| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

দারুণ উদ্যোগ। কিন্তু আমাদের পণ্য কিনবেটা কে? এত দাম দিয়ে কেনার সামর্থ্য কি ওদের আছে? RFL এর বদনা কেনার সামর্থ্য আছে বলেই তো মনে হয় না। শেষে দেখা যাবে শোরুমসহ লুট করে নিয়ে যাবে। এই লুটের অভ্যাস ওদের নতুন না, বরং স্বাভাবিক ঘটনা।
.
তাছাড়া কেউ ওখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলেও মনে হয় না। মানুষ সাধারণত নিজেদের চেয়ে উন্নত রাষ্ট্র খোঁজে ব্যবসা-বিনিয়োগের জন্য। আর আমরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ও ৫৪ বছর আগে আমাদের কাছে নাকে খত দিয়ে পরাজিতদের সাথে করার জন্য আকুল হয়ে উঠেছি। তবু আশাবাদী হতে চাই, নিশ্চয়ই ভালো কিছু হবে!
.
আসলে আমার মনে হয় এটা নরেন্দ্র মোদির চাল দিয়েই তাঁকে আটকানোর মতো ব্যাপার হচ্ছে। তিনি যেমন উচ্চ ট্যারিফ নির্ধারণের পর চীনের দিকে ঝুঁকেছিলেন আমেরিকাকে সাইড করে, বাংলাদেশও কি তাহলে সাময়িকভাবে নিজেদের দাম বাড়াতে বা মর্যাদা বুঝাতে ভারতের বুকে জ্বালা ধরিয়ে সাময়িকভাবে পাকিস্তানের দিকে ঝুঁকছে?
.
সে যাই হোক, এটার দরকার ছিলো। এখন বাংলাদেশের মানুষ বুঝবে পাকিস্তানিরা কী চিজ। ব্যবসা-বাণিজ্য করতে, ভ্রমণে ও চিকিৎসা করাতে এই সুযোগটা নিয়ে পাকিপ্রেমীদের তাই বেশি বেশি পাকিস্তান যাওয়া উচিত। তাহলেই না তারা বুঝবে ভারত আর পাকিস্তানের মাঝে পার্থক্যটা কতটা, কাদের সাথে সম্পর্ক রাখলে লাভ বেশি, কারা আমাদের আসল বন্ধু আর কাদেরকে বয়কট করতে হবে। তাহলেই না আমরা বুঝব আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানিদের প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে ভুল করেছিলেন নাকি ঠিক!
please follow: দেব দুলাল গুহ'র নিপুণ কথন
২|
২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪০
dupur১২৩ বলেছেন: পাকিস্তানিদের আর ইন্ডিয়ানদের চিনতে হলে আপনাকে , কোনো ইউরোপ কান্ট্রি তে , কিন্ত USA তে মিনিমাম ১ বছর থাকতে হবে। তাহলে বুজবেন , কোন মাল কেমন।
সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে , ওই ২ মাল এই গন্ধ যূক্ত , ওই তুলনায় আমাদের বাংলাদেশী রা অনেক উন্নত।
৩|
২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪০
dupur১২৩ বলেছেন: কিংবা *
৪|
২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
পাকিস্তানীরা আমাদের দেশে অস্ত্র, জাল-নোট ছাপার মেশিন, আফিম বিক্রয় করবে ও মেয়ে কিনবে।
৫|
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
মেঠোপথ২৩ বলেছেন: পাকিস্তানে বাংলাদেশি পন্যের বাজার সৃষ্টি হলে সমস্যা কি? বিদেশে বাংলাদেশের প্রান , রাধুনির বিভিন্ন পন্য এখন বাংলাদেশি, ইন্পাডিয়ান ,পাকিস্তানি স্টোরে পাওয়া যায়। ভাল চাহিদা সৃষ্টি করেছে এই সব পন্য। মুক্ত অর্থনীতির যুগে সব দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে হয়।
৬|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৭
শেরজা তপন বলেছেন: একটা দেশ সন্মন্ধে কত কম ধারণা থাকলে মানুষ এ ধরনের আর্টিকেল লিখতে পারে !!!!
***বাংলাদেশ ও আমেরিকার জীবন যাথার মানের ব্যাপক পার্থক্য, তাই বলে কি খাদ্য পন্য ইলেকট্রনিক্স ও বিলাস সামগ্রী আমেরিকা বাংলাদেশে রপানী করবে না বাংলাদেশ তাদের তুলনায় ফকিন্নী কান্ট্রি বলে??
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: ভাবছি পাকিসতানে যাবো ঘুরতে ।