| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ইসরায়েলের আছে নিজস্ব প্রযুক্তির আয়রন ডোম আর ভারতের আছে বন্ধু রাশিয়ার দেওয়া S-400. ভারত এটার নাম দিয়েছে 'সুদর্শন চক্র', যা ভগবান বিষ্ণুর হাতে থাকে, যিনি এই জগতের পালনকর্তা। এটা শুধু একটা ডিফেন্স সিস্টেম না, এটা ১৫০ কোটি ভারতীয়র জীবন রক্ষাকারী কবচ। পাকিস্তান থেকে যত মিসাইল আর ড্রোনই ছোঁড়ে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিচ্ছে, মাটিতে অধিকাংশই আর পড়ে না। ভারতের আছে নিজেদের বানানো PINAKA প্রতিরক্ষা ব্যবস্থাও। গতকাল এটিও ঝলক দেখিয়েছে রাতের আকাশে।
ঐদিকে পাকিস্তানের প্রায় সব বড় শহরের ডিফেন্স সিস্টেমই গতকাল দিনের বেলায় ধ্বংস করে রাতে বিনা বাধায় হামলা চালিয়েছে ভারত। তাদের চীন থেকে পাওয়া পুরাতন এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদেরই কমপক্ষে একটা F-16 যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে, যা আমেরিকায় তৈরি। চীনের সেই ডিফেন্স সিস্টেমে নাকি বাই ডিফল্ট উক্ত বিমানটিকে শত্রু হিসেবে কোডিং করা ছিলো। ফলে ঐ বিমান আকাশে উড়তেই ওউন গোল করে বসে সেটা!
সেই একাত্তরেও বন্ধু রাশিয়া ভারত-বাংলাদেশের পাশে ছিলো, আজও আছে। শুধু এই S-400 দিয়েই নয়, রাশিয়াই চীনকে এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধে জড়াতে দেয় নাই। ঠিক যেমন একাত্তরে আমেরিকান সেভেন্থ ফ্লিটকে ফিরিয়ে দিয়েছিলো রাশিয়া তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আজ ভ্লাদিমির পুতিন আর শি জিন পিংয়ের বন্ধুত্বর কাছে পাকিস্তানে চীনের বিলিয়ন ডলারের 'বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' পরাস্ত।
বিজ্ঞান ও প্রযুক্তির আর কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
নতুন বলেছেন: স্যার আপনার জন্য ভারত রত্ন পদকের জন্য আবেদন করবো মোদীজীর কাছে। আপনার পোস্ট গুলি পড়লে উনি অবশ্যই আপনার জন্য একট ভারত রত্নের ব্যবস্থা করবেন। 
৩|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
আমি নই বলেছেন: অন্যের কাছ থেকে কিনে নিজেরা নাম দেয়া ছোটলোকি। নাকি রাশিয়াই আপনার পালকর্তার জন্মদাতা।
S-400 দিয়ে কমদামী ড্রোনগুলা উরিয়ে দেয়ার খরচ জানেন? পাকিরা এভাবে কিছুদিন চালালে ভারতের হাগার জন্য খাবার থাকবেনা।
রাফাল নিয়েও লাফাইছিল, সেই চিনা জংধরা প্রযুক্তির কাছে রাফাল ফালা ফালা হয়ে যাওয়ার কথাতো বললেন না।
৪|
০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫০
কথামৃত বলেছেন: এতো দেখি আরেক গদি মিডিয়া। ভুল ভাল তথ্য ছড়াচ্ছে। F16 Down হয় নাই। Fact চেক করেন। পাগলা
৫|
১০ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: বিজ্ঞানের অবদান কে অস্বীকার করার কোনো উপায় নেই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ডিজইনফরমেশন নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ !