![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
গত রাতে ইসরায়েল থেকে ভারতে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র দিয়ে গেছে একটি কার্গো বিমান। তাতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির গাইডেড মিসাইল বিপুল পরিমাণে আছে। এই মিসাইলগুলো অতি নিখুঁতভাবে মেঘ, বৃষ্টি বা ঝড়ের মাঝে অতি গোপনীয় স্থানে এমনকি মাটির নীচের বাংকারে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হয় এগুলো দিয়েই ইসমাইল হানিয়াসহ অনেককেই হত্যা করেছে ইসরায়েল।
এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে পাকিস্তানি সেনাপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি প্রকাশ্যে আসছেন না অনেকদিন ধরেই, বিশেষত কাশ্মীরের পেহেলগামে হামলার দিন থেকেই তিনি দৃশ্যত গায়েব। গত পরশু পাকিস্তানের পিএম অফিস থেকে প্রকাশিত একটা ছবিতে তাঁকে দেখা যায় পিএমের ডান পাশে বসে ছিলেন, চারপাশে আরও সেনা অফিসাররা ছিলেন। কিন্তু ছবিটা অনেকের মতেই ফটোশপড। কেউ কেউ বলছেন স্ত্রী-সন্তানদের আগেই নিরাপদে ইউরোপ পাঠিয়ে দিয়েছেন তিনি। পেহেলগাম অ্যাটাকের পর নিজেও গায়েব!
পাকিস্তান মূলত চলে সেনাবাহিনীর কথায়। পিএম সরকারের অফিসিয়াল প্রধান হলেও সেখানে সেনাপ্রধান যা বলেন তাই হয়। তার কথার বাইরে গেলেই সরকারের পতন মাস্ট।
আরেকটি সূত্র বলছে, উপরে উপরে ভারতের বন্ধু তুরস্ক বেঈমানি করে বসেছে শুধু ধর্মের মিল থাকার কারণে। তারা পেহেলগাম হামলার পর চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তানকে কার্গো বিমান বোঝাই অস্ত্র সরববরাহ করেছে, যাতে বলার অপেক্ষা রাখে না তুরস্কের অত্যাধুনিক ড্রোনও আছে।
এদিকে, ভারতের তরফ থেকে যেকোনো ধরণের হামলা হলেই পারমাণবিক বোমা হামলার হুংকার দিয়েছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী। এটা খুবই অবিবেচকের মতো কথা। অন্য অস্ত্র থাকতে শুরুতেই মশা মারতে কামান দাগাবেন কেন? আপনি পারমাণবিক বোমা মারলে ভারত কি মারবে না? আপনি শুরুতে মারলে গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে। তখন আপনার আর জয়লাভ দূরে থাক, বাঁচার উপায়ই থাকবে না। সবার আগে চীনই আপনাকে মারবে এমন সিদ্ধান্ত নিলে, ভারতের কিছু করতে হবে না। কারণ পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হলে শুধু ভারত ও পাকিস্তানের ক্ষতি হবে না, এই অঞ্চলের সবারই দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। তাই পাকিস্তান যত হুংকারই দিক, ঐ অস্ত্রটি আর তাদের ব্যবহার করা হচ্ছে না। দেব দুলাল গুহ।
আপডেট: তুরস্কের সরকার বিবৃতি দিয়েছে তারা কোনো অস্ত্র সরবরাহ করেনি! (সূত্র কমেন্টে)
২| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৪
নীল আকাশ বলেছেন: নিশ্চিত গোমূত্র নিয়মিত খেলে এইসব পোস্ট প্রসব হয়।
৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কার পক্ষে লড়বেন? । আপনি বিজ্ঞানের শিক্ষক! বিজ্ঞান নিয়ে পোস্ট লেখবেন। তা না করে রিপাবলিক বাংলার রিপোর্টার হওয়ার চেষ্টা কেন করছেন?
৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৯
আমি নই বলেছেন: আপনি হলেন গোদি মিডিয়ার বাংলাদেশি ভার্সন,
কোনো নির্ভরযোগ্য সোর্স নাই কিন্তু দাবী এমন ভাবে করেন যেন নিজেই সেই স্থানে ছিলেন। হোয়াটসএ্যপস ইউনিভার্সিটির ছাত্র মনে হচ্ছে।
৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪১
Sulaiman hossain বলেছেন: বাজে পোস্ট
৬| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৯
আমি নই বলেছেন: তো দাদা বাবু এত এত সমর্থন, ইসরাইল অস্ত্র দিচ্ছে, আমেরিকা সমর্থন করেছে, পাকিদের আর্মি চিফ পালায়া গেছে, এখন মোদি কার জন্যে অপেক্ষা করছে? হামলা করেনা ক্যান? আপনার জয়েন করার জন্য ওয়েট করতেছে?
৭| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫২
যামিনী সুধা বলেছেন:
পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বর্তমান সরকার, জামাত-শিবির, হেফাজত ও বিএনপি আছে।
৮| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬
নাহল তরকারি বলেছেন: আমি বাংলাদেশী হিসেবে আমি এটা চাইবো যে, ভরত বা পাকিস্তান যে আমাদের সার্বভৌম নষ্ট করতে চাইবে আমরা তার পক্ষে থাকবো না। বাংলাদেশের কেউ কেউ আছে যারা নিজেরা চায় বাংলাদেশ ভারতের অংশ হউক। বাংলাদেশ কে যারা ভারত বানাতে চায় তাদের এই দেশে ঠাই হবে না।
পওয়ার পর যারা বেশী ফালাফলি করে তাদের অবস্থা শেষে ভালো হয় না।
৯| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০০
যামিনী সুধা বলেছেন:
পাকিস্তানের পক্ষে লস্করে তৈয়াবা, জসে ই মোহাম্মদ, তালেবান, আফগানিস্তান ও সব আরব দেশ আছে।
জামাত-শিবির, হেফাজত, বিএনপি, হামাস, হেজবুল্লাহ, আইএস, আলকায়েদা, মুসলিম ব্রাদার, শিয়া মিলিশিয়া, ইসলামী জ্বিহাদ, হুতি, বোকা হারাম, ইত্যাদি মিলে মুসলিম বিশ্বকে বেদুইন ও যাযাবরে পরিণত করেছে। মুসলমানেরা বাঁচার জন্য ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে।
১০| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪১
যামিনী সুধা বলেছেন:
১৯৫৮ সাল থেকে আমেরিকা পাকিস্তানের সাথে আছে। চীন আছে পাকিস্তানের সাথে। আপনি ছাত্রদেরকে প্রশ্নফাঁসে সাহায্য করতে থাকেন।
১১| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
নতুন বলেছেন: স্যার আপনি বোগল বাজাতে থাকেন। ভারত পাকিস্তান কখনোই যুদ্ধে জড়াবেনা।
আপনি বরং ঐ অস্রের একটা আপনার প্রতিবেশির জন্য ধার নিতে পারেন। মোদীজির সাথে কথা বলুন।
১২| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
কামাল১৮ বলেছেন: ভুল তথ্য ছড়াবেন না।ইসরাইল ভারতের ঘনিষ্ট মিত্র এটা ঠিক।সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রযুক্তি দিতে পারে।হামাসের কিছু নেতা পাকিদের সাথে আছে।
১৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৫
...নিপুণ কথন... বলেছেন: