফুটেজের অবস্থান বুঝেই হামলা করেছে অথবা সিসি ফুটেজকে ঘোলা করে রাখা হয়েছে। আসলেই হামলা হলে বোমা ফাটতো আর হতাহত হতো।
৪. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২৯ মিলিয়নের কথা ফাঁস করে দিয়েছেন, USAID বন্ধ করে দিচ্ছেন, সেনাবাহিনীর উপর UN মিশনে নিষেধাজ্ঞার হুমকির কথা স্বীকার করেছেন এক কর্মকর্তা। কথিত মাস্টামাইন্ড মাহফুজ আলমের গুরু হিসেবে ফরহাদ মজহারকে সবাই চিনেন এবং প্রকাশ্যে ভারতবিরোধী মনোভাব দেখিয়ে ফেলেছেন তারা বারবার। উপদেষ্টা ফরিদা আখতার বারবার বলেছেন ভারতকে ইলিশ দেবো না, পরে যদিও দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া ডক্টর ইউনূস স্যারের বান্ধবির দলের নেতা বাইডেনের বিদায়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দেওয়ার পর সেনাবাহিনীর আচরণেও পরিবর্তন এসেছে। সেনাপ্রধান কড়া বক্তব্য দিয়েছেন, আজ হিজবুদের কড়া ধোলাই দিয়েছে সেনা-পুলিশ, বৈষম্যবিরোধী নেতাদেরকেও পুলিশ আটক করছে। দেশের অবস্থা বিশেষত অর্থনৈতিক ও আইনশৃঙ্খলার অবস্থা অনেকের মতে ভালো না।
আমিই মনে হয় প্রথম বলেছি ৫ অগাস্টের প্রকৃত মাস্টারমাইন্ড ফরহাদ মজহার এবং প্রথম আলো। এটা আমার ব্যাক্তিগত উপলব্ধি। সেবার গরু জবেহ করতে যাদেরকে দেখা গিয়েছিলো, আমার ধারণা এবার বোমা হামলাতেও সেই তৌহিদী জনতাদেরকেই দেখা যাবে! এতে নিজেদেরকে মৌলবাদের বিরুদ্ধে দেখাতে সুবিধা হবে তাদের। যা মোদি ও ট্রাম্পের সুনজরে আসতে তাদেরকে হেল্প করবে।
এই পরিস্থিতিতে নিজেদের গা বাঁচাতে এটা মজহার সাহেবের নাটক বলেই মনে হচ্ছে। তিনি এই নিউজ দেখিয়ে ইউরোপে এজাইলাম চাইবেন বলেই মনে হচ্ছে।।
৫. কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার প্রতিষ্ঠানে ৬ মাস না যেতেই হামলা করবে এটা কি বিশ্বাসযোগ্য? যেখানে সেনাবাহিনী এখনও রাস্তায়, পুলিশ-প্রশাসন আগের চেয়ে অনেক সক্রিয়!?
৬. এক যুগ আগে মজহার সাহেবের অন্তর্ধান নিয়ে যেমন রহস্য রয়ে গেছে, অনেকে বলেছেন তিনি নিজেই নিজেকে লুকিয়ে ফেলে শেখ হাসিনা ও ভারতের উপর দায় চাপাচ্ছিলেন, প্রথম আলো গোষ্ঠী তাকে সাপোর্ট দিচ্ছিলো, তেমনি এই বোমা হামলাটাও রহস্যে ঘেরা থেকে যাবে আপাতত।
যে কারণেই হোক, নাটক হোক বা সত্যিকারের হামলা, যে করেই হোক বোমাবাজি বন্ধ করতে হবে। আমরা শান্তি চাই। রোজা-রমজানের মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা একটু শান্তিতে ঘুমাতে ও ধর্মকর্ম পালন করতে চায়। দেব দুলাল গুহ
২| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৪
কু-ক-রা বলেছেন: উহা (দেব দুলাল গুহ) চুলকানি রোগে আক্রান্ত র এর এজেন্ট। উহা মনেপ্রানে বাংলাদেশকে আয়নাঘর বানাইতে চায়।
৩| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৮:২৮
কামাল১৮ বলেছেন: সে এর আগেও এমন কাজ করেছে।
৪| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ-ছাত্রলীগ করে থাকতে পারে।
৫| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: লেখাটা পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:০৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বুড়ো বয়সে ভীমরতি! উনি আপাদমস্তক একটা ভন্ড!