|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
 
 
গত রাতে ইসরায়েল থেকে ভারতে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র দিয়ে গেছে একটি কার্গো বিমান। তাতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির গাইডেড মিসাইল বিপুল পরিমাণে আছে। এই মিসাইলগুলো অতি নিখুঁতভাবে মেঘ, বৃষ্টি বা ঝড়ের মাঝে অতি গোপনীয় স্থানে এমনকি মাটির নীচের বাংকারে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হয় এগুলো দিয়েই ইসমাইল হানিয়াসহ অনেককেই হত্যা করেছে ইসরায়েল। 
এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে পাকিস্তানি সেনাপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি প্রকাশ্যে আসছেন না অনেকদিন ধরেই, বিশেষত কাশ্মীরের পেহেলগামে হামলার দিন থেকেই তিনি দৃশ্যত গায়েব। গত পরশু পাকিস্তানের পিএম অফিস থেকে প্রকাশিত একটা ছবিতে তাঁকে দেখা যায় পিএমের ডান পাশে বসে ছিলেন, চারপাশে আরও সেনা অফিসাররা ছিলেন। কিন্তু ছবিটা অনেকের মতেই ফটোশপড। কেউ কেউ বলছেন স্ত্রী-সন্তানদের আগেই নিরাপদে ইউরোপ পাঠিয়ে দিয়েছেন তিনি। পেহেলগাম অ্যাটাকের পর নিজেও গায়েব!  
 
পাকিস্তান মূলত চলে সেনাবাহিনীর কথায়। পিএম সরকারের অফিসিয়াল প্রধান হলেও সেখানে সেনাপ্রধান যা বলেন তাই হয়। তার কথার বাইরে গেলেই সরকারের পতন মাস্ট। 
আরেকটি সূত্র বলছে, উপরে উপরে ভারতের বন্ধু তুরস্ক বেঈমানি করে বসেছে শুধু ধর্মের মিল থাকার কারণে। তারা পেহেলগাম হামলার পর চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তানকে কার্গো বিমান বোঝাই অস্ত্র সরববরাহ করেছে, যাতে বলার অপেক্ষা রাখে না তুরস্কের অত্যাধুনিক ড্রোনও আছে। 
  
এদিকে, ভারতের তরফ থেকে যেকোনো ধরণের হামলা হলেই পারমাণবিক বোমা হামলার হুংকার দিয়েছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী। এটা খুবই অবিবেচকের মতো কথা। অন্য অস্ত্র থাকতে শুরুতেই মশা মারতে কামান দাগাবেন কেন? আপনি পারমাণবিক বোমা মারলে ভারত কি মারবে না? আপনি শুরুতে মারলে গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে। তখন আপনার আর জয়লাভ দূরে থাক, বাঁচার উপায়ই থাকবে না। সবার আগে চীনই আপনাকে মারবে এমন সিদ্ধান্ত নিলে, ভারতের কিছু করতে হবে না। কারণ পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হলে শুধু ভারত ও পাকিস্তানের ক্ষতি হবে না, এই অঞ্চলের সবারই দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। তাই পাকিস্তান যত হুংকারই দিক, ঐ অস্ত্রটি আর তাদের ব্যবহার করা হচ্ছে না। দেব দুলাল গুহ।
আপডেট: তুরস্কের সরকার বিবৃতি দিয়েছে তারা কোনো অস্ত্র সরবরাহ করেনি! (সূত্র কমেন্টে)  
  
 ১৯ টি
    	১৯ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:২৪
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:২৪
নীল আকাশ বলেছেন: নিশ্চিত গোমূত্র নিয়মিত খেলে এইসব পোস্ট প্রসব হয়।
৩|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৩০
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৩০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কার পক্ষে লড়বেন?   । আপনি বিজ্ঞানের শিক্ষক!  বিজ্ঞান নিয়ে পোস্ট লেখবেন। তা না করে রিপাবলিক বাংলার রিপোর্টার হওয়ার চেষ্টা কেন করছেন?
 । আপনি বিজ্ঞানের শিক্ষক!  বিজ্ঞান নিয়ে পোস্ট লেখবেন। তা না করে রিপাবলিক বাংলার রিপোর্টার হওয়ার চেষ্টা কেন করছেন?
৪|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৩৯
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৩৯
আমি নই বলেছেন: আপনি হলেন গোদি মিডিয়ার বাংলাদেশি ভার্সন,   
 
কোনো নির্ভরযোগ্য সোর্স নাই কিন্তু দাবী এমন ভাবে করেন যেন নিজেই সেই স্থানে ছিলেন। হোয়াটসএ্যপস ইউনিভার্সিটির ছাত্র মনে হচ্ছে।
৫|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪১
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪১
সুলাইমান হোসেন বলেছেন: বাজে পোস্ট   
  
