| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
পাকিস্তানের এই আর্মি অফিসার কি আমাদের সেনাপ্রধানের সিনিয়র বা উচ্চ পদমর্যাদাসম্পন্ন? তা নাহলে তো আমার বিবেচনা অনুযায়ী তিনি আমাদের সেনাপ্রধানের বামে বসার কথা। প্রটোকল কী বলে?
তাছাড়া তিনি কি নিজের বাহিনীর প্যারেডে এসেছেন যে সব জায়গায় হাতে লাঠি নিয়ে ঘুরছেন? প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতেও এটা নিয়ে গেছেন, আবার সেনাপ্রধানের সামনেও দেখলাম হাতে লাঠি! কেন?
আমার জানার সীমাবদ্ধতা থাকতে পারে।
ভুল থাকলে ধরিয়ে দিবেন কেউ..
কিন্তু আমি বেঁচে থাকতে আমার পূর্বপুরুষের কষ্টার্জিত স্বাধীন দেশের অপমান মানবো না। আমরা ভুলে যেতে পারি না যে ৫৪ বছর আগে আমরা তাদেরকে পরাজিতই শুধু করিনি, তাদের ৯৩ হাজার সৈন্যকে জীবনভিক্ষা দিয়েছিলাম। সর্বক্ষেত্রে সেই বিজয়ীর হাসি ও বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বজায় রাখা উচিত।
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
২|
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৫৮
বিষন্ন পথিক বলেছেন: লজ্জা থাকলে আমাদের দেশে পাকি জেনারেল আসার কথা না, অবশ্য নিজের দেশই জঙ্গি আর রাজাকারে ভরা
৩|
২৯ শে অক্টোবর, ২০২৫ ভোর ৫:৪৭
মাথা পাগলা বলেছেন: জঙ্গি-রাজাকাররা দেশ চালাচ্ছে, আর ইউনুস তাদের গুরু। পাক্কিদের সাথে সখ্যতা হওয়াটাই স্বাভাবিক। নোবেল ফ্যাসিজমের ম্যাজিক চলছে।
৪|
২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৭
মেঠোপথ২৩ বলেছেন: সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকলে ঠিক আছে। নায্যতা ও সাম্যতার সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক হোক সেটাই সবার কামনা । কিন্তু এক দেশের খপ্পর থেকে মুক্ত হয়ে কোণভাবেই যেন আরেক দেশের খপ্পরে না পড়ি , সে বিষয়ে জনগনকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশ হোক কেবলই আমদের।
৫|
২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫০
আমি নই বলেছেন: ভারত-পাকিস্তান একই রকম বিষাক্ত। তবে যেকোনো দেশের সাথেই নায্যতা ও সমতার ভিত্তিতে বন্ধুত্বপুর্ন সম্পর্ক হতেই পারে।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
প্রোটোকল বলে, এসব পাকি আমাদের দেশে না'আসে!