নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

২৬ নিহতের বদলা নিতে ২৬ টি রাফাল-এম যুদ্ধবিমান কিনছে ভারত

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৪


২৬ টি নতুন রাফাল-এম যুদ্ধবিমান কিনছে ভারত। কাশ্মীরে জঙ্গী সন্ত্রাসীদের হামলায় নিহত ২৬ নাগরিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফ্রান্স থেকে ২৬ টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত। সোমবার এই ক্রয়ের চূড়ান্ত চুক্তি সাক্ষর হবে দুই দেশের মাঝে। এই ২৬ টি যুদ্ধবিমানের দাম পড়ছে ৬৩ হাজার কোটি ভারতীয় রুপি বা প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার। এগুলো ভারতীয় বহরে যুক্ত হলে তাদের মোট যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ২২২৯+২৬ = ২২৫৫ টি।

এই যুদ্ধবিমানগুলো সাগরে ভাসমান জাহাজ থেকে আকাশে উড়তে ও জাহাজেই ল্যান্ড করতে পারবে। ভারতের এমন দুটি বিশাল যুদ্ধজাহাজ আছে, যার উপর এমন অনেকগুলো বিমানের রানওয়ে ও রাখার জায়গা আছে, যা পাকিস্তানের নেই। আইএনএস বিক্রান্ত এর মধ্যে একটা। আরেকটার নাম আইএনএস বিক্রমাদিত্য। এগুলোকে বলে এয়ারক্রাফট ক্যারিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের আছে ১১টি, চীনের আছে তিনটি। এরপরেই ভারতের অবস্থান। যেখানে ফ্রান্সেরও আছে মাত্র ১টি।

সামরিক শক্তিতে ১৪৫টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৪র্থ, যেখানে পাকিস্তান আছে ১২ নম্বরে আর বাংলাদেশ ৩৫ তম।
দেব দুলাল গুহ।

ভারত-পাকিস্তান সামরিক শক্তিমত্তার তুলনাটা দেখুন এখানে: Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৭

যামিনী সুধা বলেছেন:



মনে হয়, আপনাকে ১টা দিবে, যাতে আপনার প্রতিবেশীরা আপনার জীনটা অতিষ্ট করতে না'পারে।

২| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

নতুন বলেছেন: স্যার আপনার জন্য, এটা আপনার পুকুরে রেখে দেবেন, একটা রাফায়েল দিয়েই আপনার প্রতিবেশিদের সায়াস্তা করতে পারবেন।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৯

আমি নই বলেছেন: আপনি দেখি ভারত বন্দনায় মত্ত হয়ে আছেন। আপনার ভারতীয় বন্ধুদের বলুন একটা মুভি বানাতে, রাফালের চাইতে খরচও কম হবে বলদ শ্রেনী খুশিও হবে। মোদিযে নিজেই পেহেলগামের ঘটনাটা ঘটিয়েছে তা অন্তত ঢাকা পরবে।

এদিকে আবার দাদারা উত্তেজনায় নিজের দেশেই হামলা চালিয়েছে, =p~ =p~ এর আগেও পাপিস্তানের বিমান মনে করে নিজেদের হেলিকপ্টার ভুপাতিত করেছিল। জোকার একটা দেশ। =p~

৪| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১

পুরানমানব বলেছেন: কি লাভ এসব ক্রয় করিয়া যদি এখনো খোলা জায়গায় হাগার অভ্যাস ত্যাগ করিতে না পারে।
আপনাকে যুদ্ধ পেলেনের অগ্রভাগে বসাইয়া দেওয়া হইবে যেন পুরো পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খরূপে ব্লগে লিখিতে পারেন ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই যুদ্ধ যুদ্ধ খেলা না থাকলে অতিমাত্রায় বিমান
কেনবে কেনো ???

.......................................................................
এসব মনসত্বাত্তিক খেলা অনেক দেখেছি,
এই যে কাশ্মীর নিয়ে এত্ত যুদ্ধর দামানা
রেজাল্ট কি ???
না কাশ্মীর স্বাধীনতা পেলো
না ভারত- পাকিস্থানের কামড়াকামড়ি থামল ???

৬| ২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

কামাল১৮ বলেছেন: জংগী হামলার জন্য দায়ী ধর্ম।তাকে আঘাত করবেন কোন বিমান দিয়ে।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: এইবার পাকিস্তান ছ্যারাব্যাড়া হয়ে যাবে!! আহ্‌ মজা হি মজা মিঃ ডিডিজি =p~

৮| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৬

আমি নই বলেছেন: আপনি কি শতভাগ সিওর ২৬ নিহতের বদলা নিতেই ২৬ টি রাফাল-এম যুদ্ধবিমান কিনছে ভারত?

কারন এই ২৬টা রাফাল মেরিন কেনার নিউজ ৯ এপ্রিল প্রকাশিত হয় আর হামলা হয় ২২ তারিখে, তার মানে ভারত আগে থেকেই জানত পেহেলগামে ২৬ জন মারা যাবে? =p~ =p~

https://www.anandabazar.com/india/india-to-buy-26-rafale-m-fighter-jets-from-france-dgtl/cid/1594446

৯| ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৮

ইফতি সৌরভ বলেছেন: :) :D :D :) :D

১০| ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: হাস্যকর শিরোনাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.