নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

তামিম ইকবাল কি একবার ফেসবুক লাইভে এসে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাবেন?

২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৮



আজ দুইবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরেও তামিম বেঁচে আছেন যে হাসপাতালের ডাক্তার-স্টাফদের কারণে, সেটি গাজীপুরের একটি বিশেষায়িত হাসপাতাল, যা শেখ হাসিনার মায়ের নামে। তামিমের এতটাই খারাপ অবস্থা ছিলো যে, তাকে এয়ার অ্যাম্বুলেন্স তথা হেলিকপ্টারে নেওয়ার অবস্থাও ছিলো না। সেই অবস্থায় প্রথমে বিকেএসপির মেডিক্যাল সেন্টারে, তারপর অবস্থার আরও অবণতি হলে এই স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। দেশের সেরা ডাক্তাররা যুক্ত হন এবং হার্টের ১০০% ব্লকেজ কাটিয়ে বাইপাস সার্জারি করে তাকে নতুন জীবন দান করেন।

যারা বিনা চিকিৎসায় স্বজন হারিয়েছেন, তারা বুঝবেন এমন একটি হাসপাতাল কতটা প্রয়োজন। এর নির্মাণ খরচ সবটাই আমাদের সরকারের, মালয়েশিয়ারও সাপোর্ট আছে। কিন্তু এই ব্যবস্থাপনার সাপোর্ট আনতে পারাটাও একটা চ্যালেঞ্জ। কাজেই, এর পেছনে যারা জড়িত, সবাই এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। এমনকি নানা অপরাধের অভিযোগ থাকা শেখ হাসিনাও যেটুকু করেছেন তার ক্রেডিট পাওয়ার যোগ্য।

তামিমের বেলায় যেভাবে VVIP সাপোর্ট দেওয়া হলো, এটা কি অন্য সব খেলোয়াড় পাবে? আমার মনে হয় না। তিনি আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন, এজন্য তিনি স্পেশাল কেয়ার পেতেই পারেন। কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে বিসিবির প্রেসিডেন্ট তার চাচা, আপন ছোটভাই নাফিস ইকবালসহ সব মিলিয়ে ৫ জনই আছেন বিসিবির কর্তা ও খেলোয়াড়। তাছাড়া তামিম ইকবাল মূলত বিএনপিঘেঁষা পরিবারের, এই জুলাই আন্দোলনের সমর্থক সেলিব্রিটি। সুতরাং তিনি সবার চেয়ে উঁচু মানের চিকিৎসা পাবেন এটাই স্বাভাবিক। তবুও আজ এই হাসপাতালটি এখানে না থাকলে হয়তো আজ তামিমের জানাজা পড়তে হতো! দেব দুলাল গুহ।

প্রায় ১১ বছর আগে মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।

এর নামকরণ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (কেপিজে)।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৯

...নিপুণ কথন... বলেছেন: Click This Link

২| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৪

আহসানের ব্লগ বলেছেন: কোন খালে বিলে ডোবার মধ্যে হাসপাতাল করে জনগনের টাকা শ্রাদ্ধ করেছে হাসিনা। দেখেন ছবিতে।
অথচ এই হাসপাতাল টা এই আরবান এরিয়াতে না থাকলে আজকে আমরা আমাদের নক্ষত্র তামিম ভাইকে হয়তো ফিরে পেতাম না।
ভাবা যায়? ডোবার মধ্যে একটা হাসপাতাল এখানে ইমার্জেন্সি এনজিও গ্রাম টেস্ট, তারপরে রিং পড়ানোর ও ব্যবস্থা আছে। না মানে কেমনে কি!
শহরে অনেক বাঘা বাঘা প্রাইভেট ক্লিনিকেও ইমার্জেন্সি এসব করা যায় না।

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩১

...নিপুণ কথন... বলেছেন: ছা--গুরা এভাবেই বলে।

৩| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:২২

জ্যাক স্মিথ বলেছেন: তামিম আজ নতুন করে জীবন পেলো, তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, দ্রুত ব্যবস্থা নেওয়াতে সে কোনমতে আজ বেঁচে গেছে।

৪| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩০

চেংগিস খান বলেছেন:



শেখ হাসিনা জানতেন যে, তামিমের এই অবস্হা হবে।

৫| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৫

কামাল১৮ বলেছেন: আমি একদিন এই হাসপাতলটি দেখতে গিয়েছিলাম।দেখে অবাক হয়েছি।এই হাসপাতালটির প্রচার বাড়লো।

৬| ২৫ শে মার্চ, ২০২৫ ভোর ৫:২৭

শায়মা বলেছেন: মনে মনে নিশ্চয় জানাবে। উপরে এসে জানালে তো জনগন তার জান জ্বালায় মারবে।

৭| ২৫ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৫৪

বাকপ্রবাস বলেছেন: কী বুঝাইতে চাইলেন বুঝিনাই

৮| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৫০

আহলান বলেছেন: এতো উন্নয়নের কারিগর অথচ দিনের ভোট রাতে করা লাগে, আর্মি র্যাব দিয়ে টিকে থাক লাগে ... আবার পালিয়ে বাঁচা লাগে .. নিজের চিকিৎসা বিদেশে যেয়ে করা লাগে। এই ইউনুসের কারণেই ডাক্তার গন সময় মতো ওখানে চিকিৎসা দেয় ... চাকরি বাচানোর দায় আছে এখন .... আপার সময় হলে তামিম এই উন্নত সেবা পেতো কিনা সন্দেহ আছে।

৯| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই হাসাপাতালটি পরিচালনা করে মালয়েশিয়ান একটি কোম্পানী।
যার নামের আদ্যাক্ষর কেপিজে।

১০| ২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৬

নতুন বলেছেন: স্যার আপনি তো শেখ হাসিনার গড়া স্বাস্থ ব্যবস্থায় আস্থাবান। তাহলে আপনার ভারতে চিকিতসা করতে যেতে হয় কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.