৬|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪৯
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪৯
আমি নই বলেছেন: তো দাদা বাবু এত এত সমর্থন, ইসরাইল অস্ত্র দিচ্ছে, আমেরিকা সমর্থন করেছে, পাকিদের আর্মি চিফ পালায়া গেছে, এখন মোদি কার জন্যে অপেক্ষা করছে? হামলা করেনা ক্যান? আপনার জয়েন করার জন্য ওয়েট করতেছে?
৭|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫২
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫২
যামিনী সুধা বলেছেন: 
পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বর্তমান সরকার, জামাত-শিবির, হেফাজত ও বিএনপি  আছে।
৮|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৬
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৬
নাহল তরকারি বলেছেন: আমি বাংলাদেশী হিসেবে আমি এটা চাইবো যে, ভরত বা পাকিস্তান যে আমাদের সার্বভৌম নষ্ট করতে চাইবে আমরা তার পক্ষে থাকবো না। বাংলাদেশের কেউ কেউ আছে যারা নিজেরা চায় বাংলাদেশ ভারতের অংশ হউক। বাংলাদেশ কে যারা ভারত বানাতে চায় তাদের এই দেশে ঠাই হবে না। 
পওয়ার পর যারা বেশী ফালাফলি করে তাদের অবস্থা শেষে ভালো হয় না।
৯|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০০
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০০
যামিনী সুধা বলেছেন: 
পাকিস্তানের পক্ষে লস্করে তৈয়াবা, জসে ই মোহাম্মদ, তালেবান, আফগানিস্তান ও সব আরব দেশ আছে। 
জামাত-শিবির, হেফাজত, বিএনপি, হামাস, হেজবুল্লাহ, আইএস, আলকায়েদা, মুসলিম ব্রাদার, শিয়া মিলিশিয়া, ইসলামী জ্বিহাদ, হুতি, বোকা হারাম, ইত্যাদি মিলে মুসলিম বিশ্বকে বেদুইন ও যাযাবরে পরিণত করেছে। মুসলমানেরা বাঁচার জন্য ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে।
১০|  ২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৫:৪১
২৯ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৫:৪১
যামিনী সুধা বলেছেন: 
১৯৫৮ সাল থেকে আমেরিকা পাকিস্তানের সাথে আছে। চীন আছে পাকিস্তানের সাথে। আপনি ছাত্রদেরকে প্রশ্নফাঁসে সাহায্য করতে থাকেন।
১১|  ২৯ শে এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৬
২৯ শে এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৬
নতুন বলেছেন: স্যার আপনি বোগল বাজাতে থাকেন। ভারত পাকিস্তান কখনোই যুদ্ধে জড়াবেনা। 
আপনি বরং ঐ অস্রের একটা আপনার প্রতিবেশির জন্য ধার নিতে পারেন। মোদীজির সাথে কথা বলুন।
১২|  ২৯ শে এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৭:২৩
২৯ শে এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৭:২৩
কামাল১৮ বলেছেন: ভুল তথ্য ছড়াবেন না।ইসরাইল ভারতের ঘনিষ্ট মিত্র এটা ঠিক।সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রযুক্তি দিতে পারে।হামাসের কিছু নেতা পাকিদের সাথে আছে।
১৩|  ২৯ শে এপ্রিল, ২০২৫  রাত ৯:০৫
২৯ শে এপ্রিল, ২০২৫  রাত ৯:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।
১৪|  ২৯ শে এপ্রিল, ২০২৫  রাত ১১:৫৬
২৯ শে এপ্রিল, ২০২৫  রাত ১১:৫৬
ঊণকৌটী বলেছেন: 1948 সাল থেকেই পাকিস্তান দ্বী জাতি তথ্য নিয়ে ভারত কে জন্ম লগ্নে থেকেই সরাসরি চার টি বা পাঁচটি যুদ্ধে জড়িত হয়েছে কিন্তু সামনে সামনে যুদ্ধে পারবে না জেনে অসংখ্য বার সন্ত্রাসী পাঠিয়ে ভারতের সাধারণ জনগণের রক্ত ঝাঁরিয়েছে আমাদেব ,মুম্বই, পার্লামেন্ট, Bangalore, কাশ্মীর, সেনাবাহিনী সরাসরি আসেনা 72 হুরের স্বপ্ন দেখিয়ে অশিক্ষিত কম বইসের ছেলেদের জেহাদ এর নামে পাঠিয়ে দিচ্ছে, ধৈর্যর একটা সীমা আছে | কোথায় সামরিক বাজেট 80 বিলিয়ন আর কোথায় 7 বিলিয়ন, গতকাল 7.5 বিলিয়ন ডলার দিয়ে মাত্র 26 টা রাইফেল কিনেছে যা পাকিস্তানর সারা বছরের বাজেট, অর্থনীতিতে ভারত পঞ্চম আর পাকিস্তান দেওলিয়া হবার দ্বারপ্রান্তে মাত্র 8 বিলিয়ন যেখানে ভারত 688 বিলিয়ন সেখানে যুদ্ধ করবে ? পয়সা কই তেল কই? গুলি বারুদ কই ? ডায়লগ দিলে যদি যুদ্ধে জেতা যেতো তবে বহুত আগেই বাংলাদেশ ভারত দখল করে নিত |
১৫|  ৩০ শে এপ্রিল, ২০২৫  ভোর ৫:৪০
৩০ শে এপ্রিল, ২০২৫  ভোর ৫:৪০
কাঁউটাল বলেছেন: @ঊণকৌটা, বাড়ির কাছে মনিপুরের খবর কি? আদার দাম বেশী না কম?
১৬|  ৩০ শে এপ্রিল, ২০২৫  সকাল ৯:২১
৩০ শে এপ্রিল, ২০২৫  সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: আসলে কেউ কারো পক্ষে নেই। সবাই আলাদা।
১৭|  ৩০ শে এপ্রিল, ২০২৫  সকাল ১০:৫৮
৩০ শে এপ্রিল, ২০২৫  সকাল ১০:৫৮
কাঁউটাল বলেছেন: পাকিস্তান সীমান্তে মার খেয়ে বাংলাদেশ সীমান্তে এসে বাহাদুরি দেখানোর দিন শেষ! 
দিল্লীর গোলামি ছেড়ে নতুন করে জন্ম নিয়েছে নতুন এক সাহসী বাংলাদেশ।।  
 
