নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

সেনাপ্রধান সুস্থ আছেন, নিরাপদেই আছেন।

১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৫


সেনাপ্রধান সুস্থ আছেন। তিনি নিরাপদেও আছেন। গতকাল বৃহস্পতিবার উত্তরের ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরে তাঁকে হেলিকপ্টারযোগে অবতরণ করতে দেখা যায় মর্মে একটি সূত্র জানিয়েছে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনি সৈয়দপুর বিমানবন্দরে চলে যান।
.
উত্তরের যে অঞ্চলে সেনাপ্রধানকে দেখা গেছে, সেই অঞ্চলটা বৈশ্বিক পরিমন্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। কেননা পাশেই ভারতের চিকেনস নেকের অবস্থান, যা প্রতিবেশী ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা। তবে কী কারণে সেনাপ্রধানের এই সফর, তা জানা যায়নি। সম্প্রতি সেনাপ্রধানের উত্তরাঞ্চল তথা রংপুর-লালমনিরহাট এলাকায় সফরের গুঞ্জনও কানে এসেছিলো। তবে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত না হতে পারায় তা প্রকাশ করা যায়নি।
.
আপনারা যারা গুজব রটান যে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন বা সেনাবাহিনীর ভেতরেই নাকি ক্যু হয়েছে, তারা এবার অফ যান। সব স্বাভাবিক আছে। সেনাবাহিনী স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গেছে-- এমন কথাও ঠিক না। আপনাদেরকে বুঝতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার (হোক বিতর্কিত) দীর্ঘ ১৫+ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলো। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগগুলোই কি তাঁরা স্বাধীনতাবিরোধীদের দিয়েছেন? এটাও কি সম্ভব?
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: গুজব টুজব আমি বিশ্বাস করি না।

২| ১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



সেনাবাহিনীতে সমস্যা হচ্ছে।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজে লিখেছেন এটা ? ফেইসবুকে সিমিলার লেখা দেখতে পেলুম আরেকজনের ।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০২

কামাল১৮ বলেছেন: গুজবের দেশে পরিনত হয়েছে বাংলাদেশ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১০

খাঁজা বাবা বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের দল?
এখনো এই কথা বললে কিছুদিন পর ইয়াহিয়া খান কবর থেকে উঠে এসে বলবে সে ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল।

আর কত চাটামি করবেন এই ভন্ড দলের। লাজ শরম কি মোটেই দেয় নাই আল্লাহ?

৬| ১৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.