![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
রাশিয়া আর ভারত মিলে রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 উৎপাদন করতে চায়। এমন একটি প্রস্তাব রাশিয়ার পক্ষ থেকে ভারতের কাছে দেওয়া হয়েছে। এটা এই অঞ্চলের পুরাতন পরীক্ষিত বন্ধু ভারত-রাশিয়ার সুদৃঢ় বন্ধুত্বেরই প্রমাণ দিলো।
ভারত ইতিমধ্যেই রাশিয়ার S-400 ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একের পর এক মিসাইল ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সারা দুনিয়া এটা দেখেছে এবং রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা বেড়ে গেছে।
এখন S-400 এর চেয়েও আধুনিক এবং বর্তমান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 উৎপাদনে ভারত ও রাশিয়ার মতো বিশ্বের দ্বিতীয় ও চতুর্থ পরাশক্তি একসাথে কাজ করলে সেটা বাকি বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বৈকি!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সূত্র: Click This Link
২| ১৫ ই মে, ২০২৫ দুপুর ১:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্যবস্থাপকের ভুলে প্রতিরক্ষাও অরক্ষিত হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২৫ দুপুর ১২:৫১
রবিন_২০২০ বলেছেন: আরে দাদা গত ১ সপ্তাহ কই ছিলেন? আপনার কাছ থেকে যুদ্ধের ফলাফল আর ভিতরের গোপন খবরাখবর না পেয়ে আমরা বলতে গেলে এক প্রকার অন্ধকার এ আছি।

তারপর নুতন কি খবর এনেছেন ? আপনার মূত্র সেবী মোদিদাদা কি পাকিস্তানকে নিশ্চিহ্ন করে এবার বাংলাদেশের দিকে রাফাল পাঠাচ্ছে ?