নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

মেঘমাল্লার বসু কে? কীভাবে বঞ্চিত করেছে তার বাবা আমাকে?

১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৭


বাপ অরুণ বসু ইন্টারপাশ ছিলেন, কিন্তু প্রথম আলো তারে সহকারী সম্পাদক বানাইছিলো। কেন তা জিগাইয়েন না। যদিও কোনোদিন তার কোনো লেখা চোখে পড়ে নাই। ছেলে যে ঢাবি পর্যন্ত গেছে, এই তো বেশি!

অরুণ বসু আমার আত্মীয় হলেও প্রথম আলোতে আমার পথচলায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলেন তিনি ও সাজ্জাদ শরীফ। আমি আমার প্রাপ্য মূল্যায়ন সেখানে পাইনি। তিনি আমার বাবা কবি বাবু ফরিদীর প্রতিভার সামনে টিকতে না পেরে ফরিদপুর ছেড়েছেন, কিন্তু শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকার সুবাদে তার প্রভাব ছিলো পত্রিকাটিতে। আমার লেখা প্রথম আলোতে সর্বোচ্চপঠিত হলেও আমার চাকরি পার্মানেন্ট করে নাই। তবে বিসিএস হওয়ার সময় আমাকে তিনটি পদে চাকরিতে পাকা করার অফার দেয়া হয়, আমি তা আর গ্রহণ করতে পারিনি। আমার দুটি এ প্লাস, নটরডেম কলেজ থেকে এইচ,এস,সি। মাত্র ১৯ বছর বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেও ঢাবির ফিজিক্সের মতো কঠিন বিষয়ে দুটি ফার্স্ট ক্লাস। কোনো সেশন বা ইয়ার গ্যাপ নাই। রাজনীতি, টিউশনি, সাংবাদিকতা, লেখালেখি, ব্লগিং, সংসার সামলানো, ফরিদপুরে বাড়ি দখল আটকানো, ঢাকায় জগন্নাথ হলের নির্মম টর্চার সামলেও। প্রথম বিসিএসেই আমি বিনা সুপারিশে ক্যাডার। তবুও প্রথম আলো আমার মূল্যায়ন করেনি।

আজও মতিউর রহমান মতি ভাই আমাকে সাক্ষাৎ দেন না। আমার মূল্যায়ন তিনি করেননি। অথচ আমার রেজাল্ট, লেখার হাত, বাবার পরিচিতি ও যোগ্যতা সবদিক দিয়ে আমি নেক্সট মতিউর রহমান বা আনিসুল হক হওয়ার যোগ্যতা রাখতাম। অথচ এই অরুণ বসুর জীবন আমি বাঁচিয়েছি। বিশ্বাস নাহলে জাহীদ রেজা নূর ভাইকে জিজ্ঞেস করবেন।

প্রথম আলো মেঘের পিছে আছে যতটা, আমার পিছে তার ১% থাকলেও আমার জীবনে এত ঝড় আসতো না। অথচ মেঘের বা তার বাবার একটা লেখাও পত্রিকাটিতে আছে কিনা সন্দেহ। আমার লেখাও বারবার আটকে দেয়া হয়েছে। কিন্তু সর্বোচ্চ পঠিত লেখকের লেখা কয়বার আটকাবে? প্রথম আলোর ওয়েবসাইটে 'দেব দুলাল গুহ' লিখে সার্চ দিলে আজও আমার লেখা পাবেন ঢের। আজ এই সরকার প্রথম আলোর সরকার হলেও আমি মবের শিকার, ভালো পদায়ন পাচ্ছি না। বেতন-ভাতা বন্ধ ১০ মাস।

মতি ভাই, আমার অপরাধটা কি বলবেন?

যাহোক, ভালো থাকুক প্রথম আলো, ভালো থাকুক মতি ভাই, তাঁর স্ত্রী মালেকা আপা ও প্রয়াত অরুণ বসু এবং সাজ্জাদ শরীফ।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৮

...নিপুণ কথন... বলেছেন: ফেসবুক পোস্ট: https://www.facebook.com/share/p/1CBk5ZYQz9/

২| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি ফিজিক্স এর মানুষ হয়ে কেন পলিটিক্স নিয়ে লিখেন ? পলিটিক্স নিয়ে আপনার লেখা একপেশে হয় । আপনি ফিজিক্স এর নানা জটিল থিওরি সহজ ভাষায় লিখবেন । আমরা নতুন ভাবে জানবো ।

বসুর সামনে বিপদ আছে। তাকে শাতিমে রাসুল ঘোষনা দেয়া হয়েছে ।

৩| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘অন্যায়ভাবে কেড়ে নিলে তোমাকেও হারাতে হবে’ আপনার এ লেখাটা পড়লাম। ভালো লেগেছে।

৪| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১২

কিরকুট বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বসুর সামনে বিপদ আছে। তাকে শাতিমে রাসুল ঘোষনা দেয়া হয়েছে


কি এক অদ্ভুত রাস্ট্রে বাস করছি ।

৫| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: কিরকুট@সে ইসলামিক রাজনৈতিক দলগুলোর শাসন কে ইসলামো-ফ্যাসিস্ট বলেছে। ব্লগার দের গ্রাফিতি মুছে দিয়ে সে জায়গায় বসুর নাম দিয়ে ফতোয়া দিয়েছে।

৬| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৭

নতুন মেসাইয়া বলেছেন:



আপনি পড়ালেখায় ভালো করেছিলেন; কিন্তু লেখাগুলো গার্বেজ।

৭| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: হা হা হা ........... আমি ভাবলাম কি না কি।

ধুররররররররররর।

৮| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মতি একটা ধুরন্ধর লোক। মেঘমল্লারকে পিটিয়ে ঢাবি থেকে বের করে দেওয়া উচিত।

৯| ১৩ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: চামচামি ছাড়া পত্রিকা জগতে টিকে থাকা মুশকিল

১০| ১৩ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: শান্তি ও সংঘর্ষ বিভাগ !!!!! এই বিভাগের নাম শুনেই ভিমরি খেলাম। এই সব সাবজেক্ট কবে খুলেছে ঢাবি ?

আপনার সমস্যা হচ্ছে আপনি অহেতুক শত্রু তৈরী করেন। তবে সরকারী চাকুরিতে বেতন ভাতা বন্ধ রাখাটাতো কোনভাবেই উচিত নয়। আপনি উপদেষ্টাদের কাছে অভিযোগ করুন।

১১| ১৩ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: ইসলামের এটাই সৌন্দর্য।মোরদাত ঘোষনা করে তাকে হত্যা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.