নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

৭.৬২ MM গুলি উদ্ধার। ব্রিগ. সাখাওয়াত ঠিকই বলেছিলেন।

১৩ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৫


*২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ*

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তপের ওপর থেকে দুটি খাকি রঙয়ের কাগজে মোড়ানো ২০ রাউন্ড ৭.৬২ এম.এম. গুলি উদ্ধার করা হয়। প্রতিটি গুলির পিছনে BOF18E 7.62X39 লেখা আছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন এই ৭.৬২ বোরের রাইফেলের কথাই বলেছিলেন। এরপর তাঁকে অন্য দায়িত্বে সরিয়ে দেয়া হয়। খালেদ মাহমুদ হৃদয় খান নামের যে টিকটকার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, সে তার একটা ভিডিওতে কি সেনাবাহিনীর ক্যাপ্টেনের কাছে এই রাইফেল জমা দেয়ার কথাই বলেছিলো? এই রাইফেল ও গুলি তো সেনাবাহিনী ছাড়া আর কারো কাছে থাকার কথা না। তো, উত্তরায় কীভাবে পাওয়া গেলো? তবে কি সেনাবাহিনীর ভেতর থেকে কেউ এগুলো বাইরে সাপ্লাই দিয়েছিলো ছাত্র ও পুলিশদের মারতে? বিষয়টা জরুরি ভিত্তিতে তদন্তের দাবি রাখে। দেব দুলাল গুহ।


ডিএমপির পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1Bu5zBwHrQ/

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৫ সকাল ৮:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে রাখা ভালো, বাংলাদেশের সেনা, বিমান ও নৌ বাহিনী ছাড়াও ৭.৬২ এম.এম. এর এই রাউন্ড গুলো ব্যবহারের উপযোগী অস্ত্র বাংলাদেশ পুলিশ, বি.জি.বি., আর.এ.বি., আনছার বাহিনীও ব্যবহার করছে। সুতরাং বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করার আগে স্বচ্ছ ইনভেস্টিগেশনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৪

কামাল১৮ বলেছেন: সাখাওয়াত বলেছিলো এই গুলি বাংলাদেশের কোন বাহিনী ব্যবহার করে না।এটা ব্যবহার করে পাকিরা।

৩| ১৩ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫০

রাসেল বলেছেন: ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ৭.৬২ MM গুলি সম্পর্কে যা বলেছেন-

“আমাদের পুলিশকে মানবিক থেকে দানবিক বানানো হয়েছে। তাদের হাতে রয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু (৭.৬২) রাইফেল। যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কিছু বোঝা যায়- এটা হচ্ছে সেটা।"

“এই রাইফেল পুলিশের নামে কীভাবে সিভিল প্রশাসনের কাছে গিয়েছে? ৪ তারিখে (আগস্ট) আমি একটা কথা বলেছিলাম। পাঁচ তারিখে (আগস্ট) যদি না হতো, আই ওয়াজ চার্জড সিডিশন।"

“আমি আবার বলছি পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে? কখন দিয়েছে? ইট হ্যাজ টু বি ইনভিস্টেগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি, সেই সময়ে।”

৪| ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৫

রাসেল বলেছেন: পাকিস্তান শব্দটা এনে ঘোলাপানিতে শিকারের অপচেষ্টা,এরা কি মুক্তিযোদ্ধের স্বপক্ষ শক্তি, নাকি অন্য কারো।

৫| ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: আপসোসলীগ বাইনান্সের একাউন্টে কোটি কোটি টাকার বিটকয়েন খুজে পায়। এরা সব কিছুইতেই শিকারের অপচেস্টা করতেই থাকবে।

৬| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.