নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এখানে সরকারপ্রধান আসলে কোনজন?

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২০


সরকারপ্রধান মাঝে না থেকে একপাশে কেন?
.
এটাই নিয়ম যে ছবি তোলার সময় প্রধান সবার মাঝে থাকেন মধ্যমণি হয়ে। হঠাৎ তুলে ফেললে আলাদা কথা। কিন্তু এই ছবিটা যথেষ্ট সময় ও প্রস্তুতি নিয়ে তোলা হয়েছে বলেই মনে হচ্ছে।
.
ছবিতে সবার মাঝে আছেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের। উপদেষ্টা আদিলুর সাইডে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একদম সাইডে। তাহলে এই ছবি থেকে আমরা কী বুঝলাম?
.
ভিপি নূরের উপর হামলার জেরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছে জামায়াত। ভিপি নূর নাকি জাপা কার্যালয়ে যাওয়ার আগে ইসলামি দলগুলির সাথে আলোচনা করে গেছেন। তারও আগে ভিপি নূর এনসিপির সমালোচনা করেছেন এবং ইলিয়াস হোসেনের হুমকি পেয়েছেন।
.
এখন অনেকে প্রশ্ন করছেন, তবে কি ভিপির মারধর খাওয়া ও মারামারি-ভাংচুর সবই জাপাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে? জাপার কো-চেয়ারম্যান বলেছেন, লীগের ভোট যাতে জাপা না পায়, তাই পায়ে পা দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা চলছে, জাপাকে নিষিদ্ধের দাবি তোলার উদ্দেশ্যে। জামায়াতের সাথে পূর্বনির্ধারিত মিটিংয়ের আগেই কেন ভিপি নূর আক্রান্ত আর এরপরেই কেন জাপাকে নিষিদ্ধের দাবি?
তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৮

নিমো বলেছেন: ডাস্টবিন শফিক বলেছেন, জা-শির রাজনীতি সবার অনুসরণ করা দরকার, কোথাকার কোন হাদীতে উনি নূর হোসেনের পুনর্জন্ম দেখেছেন, যেই দল এখনও নিবন্ধন পায় নাই, তার নেতাকে উনি প্রধানমন্ত্রী হিসাবে দেখেন। কী একটা অবস্থা।

২| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৯

আরইউ বলেছেন:



আল্লামা ইউনুস জামাতের সাধারণ একজন কর্মী। উনি ছবির মাঝে থাকবেন কোন সাহসে!!!

৩| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: শিবির আজকে বেদম পিডা খাইসে । চবি তে শিবিরের বি টিম বাগছাসের কারণে পোলাপান আজ পংগু হলো।

৪| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৭

মথিতস্বপ্ন বলেছেন: দেব দুলাল গুহা রাজনৈতিক কর্মী। কিছুটা মাথায় ছিট আছে। কিন্তু কথা ঠিক কইছে। জামাত ক্ষমতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.