![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ড. ইউনূস স্যারের জয়যাত্রা এখানেই শেষ নয়। নোবেল জয় করে ও একটি দেশের সরকারপ্রধান হয়েই তিনি থামছেন না। আমার মনে হয় এবার তিনি জাতিসংঘের মহাসচিব হতে চাইছেন।
কিন্তু তাঁর সেই খায়েশ এবার পূরণ হবে না, যদি না ভারত তাঁকে সমর্থন দেয়। কেননা আপনার যত যোগ্যতাই থাক, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের একটি দেশ ভেটো দিলেই আপনার খায়েশ আর মিটবে না।
আমার কাছে মনে হয় না অসাংবিধানিক প্রক্রিয়ায় মব করে একটি দেশের সরকারপ্রধানকে দেশান্তরিত হতে বাধ্য করে ক্ষমতায় আসা কাউকে স্থায়ী দেশগুলো এমন গুরুত্বপূর্ণ একটা পদের জন্য নিরাপদ ভাববেন। অন্তত ভারতের বন্ধু রাশিয়া সবার আগে ভেটো দেবে। নতুন বন্ধু চীনও তার সাথে যোগ দিতে পারে।
আবার ডিপ স্টেটের কিছুটা অংশ যদি সমর্থন দেয়ও, আমেরিকা সমর্থন দেবে বলেও মনে হয় না। কেননা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে ভালো পান না, কারণ তিনি নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ বাইডেনের শিবিরে টাকা ঢেলেছিলেন বলে তাঁর কাছে তথ্য আছে এবং তিনি জানেন তাঁর আরেক প্রতিপক্ষ হিলারী ক্লিন্টন তাঁর বান্ধবী। ট্রাম্পের জয়ের পর তিনি নাকি আমেরিকার আকাশে কালো মেঘ জমার কাছাকাছি কী একটা মন্তব্যও করেছিলেন?
-- দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কানে কানে বলেছেন তিনি !
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহাসচিব হতে চাইছেন এটা আপনার কাছে শুনলাম,হতে পারবেন না এটাও আপনার কাছে শুনলাম।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: ওই রকম একটা কথা ভেসে বেড়াচ্ছে। সত্যি কি মিথ্যা জানিনা।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৮
মেঠোপথ২৩ বলেছেন: এদিকে আমরা শুনলাম সব দলই নাকি ডক্টর ইউনুসকে প্রস্তাব দিয়ে রেখেছে , যে দলই ক্ষমতায় আসুক, ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হবেন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪
আরইউ বলেছেন:
ব্লগের সুপরিচিত রাজাকারের বংশধর, ছানাপোনাদের কাছে গোপন সংবাদ আছে যে আল্লামা ইউনুসকে প্রেসিডেন্ট হবার প্রস্তাব দেয়া হয়েছে!
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
কলাবাগান১ বলেছেন: ধর্মান্ধ রা পারে মব করে গরীব লোকজন এর চুল কেটে দিতে, রাস্তার পতিতা কে লাটি দিয়ে মারা, এদের কে পাবেন না গুলশান/বনানীর সিসা বারে গিয়ে কথা বলতে বা সাকুরা তে গিয়ে কাউকে মদ খাওয়ার জন্য রাস্তায় নামিয়ে পিঠাতে।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
জাতিসংঘে কি বানর পালন কেন্দ্র খুলেছে?
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৫০
আমি নই বলেছেন:
জোকার, আপনি কি কোটায় বিসিএস ক্যাডার হইছেন?
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হরজত মওলানা সুদ...
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৫
কামাল১৮ বলেছেন: চেষ্টা করে দেখতে দোষ কি।চিন রাশিয়া যে কেই ভেটো দিলে সম্ভব না।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯
নতুন বলেছেন: কিন্তু তাঁর সেই খায়েশ এবার পূরণ হবে না, যদি না ভারত তাঁকে সমর্থন দেয়। কেননা আপনার যত যোগ্যতাই থাক, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের একটি দেশ ভেটো দিলেই আপনার খায়েশ আর মিটবে না।
স্যার আমার বিশ্বাস যদি আপনি মোদীজীকে একটু বলে দিতেন তবে ড: ইউনুসের মহাসচিব পদ পাক্কা। আপনি বললেই মোদীজি আর ট্রাম্প নিষেধ করবে না।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: নির্বাচনের পর ইউনুস সাহেব দৌড়ের উপর থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
দুনিয়ার গার্বেজ ভাবনা আপনার মাথায় আসে; ছাত্রদের কি গার্বেজ পড়ান?