![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
নড়াইলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক শিক্ষার্থীর ঘরের খাটের ভেতর লুকানো অবস্থায় স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে।
আমরা শুরু থেকেই বলে এসেছিলাম, আবু সাঈদ-মুগ্ধদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি, হয়ে থাকতে পারে স্নাইপারের গুলিতে। কেননা পুলিশের রাবার বুলেটের ব্রাশ ফায়ারে মানুষ মরা প্রায় অসম্ভব ব্যাপার, যা রংপুরে আবু সাঈদের বেলায় সম্ভব বলে বলা হয়েছে।
আবার মুগ্ধর মৃত্যুর ফুটেজে দেখা যায়নি তার আশপাশে নরমাল বন্দুকের রেঞ্জের মাঝে কোনো বন্দুকধারীকে, পুলিশ তো ছিলই না। আগের রাতেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন ছিনতাই না করার হুঁশিয়ারি দেওয়া মুগ্ধকেও হয়তো স্নাইপার রাইফেল দিয়েই মারা হয়েছে।
কয়েক মাস আগে ৭.৬২ বোরের স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছিলো, এখন উদ্ধার হলো স্নাইপার রাইফেল, যার সাহায্যে অনেক দূর থেকেই গুলি করা মানুষ মারা সম্ভব। সেই রাইফেলের কথা প্রেসের সামনে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারিয়েছিলেন বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
তবে কি হাসনাত-সার্জিসদের নিরাপত্তা দেওয়া ক্যাপ পরিহিত চাপ দাঁড়ির সেনাবাহিনীর সেই বরখাস্ত হওয়া ক্যাপ্টেনের হাতের সেই স্নাইপারের মতো এমন অনেক রাইফেল ছড়িয়ে আছে দেশ জুড়ে?
আস্তে আস্তে এমন অনেক কিছুই বেরিয়ে আসবে।
আমরা সাধারণ জনতা দেশ ও আমাদের নিরাপত্তা চাই।
এমন অভিযান অব্যাহত থাক।
স্নাইপার রাইফেল উদ্ধারের ভিডিও: https://www.facebook.com/share/v/16cjfJMbX1/
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২| ০৯ ই জুন, ২০২৫ বিকাল ৪:১২
নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগ কে লেলিয়ে দেওয়াটাই সব চেয়ে বড়ো অপরাধ ছিলো। ছাত্রলীগের হাতে অস্ত্র নিয়ে কিছু বলেন।
আয়ামীলীগের ছাত্রলীগ কোনদিন অস্র হাতে নেই নাই। এরা অস্র কি জিনিস চেনে না।
স্যার সম্ভবত জানেই না যে ছাত্রলীগের সূর্য সন্তানেরা কোন দিন অস্র কি জিনিস দেখেছিলো।
সাইকোপ্যাথেরা মানুষের মৃত্যুর কস্ট অনুভব করতে পারেনা। তারা বুঝতে পারেনা, তাদের অনুসুচনা নাই। আয়ামীলীগের সর্মথকদের কথাবার্তা শুনে তেমনটাই লাগে।
৩| ০৯ ই জুন, ২০২৫ রাত ১০:১৮
ধূসর সন্ধ্যা বলেছেন:
ওরে রাম পাঠা ওটা এয়ারগান, স্নাইপার রাইফেল না।
৪| ০৯ ই জুন, ২০২৫ রাত ১১:৫০
আমি নই বলেছেন: ঐছাত্র নাকি ছাদ্রলীগের রাজনীতি করত!। আপনারা শুরু থেকেই কি বলে এসেছিলেন আবার বলেন শুনি
নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযুক্ত সোহান মোল্যা এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত
https://www.kalbela.com/country-news/195376
৫| ১০ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫০
কিরকুট বলেছেন: ধূসর সন্ধ্যা বলেছেন:
ওরে রাম পাঠা ওটা এয়ারগান, স্নাইপার রাইফেল না ।
ওহে মহাজ্ঞ্যানী বিজ্ঞজন ! আপনি কি আপনার চর্মচোক্ষে এযাবৎ কোন দিন এয়ারগান দেখেছেন?
কোন এয়ারগানে সাইলেন্সার লাগানো থাকে?
আর একজন খুশিতে চ্যাগাচ্ছে যে এইডার মালিক ছাত্রলীগ ।
ভাইজান লীগ হোক শিবির হোক ঘটনা হইলো আমজনতা সন্ত্রাসী হইয়া স্নাইপার রাইফেল ব্যবহার করছে ।
নিজের মাথা খান কোন কুত্তার কাছে না বেইচা নিজ দেশের ভুখা মানুষের জন্য কাজে লাগান ।
আল্লাহ কিন্তু মাফ করবে না ।
ভাইবেন না আল্লাহ খুশি হয়ে ৭২ এর জায়গায় ১৪০০ হুর ফ্রী গিফট দেবে ।
৬| ১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:১২
আমি নই বলেছেন: @কিরকুট কমেন্ট না বুইঝাই বান্দরের মত লাফান ক্যান? সন্ত্রাসীতো সন্ত্রাসীই, সন্ত্রাসী কখনই আমজনতা নয়। পোষ্টের সাথে আমার মন্তব্য রিলেটেড আছে, না বুঝলে অফ যান।
আর আল্লাহ খুশি হয়ে ৭২ দিলেও আমার, ১৪০০ দিলেও আমার, আপনি পাগলা কুত্তার মত আধহাত জিব বাইর কইরা হাপাইতে থাকেন।
৭| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: !!
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগ কে লেলিয়ে দেওয়াটাই সব চেয়ে বড়ো অপরাধ ছিলো। ছাত্রলীগের হাতে অস্ত্র নিয়ে কিছু বলেন।