![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
পুতিনকে এ্যারেস্ট করে ফেলবেন ট্রাম্প? হাহাহা। এসব গুজব রটিয়ে ভিউ কামানো বাঙ্গুমিডিয়া জানে না, সে সামর্থ্য দুনিয়ার কারো নেই। আর আমেরিকা ও রাশিয়া দুটি দেশের কেউ তো উক্ত চুক্তিতেই নেই! তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না।
.
দিস ইজ 'দ্য পুতিন ইফেক্ট'! ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি দূরের কথা, তিনি আমেরিকার মাটি থেকে হেসেখেলে ঘুরে এলেন, মার্কিন সৈন্যরা নতমস্তকে তাঁর চলার পথে লালগালিচা বিছিয়ে দিলো, তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দিলো মার্কিন সিক্রেট সার্ভিস! এমনকি নিজের নিরাপত্তায় সৈন্যবহরও নেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তাঁকে রিসিভ করতে এয়ার ফোর্স ওয়ান নিয়ে হাজির ছিলেন এয়ারপোর্টে গিয়ে! এর মধ্য দিয়ে গোটা বিশ্ব যেন স্বীকৃতি দিলো তাদের আসল লিডারকে!
.
যুদ্ধবিরতি চুক্তিকে বাকির খাতায় তুলে রেখে ট্রাম্পকে তিনি মস্কোতে আমন্ত্রণ জানিয়ে আবার হেলেদুলেই বিদায় নিলেন। সবাই বুঝে গেলো, ওটা আর আপাতত হচ্ছে না। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সামিটের আগেই এক ভিডিওবার্তায় বলেছিলেন, পুতিনের কোনো ইচ্ছা নেই যুদ্ধ থামানোর, তিনি নাকি এখনও তাদের সৈন্যদেরকে মা*রছেন!
.
সেটাই হলো। তবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে। মুখ কালাকালি না করে, রাগারাগি না করে পুতিন ট্রাম্পকে তথা পশ্চিমাদের খেলে দিলেন। ট্রাম্প হয়তো ভেবেছিলেন ভারতের উপর ৫০% ট্যারিফ বসালেই পুতিন যুদ্ধ থামাবেন আর তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাবেন! কারণ ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় সর্বোচ্চ ক্রেতা! কিন্তু পুতিন ভয় পাওয়ার নাটক করে হেসেখেলে শুধু আমেরিকার মাটিতেই পা দিলেন না, গোটা বিশ্বের দুয়ারেই যেন তিনি পা দিলেন, জয় করলেন গোটা বিশ্ব ঐ আমেরিকার নেতৃত্বেই ন্যাটোর দেশগুলোর দ্বারা প্রায় ৩ বছর একঘরে হয়ে থাকার পর!
.
এখন আমেরিকানরা ট্রাম্পকে কী বলবে জানি না, তবে রাশানরা এই ছবিগুলো তাদের দেয়ালে টাঙিয়ে রাখবে শিওর!
.
ইয়েস, দিস ইজ পুতিন!
দ্য 'ডিক্টেটর', দ্য 'অলমাইটি' পুতিন!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
দেব দুলাল গুহ'র নিপুণ কথন
২| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: হা হা হা .................. রাশিয়া কিংবা পুতিনকে অত সহজ ভাবে যারা তারা বোকার স্বর্গে বাস করে।
৩| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: সেবার উত্তর কোরিয়ার 'মি. কিম' খেলে দিয়েছিল ট্রাম্প আর আমেরিকাকে।
৪| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজেই তো বাংগুদের মতো কথা বলছেন। পুতিনের মতো লোককে মাইটি ডিকটেটর বলছেন সুনাম করছেন। বাজে মনোভাব ।
৫| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ইয়া সাবিরুন। অর্থ্যাত সবুর করুন। অপেক্ষা করুন।
খেলা আরো বাকি আছে।
৬| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৪
কাঁউটাল বলেছেন: ভেরি গুড , আপনাদের পভুপাদ মুদির দেশ ভঁড়ড়ড়ৎৎ এর জন্য নতুন োয়ামারা আসতেছে। নিচের লিংক দেখেন:
US warns of additional tariffs on India if Trump-Putin peace talks fail
৭| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮
রানার ব্লগ বলেছেন: রাজায় রাজায় মন্ত্র চালায় ফকিরে মুচকি হাসে
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৪
কাছের-মানুষ বলেছেন: ট্রাম্পের ইচ্ছে ছিল একটি চুক্তি / মুক্তি করে নোবেল পুরস্কার নিয়ে ঘরে ফেরার! ওবামা পেয়েছে, তাকেও পেতে হবে! আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীরও নোবেল পাওয়ার খায়েশ ছিল; ইউনুস পেয়েছে, তাকেও পেতে হবে!