১৮|  ৩০ শে এপ্রিল, ২০২৫  দুপুর ২:৫৪
৩০ শে এপ্রিল, ২০২৫  দুপুর ২:৫৪
কাঁউটাল বলেছেন: বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে করিডোর প্রদান করার পর তারা আরাকান ও কুকি-চিন বিদ্রোহীদের সামরিক সহায়তা দিবে, এটি ভারতের জন্য একটি ভূরাজনৈতিক দুঃস্বপ্নের সূচনা হতে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষা ও পুনর্বিন্যাসের খেলা। দক্ষিণ এশিয়ায় ভারত নিজেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত রাখতে চাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের করিডোর ব্যবহার করে এই অঞ্চলে সরাসরি সামরিক উপস্থিতি গড়ে তুলবে, ফলে ভারতের আঞ্চলিক কর্তৃত্ব গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে মণিপুর অঞ্চল, ইতিমধ্যেই একটি ভঙ্গুর সীমান্ত । এখানে জাতিগত সংঘাতের পাশাপাশি মিয়ানমার থেকে আগত অস্ত্র ও যোদ্ধারা ভারতের নিরাপত্তাকে ক্রমাগত চ্যালেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই বিদ্রোহী গোষ্ঠীগুলি শক্তিশালী হওয়ার পর, ভারতের জন্য একটি “two-front” নিরাপত্তা সংকট তৈরি করতে যাচ্ছে, একদিকে চীন, অন্যদিকে মিয়ানমার সীমান্ত।
বার্মা এ্যক্ট -এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় একপ্রকার প্রক্সি যুদ্ধ বিস্তার করার কৌশল নিচ্ছে, যা দ্বিতীয় ভিয়েতনামের মত পরিস্থিতির ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র মিয়ানমারের জান্তা সরকারকে দুর্বল করতে চাইলেও এর ফলস্বরূপ ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ করিডোর দিলে কালক্রমে যুক্তরাষ্ট্র এখানে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলবে, যার প্রভাব শুধু মিয়ানমারে সীমাবদ্ধ থাকবে না; তা ভারতের অভ্যন্তরেও ঢুকে পড়বে।
ভারত তখন স্যাংশন খাওয়ার ভয়ে তেমন কিছুই করতে পারবে না, শুধু বিবৃতি দিবে আর টুইটারে হ্যাশট্যাগ চালাবে। বিদ্রোহীরা সেভেন সিস্টারে খেলতে নামলে, প্রমাণ হইয়া যাবে যে, ভারত শুধু নামকা ওয়াস্তে সুপার পাওয়ার, আদতে নিজের বাড়িতেই পাতলা হাগুর দমক সামলাতে ব্যস্ত।
এই প্রেক্ষাপটে চীন আরও লাভবান হবে। যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলে সামরিকভাবে সক্রিয় হবে, চীন তখন ভারতের চারপাশ ঘিরে কৌশলগত ঘেরাও নীতিতে আরও অগ্রসর হবে। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে করিডোর দেয়, চীন তখন বাংলাদেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে তিস্তা প্রকল্প সহ আরও সুযোগ নিবে, ফলে পুরো অঞ্চলটি পরিণত হবে দুই পরাশক্তির সংঘর্ষক্ষেত্রে, যেখানে নিয়ন্ত্রণ থাকবে অন্য পক্ষের হাতে, ভারতের হাতে নয়।
১৯|  ৩০ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৫৭
৩০ শে এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: পাকিস্তান যেন পানিভাত, নুন আর ইলিশ দিয়ে কচলিয়ে খেয়ে নেবে
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৫  দুপুর ২:০৫
২৯ শে এপ্রিল, ২০২৫  দুপুর ২:০৫
...নিপুণ কথন... বলেছেন: