![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
১২১ বছর আগে আবিষ্কৃত বিমান ইউটিউব দেখে নতুন করে বানিয়ে আকাশে ওড়ানোকে আপনার কাছে নোবেল পুরস্কার পাওয়ার মতো আবিষ্কার বলে মনে হতেই পারে, কিন্তু আমরা যারা বিজ্ঞান পড়েছি, আমাদের কাছে এটা কোনো আবিষ্কারই না। এর মূল্যায়ন করার কিছু নেই। বিশ্ব এসব দেখলে হাসে। ইউটিউবে এমন লাখ লাখ ভিডিও আছে, যা দেখে ঘরে বসেই RC plane বানিয়ে ফেলা যায়।
আপনারা কোনোদিন ক্ষমতায় গেলে কেমন দেশ গড়বেন, কেমন সমাজ গড়বেন, কাদেরকে মূল্যায়ন করবেন, তা বুঝাই যাচ্ছে৷ কিছুদিন আগে ফরিদপুরে এক সব্জিওয়ালা 'হুজুর'কে দিয়ে মিথ্যা অভিযোগ দিইয়েছিলেন, থানা ঘেরাও করেছিলেন এবং আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রশাসন-পুলিশ ও মহানগর বিএনপির আহ্বায়ক আমার বাবার বন্ধু জ*ঙ্গী কাকার দ্রুত হস্তক্ষেপে সে যাত্রায় বেঁচে যাই। তবে জ*ঙ্গী কাকা ও কবি আবু জাফর দিলু কাকা আমাকে বিনা অপরাধে থানায় ওসির সামনে সব্জিওয়ালার কাছে ক্ষমা চাইতে বলেন। আমি ক্ষমা চাইনি।
অথচ সেই সব্জিওয়ালা আমার জমির দখলদার প্রতিবেশী শুকরিয়া বেকারির সামনের ফুটপাতের হকার শংকর দাসের স্ত্রী বিজলীর সঙ্গে সব্জিবিক্রির আড়লে আমার বাড়ির প্রবেশপথ রুদ্ধ করে পৌরসভার রাস্তা বেদখল করে আড্ডা ও প্রায় প্রতিদিন মাইকে শব্দদূষণ করে আমাদের ঘুম-শান্তি-পড়ালেখায় ব্যাঘাত ঘটাতেন। ৫ বছর ধরে সুন্দরভাবে অনুরোধ করে কাজ না হলে প্রশাসন-পুলিশকে জানানোর কথা বলায় ডিসি-এসপি গোনেন না বলে জানিয়ে দেন তিনি। আগে থেকেই ছেঁড়া পাঞ্জাবি দেখিয়ে আমার বিরুদ্ধে উক্ত মহিলার সাথে মিলে মারধর ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ দেন/দেয়ার চেষ্টা করেন। সিসি ফুটেজ প্রকাশ করে আমি সে যাত্রায় বেঁচে যাই।
এরপর থেকে সেই পক্ষটি সক্রিয় আছে আমাকে বারবার বিপদে ফেলার! কাজেই, আমি বলব আপনি একটু ইন্টারনেটে বিজ্ঞানভিত্তিক ভিডিও ঘাঁটাঘাঁটি করুন। দেখুন এসব এমনকি পার্শ্ববর্তী ভারতের বাচ্চারাও বানাতে পারে। ৩ বছর আগেই দেখুন (কমেন্টের লিংকে) এই বাচ্চাটি কী সুন্দর RC প্লেন বানিয়েছে। এটাই বড় আকারে বানিয়েছে বাংলাদেশের ঐ ছেলে, এতে বীরত্বের কিছু নেই। এমন কিছু করে দেখাক, যা নতুন তত্ত্ব্ব নিয়ে প্রতিষ্ঠিত, যা আগে কখনও কেউ করেনি, তাহলে আমরাই বাহবা দেবো।
একশ বছর আগে আমাদের ঢাবি ফিজিক্সের সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইন্সটাইনের সাথে কাজ করেছেন। বোসন কণার নামকরণ হয়েছে তাঁর নামে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বেতার আবিষ্কার করেন। এঁদের কথা কি আপনারা ভুলেও কোনোদিন বলেন, মূল্যায়ন করেন? করতে দেখিনি। আর আপনি অনুকরণ করে বানানো প্লেনের মূল্যায়ন চাচ্ছেন! দেব দুলাল গুহ।
বিস্তারিত: https://www.facebook.com/share/1Bfmur8Mct/
২| ১০ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব পীর ফীর বাদ দেন।
৩| ১০ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫১
নিমো বলেছেন: উনিতো ১৪০০ বছর পেছনে আছেন।
৪| ১০ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: হুজুরেরা জীবনে মাত্র দুটা বই পরেছেন। এক, কোরআন। দুই হাদীস। তাই তারা অনেক পেছনে পড়ে আছে।
৫| ১০ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৪
অগ্নিবাবা বলেছেন: আপনি খুব সুক্ষভাবে হিন্দু কাফের বিজ্ঞানীদের হাইলাইট করে মুসলমান হুজুরদের কটাক্ষ করে থাকেন? আপনি কি ইসলাম বিদ্বেষী?
৬| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: স্যার আপনার সাথে কি ফরিদপুরের সবার সমস্যা ?
আমার জানা মতে তো ফরিদপুরের মানুষ এতো খারাপ না। সবার সাথেই আপনার ঝামেলা বাধে কেন?
৭| ১০ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০০
কাঁউটাল বলেছেন: এই বিমান বানানোর অবশ্যই সিগনিফিকেন্স আছে। এই মডেলটাকে আরেকটু ইমপ্রুভ করে বিভিন্ন কাজে ব্যরহার করা যায়। নিজস্ব প্রযুক্তিতে তৈরী। কাজেই ফরেন ডিপেন্ডেন্সি কম। আপনি একজন অহংকারী লোক। পুথিগত বিদ্যা নিয়ে বড়াই করে জোন লাভ নাই। পারলে এরকম একটা বানিয়ে দেখান।
৮| ১০ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৬
মেঠোপথ২৩ বলেছেন: জাফর ইকবালের তত্ত্বাবধানে উনার ছাত্ররা যখন ড্রোন বানায়ে উড়ায়েছিল , তখন কি এরকম পোস্ট দিয়েছিলেন ? একজন শিক্ষক হিসাবে আপনি ট্যলেন্টকে এপ্রিশিয়েট না করে যেভাবে ঠাট্টা তামাশা করলেন তা খুবই দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২৫ রাত ১০:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ হুজুরের মতোই বলছে। ইহা এক প্রকার আবেগ। আপনাদের মতো কিছু মানুষের কারণে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে।