![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
শুধু বাগছাস নয়, NCP ও বৈছাআ দলদুটিকেও জনগণ বিদায় বলে দিয়েছে৷ এই সরকার যতদিন আছে, ততদিন এপিসি সাপ্লাই পেতে পারে। এরপর জনতা যেখানেই পাবে, সেখানেই প্যাঁদাবে। ওরা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেয়নি। কারো মত পছন্দ না হলেই মব লেলিয়ে দিয়ে হ্যানস্থা করা, অপমান-অপদস্ত করাটা কি ফ্যাসিস্ট আচরণ নয়?
.
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে, যদি এর মধ্যে আওয়ামী লীগ ফিরতে না পারে। ডাকসু জেতা আর জাতীয় পর্যায়ে জেতা এক কথা না। সারাদেশে বিএনপি এখন সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী। তবে অনেকের মতে প্রশাসনে জামায়াতের লোকও আছে। ভোট গণনাসহ সার্বিক ব্যবস্থাপনা কিন্তু ঐ প্রশাসনই করে।
.
আর যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, তবে আওয়ামী লীগের লাভ হবে। যত দিন যাবে, তারা আস্তে আস্তে আবার ফিরবে, বিচারের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে হলেও ফিরবে৷ আওয়ামী লীগ বিলুপ্ত হয়নি, হবেও না। গত ৬ তারিখ লীগের নেতাকর্মীরা হামলা করে বিনা অপরাধে বাড়িতে ঢুকে আমাকে মাসহ মেরে জখম ইত্যাদি করেছে। হাসপাতালে ভর্তি থেকে মামলা দিতে গেলে গত বৃহস্পতিবার আমাকে ৩ ঘন্টা বসিয়ে রেখেও লীগের নেতাকর্মীদের নাম আসামীর তালিকায় দেখে আজ রবিবার পর্যন্তও মামলা নথিভুক্ত করেনি ফরিদপুর কোতয়ালী থানার ওসি। ভুলে গেলে চলবে না, আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা। আমার অভিযোগ না নেওয়া মানে কি? সরকার কি এখনও আওয়ামী লীগের? অর্থাৎ আওয়ামী লীগ এখনও দেশব্যাপী অনেক শক্তিশালী।
.
কিন্তু প্রথমে উল্লিখিত দলদুটির কোনো আশা-ভরসা দেখি না। কথাটা এজন্য বলছি না যে তোমরা আমার উপর মব করে হামলা করেছো, বেতন দিতে দিচ্ছো না; সেসব বিচারের ভার মহান স্রষ্টার হাতেই সঁপেছি।
আসলে কথাটা বলতে বাধ্য হলাম তোমাদেরই করুণ পরিণতি দেখে। দেশ 'স্বাধীন' করার এক বছর যেতেই ডাকসু-জাকসুতে এমন ভরাডুবি তোমাদের?
জনগণ তাদের রায় দিয়েছে।
এটাই বাস্তবতা, তোমরা রিয়্যালিটি মাইনা নেও।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
প্রামানিক বলেছেন: মানুষ এখন সৎ নেতা চায়
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: এনসিপি ও বৈছাআর রাজনীতি শেষ!........ শেষ নয় কেবল শুরু। ওরা জামাতকে চায়।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩
নতুন বলেছেন: গত ৬ তারিখ লীগের নেতাকর্মীরা হামলা করে বিনা অপরাধে বাড়িতে ঢুকে আমাকে মাসহ মেরে জখম ইত্যাদি করেছে। হাসপাতালে ভর্তি থেকে মামলা দিতে গেলে গত বৃহস্পতিবার আমাকে ৩ ঘন্টা বসিয়ে রেখেও লীগের নেতাকর্মীদের নাম আসামীর তালিকায় দেখে আজ রবিবার পর্যন্তও মামলা নথিভুক্ত করেনি ফরিদপুর কোতয়ালী থানার ওসি। ভুলে গেলে চলবে না, আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা। আমার অভিযোগ না নেওয়া মানে কি? সরকার কি এখনও আওয়ামী লীগের? অর্থাৎ আওয়ামী লীগ এখনও দেশব্যাপী অনেক শক্তিশালী।
স্যার আপনি আয়ামীলীগকে সন্ত্রাসীদল বলতে চাইছেন?
আপনি শেখ হাসিনার সোনার আয়ামীলীগের নামে কলঙ্গ দিতে চেস্টা করছেন?
আপনি কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী?
আপনি তো জামাতের শুরে কথা বলছেন? আয়ামীলীগের কেউই এমন কাজ করতে পারেনা।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
বিজন রয় বলেছেন: কলঙ্কিত।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
এইচ এন নার্গিস বলেছেন: এদের রাজনীতি করা তে শেষের ঘণ্টা বাজছে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: মেঘ মললার কে নিয়ে কি বলবেন ? জাশি যে মেঘ মললার কে দিয়ে শশি বাবুকে কাউনটার দিলো পলিটিক্স টা ধরতে পেরেছেন ? বাংলাদেশে বিজেপি ঘরানার আরেকটা বিজেপি গড়ে তোলার দিকে সবাই বেশ এফোরট দিতেসে।